ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম : ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম : ( internet theke youtube video download ) আজ আমরা ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানবো। অথ্যাৎ কিভাবে আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট থেকে ইউটিউবের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারি এটাই আজের আর্টিকেলের মূল আলোচ্য বিষয়।

তাই আজকের আর্টিকেলটি আপনি শেষ পর্যন্ত মনোযাগ সহকারে পড়তে থাকুন ।

 

Internet থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড :

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

বর্তমান ডিজিটাল যুগে অনেকের হাতেই স্মার্টফোন, এড্রোয়েড মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আইফোন রয়েছে । আমরা অনেক সময় কাজের ফাকে বা যে কোন বিনোদন পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে দেখে থাকি । YouTube থেকে অনেক সময় আমরা ভিডিও ডাউনলোড করার চেষ্টা করি, কিন্তু আমরা মোবাইলে পার্সোনালি ডাউনলোড করে রাখতে পারি না।

 

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

 

আমরা সবাই জানি না, যে ইউটিউব থেকে কোন ধরনের ভিডিও officially ডাউনলোড করা যায় যাবে না । অর্থাৎ YouTube যেখানে আমরা শুধু ভিডিও দেখতে পারবো কিন্তু আমাদের নিজের মোবাইলে, কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করতে পারা যায় না । তাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে কি কাজ করলে আপনি খুব সহজেই ইউটিউব থেকে যে কোন ভিডিও আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরবর্তীতে অফলাইনে ভিডিওগুলো দেখতে পারবেন । 

 

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার কয়েকটি উপায়

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

নিচে আমি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার কয়েকটি উপায় বলে দিব । নিচের এই উপায়গুলি আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ দিয়ে চেষ্টা করে ডাউনলোড করতে পারেন । আর আপনাকে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য operamini ব্রাউজার ব্যববহার করতে হবে ।

তো বন্ধুরা আর দেরি না করে,  YouTube থেকে ভিডিও ডাউনলোড করার উপায় গুলো জেনে নেই।

 

# Clipconverter দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

Clipconverter হচ্ছে এমন এক ওয়েবসাইট যার মাধ্যমে আমরা ইউটিউব এর যেকোন ভিডিও কনভার্ট করে আমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে পারি । এখানে ভিডিওর জন্য 3gp, MP4, HD, FULL HD, AVI সহ আরো অনেক ধরনের কনভার্টার format রয়েছে । যেগুলি ব্যবহার করে আপনি আপনার চাহিদা অনুযায়ী ভিডিও কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন । 

আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই প্রক্রিয়াটি আপনার মোবাইলে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই Opera miniGoogle chrome বা firefox  মোবাইল ব্রাউজার ব্যবহার করতে হবে । 

এখন আমরা ভিডিও ডাউনলোড করার প্রথম উপায়টি সম্পর্কে  বিস্তারিত জেনে নেই ।

1. Copy YouTube video URL

 

সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজারের মাধ্যমে  YouTube এ যেতে হবে । এরপর আপনি কি ভিটমেট ডাউনলোড করতে চাই সেই ভিডিওটিতে ক্লিক করুন । আপনি ভিডিওতে ক্লিক করার কারণে ভিডিওটি চলতে থাকবে ।

এখন আপনি আপনার কম্পিউটার বা মোবাইল browser এর address bar এ ভিডিও টির URL address বা একটি লিঙ্ক দেখতে পাবেন । ভালোভাবে বুঝার জন্য নিচের ছবিটি মনোযোগ সহকারে দেখুন । 

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

এখন আপনাকে কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারের address bar থেকে video টির URL address বা লিংকটি কপি (copy) করে নিতে হবে ।

2. Go to Clipconverter website

 

যেই ভিডিও টি আপনি ডাউনলোড চান তার URL লিংকটি COPY করার পর আপনাকে আরেকটি ব্রাউজারে যেতে হবে  clipconverter এর ওয়েবসাইটে

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
 

উপরের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন, আপনি Clipconverter এর ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটি বাক্স দেখতে পাবেন । আর বাক্সটির উপরে Video URL to download” লেখা রয়েছে। 

এখন আপনি আপনার পূর্বের কপি করা URL লিংক address টি বাক্সে (paste) পেস্ট করে দিন । 

URL লিংক address টি বাক্সে (paste) পেস্ট করার পর আপনি “Continue” বাটন টিতে ক্লিক করুন । 

 

3. Convert your video

ভিডিও URL পেস্ট করে continue বাটনে ক্লিক করার পরে আপনি নিচে কিছু options দেখতে পাবেন যেগুলো ভিডিওর সাথে জড়িত ।

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
 

এখানে জড়িত বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম আপনি ভিডিওর কোয়ালিটি বেছে নিন । আপনি ভিডিওটি High quality (HD) তে ডাউনলোড করতে চাইলে Detected media থেকে “YouTube video high defination (720p)” select করে দিন । 

এরপর নিচের conversion format অপশনে গিয়ে ভিডিও format select করে দিন । অর্থাৎ আপনি ভিডিওটি কোন ফরমেটে mp4, 3Gp, AVI বা MKV নিতে চান তা select করে দিন । 

সব কাজ শেষ হলে আপনি নিচের “Start” অপশনটিতে ক্লিক করে দিন ।

4. নিজের বেছে নেওয়া ভিডিওটি ডাউনলোড করুন

 

স্টার্ট (start) অপশনটিতে ক্লিক করার পর আপনার ভিডিওটি আপনার বেছে নেওয়া format এ convert হয়ে ডাউনলোড এর জন্য পরের পেজে ready হয়ে যাবে।

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
 

এখন আপনি clipconverter দিয়ে কনভার্ট করা ভিডিওটি পরের পেজে ডাউনলোড করতে পারবেন। ভিডিও টি ডাউনলোড করার জন্য আপনাকে “Download” লিংক বা button এ ক্লিক করতে হবে ।

YouTube থেকে ভিডিও ডাউনলোড করার এটা একটি সহজ উপায় যা আপনি মোবাইল বা কম্পিউটার উভটিতে একইরকম ডাউনলোডের নিয়ম ব্যবহার করে আপনি আপনার পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারেন ।

 

# ভিডিও URL এ SS লিখে video ডাউনলোড করন :

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

URL এ SS লিখে যেকোনো video download করা যত রকমের ভিডিও ডাউনলোড করার উপায় রয়েছে সবচেয়ে সহজ উপায় হল এটি । এই পদ্ধতি ব্যবহার করে আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন

চলুন তাহলে URL এ SS লিখে যেকোনো video download করার পদ্ধতিটি জেনে নেই । 

1. Video URL এড্ড্রেসে SS লিখুন

সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে YouTube গিয়ে আপনি যে ভিডিওটি দেখতে চান সেই ভিডিওটিতে ক্লিক করুন । এখন আপনার ভিডিওটি play হতে থাকবে । আর web ব্রাউজারের address bar এ সেই ভিডিওর URL Address দেখতে পাবেন। 

এখন আপনাকে ভিডিওর URL এড্ড্রেস এর ঠিক www. এর পরেই SS লিখতে হবে । তারপর কিবোর্ড এর enter button চাপুন ।  

যদি আমার বেচেনেওয়া ভিডিওটির URL এড্রেস “www.youtube.com/watch********”  হয় তাহলে ঠিক www. এর পর ss লিখুন । এতে ভিডিও URL এডড্রেসটি হয়েযাবে  “www.ssyoutube.com/watch*****” ।

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
 

বিষয়টি ভালোভাবে বোঝার জন্য উপরের ছবিটি লক্ষ করুন ।

আপনার ভিডিওর URL এড্ড্রেসে ss লেখার পর কি-বোর্ডের enter বাটন চাপ দিন। মোবাইলে হলে “GO” বা “OK” দিন । 

2. নিজের বাছায় করা ভিডিওটি ডাউনলোড করে নিন

 

আপনার ভিডিওর URL এড্ড্রেসে ss লেখার পর কি-বোর্ডের enter বাটন, “GO” বা “OK” দেওয়ার পর আপনাকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে । যার নাম হলো Savefrom.net । 

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড

Savefrom.net এই উয়েবসাইটের মাঝখানে আপনি আগের ভিডিটি দেখতে পাবেন । এবং ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওটি নিচে একটি লিংক দেখতে পাবেন ।

এখন আপনি একদম সোজা download অপশন এ ক্লিক করে দিন আপনারা ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে । 

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড

আরেকটি কথা হল ভিডিওটি ডাউনলোড করার আগে আপনি ভিডিওটি কোয়ালিটি বাছাই করে নিতে পারবেন । ভিডিওর কোয়ালিটি 3Gp (Low quality) বা Mp4 720 (HD high quality) বাছাই করার পর ভিডিওটি ডাউনলোড করে নিন । 

আশা করি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায়টি আপনি অতিসহজেই বুঝতে পেরেছেন ।

 

# Y2MATE ওয়েবসাইট দিয়ে ডাউনলোড করন :

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

উপরে বর্ণিত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় গুলো সম্পর্কে জানার পরও আপনি যদি অন্য কোন উপায়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান । বা জানতে চান তাহলে আপনাদের জন্য এবারের যে উপায়টি আলোচনা করব তা হল y2mate ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড ।

এই পদ্ধতিতে আমরা একটি ওয়েবসাইটে মাধ্যমে YouTube ভিডিওর URL লিংক  নিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের মোবাইল বা কম্পিউটার দিয়ে ডাউনলোড করতে পারবো । আর সেই ওয়েবসাইট টির নাম হলো www.y2mate.com.

তো চলুন দেরি না করে y2mate ওয়েবসাইট দিয়ে কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় তা জেনে নেই । 

 

স্টেপ- 1 :

সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করলে YouTube  ওয়েবসাইটে গিয়ে আপনি যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি ক্লিক করে ওপেন করুন । 

ভিডিওটি চালু হলে আপনি পূর্বের মত সেই ভিডিওর URL address ওয়েব ব্রাউজারের address bar এ দেখতে পাবেন ।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
 

এরপর আপনি ওয়েব ব্রাউজারের address bar থেকে URL address টি কপি করে নিন

 

স্টেপ- 2 :

ওয়েব ব্রাউজারের address bar থেকে URL address টি কপি করার পর আপনি সোজা Y2mate ওয়েবসাইটে যান।

Y2mate ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটি বক্স দেখতে পাবেন যেখানে search or paste link here” লেখা রয়েছে। 

আপনার আগের address bar থেকে URL address টি কপি লিংকটি এই search or paste link here” বক্সে পেস্ট করার পর “start” button এ ক্লিক করুন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড
 

যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন । বক্সটিতে URL এড্রেসটি PASTE করে start এ ক্লিক করার পরে আপনার বেছে নেওয়া ইউটিউব ভিডিওটি নিচে দেখাবে । আর ভিডিও Download করার জন্য একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন । এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিডিও সিলেক্ট করা ভিডিওটি HD high quality version অনুযায়ী আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হতে শুরু করবে । 

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড

# Android মোবাইলে TubeMate দিয়ে ভিডিও ডাউনলোড করন :

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

এখন আমি আপনাদেরকে এন্ড্রয়েড মোবাইলে টিউবমেট দিয়ে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এক ক্লিকে তা জানিয়ে দিবো ।

আপনি যদি আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও শুধুমাত্র একটি ক্লিক করে ডাউনলোড করতে চান তাহলে আপনি অবশ্যই  TubeMate এন্ড্রয়েড app টি আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিন । 

আপনার মোবাইলে TubeMate অ্যাপসটি ইন্সটল করার পর ওপেন করুন । অ্যাপটি ওপেন করলে আপনি ইউটিউব ভিডিও গুলো টিউবমেট দেখতে পাবেন । কথায় বলতে গেলে ইউটিউব এর মত আপনি টিউবমেট ইউটিউব এর সকল ভিডিও পেয়ে যাবেন । 

এখন আপনি ভিডিওগুলো দেখে যে ভিডিওটি আপনার ভালো লাগে, যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান । সেই ভিডিওটিতে ক্লিক করুন । ভিডিও টিতে ক্লিক করার পর ভিডিওটি নিচে আপনি একটি download অপশন দেখতে পাবেন । 

আপনি সোজা download  অপশনে ক্লিক করে ভিডিও quality বাছাই করে সেলেক্ট করে দিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ভিডিও টি ডাউনলোড করে নিন । 

আপনি যদি আপনার নিজের মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান তাহলে tubemate আপনার জন্য অনেক সোজা এবং খবর কার্যকরী মাধ্যম । এখান থেকে খুব সহজেই যেকোন ভিডিও ডাউনলোড করে নেওয়া যায় । আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন । 

আজকের শেষ কথা :

ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম : তো বন্ধুরা আমরা আজ ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম : ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয় ইত্যাদি বিষয়ে জানলাম ।

আজকের আর্টিকেল বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন বা মতমত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন । * ধন্যবাদ *

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *