ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম – ( YouTube video upload )

how to upload video to youtube ?  ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম অনেকেই জানেন না। তাই আমি আজকে ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে   YouTube video upload  কম্পিউটার অথবা মোবাইল দিয়ে তা আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই আর্টিকেলের মাধ্যমে । 

কিভাবে ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে হয় ?

বর্তমানে অনলাইন সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণে যে কেউ নিজেকে বিশ্বের মাঝে বিখ্যাত বা পরিচিতির জন্য অনেকটা সহজ হয়েছে। অনেকেই ইউটিউব চেনেল বানিয়ে সেই চ্যানেলে ভিডিও আপলোড করে জনপ্রিয় হতে চান  অথবা টাকা ইনকাম করতে চান ।

তবে উদেদ্শ্য যেটাই হোক না কেন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে । আর ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম ( YouTube video upload ) অনেক সোজা ।

তবে আপনাকে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আগে থেকে আপনার একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে । আমার যদি না থাকে তাহলে আপনি কোথায় ইউটিউব ভিডিও আপলোড করবেন? 

তাই আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই আগে আপনি ইউটিউবে চ্যানেল কিভাবে বানাবেন সেটা জানুন । 

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম
how to upload a video to youtube

আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে, আপনার কাজ হল নিয়মিত হবে আপনার চ্যানেলে video upload করা । এতে করে অনেকেই আপনার ভিডিওগুলো দেখতে পারবে ।

এতে আপনি নিজেকে সকলের মাঝে পরিচিত করতে পারবেন জনপ্রিয় হতে পারবেন । তার চেয়ে বড় কথা হল ভিডিওগুলির মাধ্যমে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ।

এছাড়াও পড়ুন :

তো বন্ধুরা চলুন, কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায় সেটা জেনে নেই ।

YouTube Video Upload করার নিয়ম :

আজকের আর্টিকেলটিতে আমি ইউটিউবে ভিডিও আপলোড ( YouTube video upload ) করার দুটি নিয়ম ।  কম্পিউটার এবং মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার নিয়ম দুটিই আপনাদের সাথে আলোচনা করব ।

তবে প্রথমে আমি কম্পিউটার দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম ধারাবাহিকভাবে বলবো ।

কম্পিউটার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

কম্পিউটার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়মগুলি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো :

ধাপ: ১.

কম্পিউটার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার সর্বপ্রথম আপনাকে YouTube এর ওয়েবসাইটে যেতে হবে ।YouTube এর ওয়েবসাইটে দেওয়ার পর আপনি আপনার জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেলটি লগইন করে নিন । 

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

ইউটিউব চ্যানেলটি লগইন করার জন্য YouTube পেজ এর উপরে ডানপাশে থাকা Sign In” অপশনটিতে ক্লিক করুন । ভালোভাবে বুঝার জন্য ছবিটি লক্ষ করুন । 

Sign In” অপশনটিতে ক্লিক

ধাপ: ২.

Sign In” অপশনটিতে ক্লিক করার পর আপনাকে Gmail একাউন্টে  sign in করতে বলবে । তাই আপনার নিজের Gmail আইডি এবং পাসওয়ার্ড বাক্সতে বসিয়ে নিচের “Next” অপশনটিতে ক্লিক করুন ।

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

ধাপ: ৩.

আপনার ইউটিউব একাউন্টে sign in করার পর আপনার ইউটিউব চ্যানেলটি select  করে নিন । 

আপনার ইউটিউব চ্যানেলটি select  করার জন্য YouTube পেইজ এর ওপরে ডানপাশে থাক “profile icon” অপশনটিতে ক্লিক করুন । 

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

profile icon” টিতে ক্লিক করার পর কিছু অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে My channel” অপশনটিতে ক্লিক করুন।

এতে করে আপনার ইউটিউব চ্যানেলটি select হয়ে যাবে এবং আপনিি আপনার বাছাই করা ভিডিওগুলি এখান থেকে আপলোড করতে পারবেন । আর সেগুলি আপনার চ্যানেলে আপলোড হবে । 

ধাপ: ৪.

আপনার চ্যানেলটি select হওয়ার পর YouTube এ video আপলোড করার জন্য YouTube পেইজ এর সোজা উপরে Video icon” টি দেখতে পাবেন । এখন আপনি সেই video icon টিতে ক্লিক করুন । 

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

Video icon এ ক্লিক করার পর আরো দুটি অপসন দেখাবে তার মধ্যে প্রথম অপসন “Upload video” অপশনটিতে ক্লিক করুন।

 

ধাপ: ৫.

Upload video তে ক্লিক করার পর আপনি একটি upload পেইজ দেখতে পাবেন । যেখানে লেখা আছে “Select file to upload”.  আপনি সেই   “Select file upload” লেখা অপশনটিতে ক্লিক করুন ।  

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

ধাপ: ৬.

“Select file to upload” এ ক্লিক করার পর আপনার কম্পিউটারের ফাইল থেকে আপনি নিজের ভিডিও গুলো থেকে যেটি আপনি select করে দিবেন তা select করে নিন । তারপর নিচের “Open” অপশনে ক্লিক করে দিন।

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

তাহলেই আপনার select করা ভিডিওটি ইউটিউব চ্যানেল আপলোড হওয়া শুরু করবে । 

ধাপ: ৭.

ভিডিও ফাইল select করে open অপশনে ক্লিক করার পর আপনি আপনার ভিডিও কতটুকু আপলোড হয়েছে সম্পূর্ণ আপলোড হলো কি না? আপলোড হওয়ার জন্য কতক্ষন সময় লাগবে ইত্যাদি দেখতে পারবেন । 

ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

আপনার ভিডিওটি যখন ভিডিওটি 100% আপলোড হয়ে যাবে তখন ডানপাশে থাকা “Publish” বাটনটিতে ক্লিক করে দিন । তাহলেই আপনার ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে একেবারে “Publish” হয়ে যাবে । এবং লোকজন আপনার ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবে ।

আর হ্যাঁ আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন নিচের “Description” বক্সে ভিডিওটি কিসের উপর সে সম্পর্কে লিখে দিবেন । তাহলেই লোকজন যখন আপনার ভিডিওটি দেখার জন্য আসবে তারা বুঝতে পারবে যে আপনার ভিডিওটি কিসের উপর বানানো এতে করে তারা আপনার ভিডিওটা দেখবে ।

বন্ধুরা, আশাকরি কম্পিউটার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়মগুলি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি ।

 

চলুন, এখন আমরা মোবাইল দিয়ে  YouTube চ্যানেলে ভিডিও আপলোড করার নিয়মগুলো জেনে নেই। 

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করবেন ?

আপনি আপনার মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমেই Android Chrome browser, Opera mini browser, MozillaFirefox browser অথবা মোবাইলের এনড্রোয়েড ব্রাউজার ব্যবহার করুন ।

ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনার অবশ্যই একটি ইউটিউব চ্যানেল থাকতেই হবে । তার জন্য একটি জিমেইল আইডির প্রেয়োজন । কেননা ইউটিউব গুগলের সার্ভিস হওয়ার কারনে ইউটিউবে sign in করার জন্য আপনার জিমেইল আইডির একান্তই প্রয়োজন । 

আপনার জিমেইল আইডি এবং ইউটিউব চ্যানেল থাকলে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা নিয়ম গুলো জেনে নেওয়া যাক ।

আর যদি জিমেইল আইডি না থাকে তাহলে এখান থেকে জেনে নিন- নতুন জিমেইলে আইডি কিভাবে খোলা যায়।

আরো পড়ুন :

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম :

মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার নিয়ম গুলো আমি নিচে ধাপে ধাপে আলোচনা করবো । তাই নিচের ধাপগুলো মনোযোগ সহকারে পড়ুন :

ধাপ: ১.

কম্পিউটারের মতোই মোবাইল দিয়ে সর্বপ্রথম ওয়েবসাইটে সার্চ করুন YouTube.com অথবা ইউটিউব ওয়বসাইটে যান । ইউটিউবে যাওয়ার পর আপনি ইউটিউবের 1ম পেজে কিছু ভিডিও দেখতে পাবেন যেগুলো অনেকেই আপলোড করে রেখেছে ।

এখন আপনি আপনার ভিডিও অন্যাদের মতো আপলোড করার জন্য আপনার নিজের ইউটিউব একাউন্ট টি লগইন করে নিন । লগইন করার জন্য আপনি  YouTube home page এর উপরের ডানপাশের “Profile icon” অপশনটিতে ক্লিক করুন । 

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড

ধাপ: ২.

Profile icon”- এ ক্লিক করার পর আপনি একটি sign in পেজ দেখতে পাবেন । sign in পেজের নিচে আপনি “Sign in” লেখা দেখবেন। আপনি সেই sign in অপশনে ক্লিক করুন।

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড

ধাপ: ৩.

“Sign in” এ ক্লিক করার পর আপনার মোবাইলের জিমেইলের “Sign in” পেইজ দেখতে পাবেন । আপনি আপনার জিমেইলের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে জিমেইল টি “Sign in” করে ইউটিউবে লগইন করুন । 

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড

আপনার মোবাইলে যদি ইউটিউবের জিমেইলটি আগে থেকেই লগইন করা থাকে তাহলে হুবহু এরকম ছবির মতো দেখতে পাবেন ।

ধাপ: ৪.

ইউটিউব একাউন্টে লগইন করার পর আপনি আবারও ডানপাশের “profile icon” অপশনটিতে ক্লিক করুন । এতে, আপনি আপনার ইউটিউবের প্রোফাইল দেখতে পাবেন ।

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড

এরপর নিজের profile নামে ক্লিক করে আপনার যদি সেই জিমেইল আইডি দিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে আপনি সেই চ্যানেল সিলেক্ট করতে পারবেন ।

তারপর নিজের ইউটিউবের চ্যানেল বা একাউন্টে ভিডিও আপলোড করার জন্য ডানপাশে থাকা গোলাকার “upload icon” অপশনটিতে ক্লিক করুন।

 

Video upload icon টি আপনি আপনার ইউটিউবে লগইন করার পর নিজের প্রোফাইলে দেখতে পাবেন যেমনটা আপনি উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ।

ধাপ: ৫.

video upload icon এ ক্লিক করার পর আপনি একটি নতুন পেইজ দেখতে পাবেন যেখানে “Select file to upload” লেখা রয়েছে ।

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড

তাই আপনি select file to upload লেখাটিতে ক্লিক করুন । এতে আপনার মোবাইলের ফাইল file manager অপেন হয়ে যাবে এবং আপনি নিজের মোবাইল থেকে যে ভিডিও টি ইউটিউবে আপলোড করতে চান তা সিলেক্ট করেনিতে পারেন ।

ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ইউটিউবে আপলোড হয়ে যাবে  ।

আজকের শেষ কথা,

বন্ধুরা আশা করি, আপনারা কিভাবে নিজের কম্পিউটার বা মোবাইল দিয়ে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন তা বুঝতে পেরেছেন ।

আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন ।

আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *