টাকা দিয়ে টাকা ইনকাম করার উপায়: বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টি জানেন যে টাকা দিয়ে টাকা ইনকাম বা টাকা দিয়ে টাকা আয় করাটা একটি কৌশল। তবে, এটা কেবল একটি প্রবাদ বাক্য মাত্র নয় কিন্তু, এই কথার সত্যিই সত্যতা রয়েছে। টাকা ইনভেস্ট করে ইনকাম করার বর্তমানে অনেক ঘরোয়া উপায় রয়েছে ।
টাকা ইনভেস্ট করে ইনকাম:
বর্তমান যোগে, আপনারা নিজেদের টাক যদি সঠিক ভাবে বিনিয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা অধিক টাকা ইনকাম করতে পারবেন।
সচরাচর, যারা অল্প সময়ে অধিক টাকা আয় করতে চান বা নিজের কাছে থাকা টাকা অযথা ফেলে রাখতে না চান, তারাই মূলত টাকা কে কাজে লাগিয়ে অধিক টাকা ইনকামের কথা ভেবে থাকেন।
আর, আপনি যেমন ইন্টারনেটে টাকা দিয়ে টাকা কমানোর উপায় খুঁজছেন, তাই আপনিও হয়তোবা অধিক টাকা ইনকামের ঘরোয়া উপায়ও খুঁজছেন।
যাই হোক, আপনি কিন্তু একেবারেই সঠিক জায়গায় এসেছেন।
কেননা, আজকাল এমন অনেক বিনিয়োগের মাধ্যম গুলো রয়েছে যেখানে টাকা ইনভেস্ট করে কিছুটা জ্ঞান, ধর্য্য এবং সাহস এর মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে আপনার সেই টাকাগুলোকে
আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করুন, যেখানে আপনার টাকা গুলোকে দ্বিগুন, তিনগুন বা কিছু হলেও বাড়ানো সম্ভব।
আজকের এই লেখনির মাধ্যমে আমি আপনাদের এমনই কিছু উপায় বলবো যেখানে টাকা বিনিয়োগ করে অধিক টাকা ইনকাম করতে পারবেন।
আজকের এই লেখাটি শুধূমাত্র তাদের জন্য যাদের কাছে সবসময় টাকা অযথা পড়ে থাকে।
টাকা কোথায় ইনভেস্ট করবেন ?
টাকা কোথায় ইনভেস্ট করবেন তার ঘরোয়া উপায় গুলো নিচে উল্লেখ করা হলো।
- শেয়ার বাজারে বিনিয়োগে করে অধিক টাকা আয় করা,
- Cryptocurrency-তে টাকা বিনিয়োগ
- Mutual fund-এ বিনিয়োগ করন,
- এফিলিয়েট মার্কেটিং করন, ,
- পুরোনো জিনিস কেনা বেচা করন,
- অনলাইন স্বর্ণ (Gold) কিনে রেখে আয় করন।
চলুন, এবার আমরা ওপরে বলা টাকা দিয়ে টাকা ইনকামের প্রত্যেকটি ঘরোয়া উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই ।
টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম বলতে কি বোঝায়?
টাকা ইনভেস্ট বলতে বোঝায় যখন আপনি কোন কোম্পানি বা অনলাইনের কোন সাইটে নিজের টাকা জমা রাখবেন। এই টাকা জমা রাখাই হলো ইনভেস্ট।
এখন আপনি যে এই টাকা ইনভেস্ট করলেন, এরজন্য কিছুদিন পরে আপনি আপনার ইনভেস্ট এর টাকা একটা নির্দিষ্ট কমিশন বা প্রফিট পাবেন।
মূলত এটাই আপনার টাকা ইনভেস্টের আয়। অর্থাৎ টাকা দিয়ে টাকা আয়।
আরো পড়ুন মোবাইল অ্যাপস দিয়ে ইনকাম:
আজকের টাকা দিয়ে টাকা আয় করার ঘরোয়া উপায়গুলির প্রত্যেকটির জন্য আপনার কাছে আগে থেকেই আমানত টাকা থাকতে হবে।
আপনার কাছে যত বেশি টাকা থাকেবে আপনি তত অধিক কাজে লাগাতে পারবেন এবং ইনকামও বেশি করতে পারবেন।
১. শেয়ার বাজারে বিনিয়োগ করন
টাকা দিয়ে টাকা ইনকামের সব থেকে লাভজনক ও সঠিক উপায় হলো “শেয়ার বাজার” এ বিনিয়োগ করন।
শেয়ার বাজারে বিনিয়োগ এর অন্য একটি পদ্ধতি হলো, “ট্রেডিং করা” বা “শেয়ার এর কেনা-বেচা” করা।
তবে, যখন আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, তখন আপনার এটা জানা জরুরি যে আপনি সেখান থেকে লাভ করতে পারবেন।
যদিও এমন হয় যে, আপনি যে টাকা বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনার কিছু টাকা প্রথমত লস (loss) খেতে পারেন।
তাই, share market এর মধ্যে বিনিয়োগ এর আগে শেয়ার বাজার সম্পর্কে সঠিক ধারনা, আপনাকে জানতে হবে।
যদি আপনি শেয়ার বাজার সম্পর্কে না জানেন তাহলে এটা জানুন যে, Share market বা stock market হলো এমন এক ধরণের মার্কেট বা প্লাটফর্ম যেখানে বিভিন্ন রকমের ছোট-বড় কোম্পানি গুলোর শেয়ার কেনা-বেচা হয়ে থাকে।
আপনি যখন কোন কোম্পানির শেয়ার বা স্টক কিনবেন, আপনি সেই কোম্পানির শেয়ারহোল্ডার বা অংশীদার হয়ে যাবেন।
শেয়ার বাজারে, যখন একতরফা লোকজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন, তখন আরেক পক্ষের দিকে অনেক লোকজন তাদের অনেক টাকা লস খাচ্ছেন।
তাই, শেয়ার বাজারে বিনিয়োগ করার আগেই আপনার শেয়ারবাজার সম্পর্কে সম্পূর্ণ ধারনা থাকা দরকার।
এখন হয়তো ভাবছেন, শেয়ার বাজার থেকে কিভাবে ইনকাম করা যায় ?
মনে করুন, , আপনি শেয়ার বাজার এর একটি কোম্পানির ১০০ টি share কেবল প্রতি শেয়ার ১০০ টাকা দরে কিনলেন।
অর্থাৎ ১০০ টি শেয়ার কিনতে আপনার ১০,০০০ টাকা মোট লাগলো।
এখন, সেই কোম্পানির শেয়ার এর দাম বেড়ে যদি ১০০ টাকার বেশি হয়, তাহলে আপনি লাভবান হলেন।
আর সেই কোম্পানির শেয়ার এর দাম যদি কমে ১০০ টাকার নিচে চলে আসে, এক্ষেত্রে আপনি লস (loss) লসে পড়বেন।
এরকমভাবেই শেয়ার বাজারের শেয়ার এর দাম উঠা নামার উপর নির্ভর করে আপনি টাকা আয় করতে পারবেন।
আপনি YouTube এর ভিডিও দেখে বা অনলাইনে আর্টিকেল পড়ে, শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
২. Cryptocurrency-এ বিনিয়োগ করন
Cryptocurrency-তে বিনিয়োগ করাটাও বর্তমান অনলাইন যোগে অনেক লাভজনক একটি ঘরোয়া পদ্ধতি যদি আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করতে চান।
আসলে Cryptocurrency হলো ডিজিটাল মুদ্রার (digital currency) একটি নাম।
এই ধরণের ডিজিটাল মুদ্রা দিয়ে অনলাইনে বেচা-কেনা, online shopping ইত্যাদি করা হয়।
তবে বর্তমান অনলাইনযোগে আমরা বিভিন্ন ধরণের cryptocurrency সরাসরি বেচা-কেনা করতে পারি।
Bitcoin হলো বর্তমান ডিজিটাল যোগের সব চেয়ে জনপ্রিয় ও মূল্যবান cryptocurrency.
তবে, Bitcoin এর বাইরে বর্তমানে অনেক cryptocurrency আছে যেগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন।
বর্তমান ডিজিটাল যুগে বিশ্বজুড়ে অনেকেই মিউচুয়াল ফান্ডকে সেরা বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে।
অবশ্যই, এখান থেকে লাভ করার জন্য 5 থেকে 7 বছর এর মতো সময় লাগে।
তবে টাকা দিয়ে টাকা ইনকাম করার ঘরোয়া উপায় এর মধ্যে এটা সেরা উপায়।
এই ডিজিটাল মুদ্রা গুলোকে কেনার জন্য বা বিনিয়োগ করার জন্য অনেক apps রয়েছে যার মাধ্যমে ডিজিটাল মুদ্রার কেনা-বেচা করা যায় ।
যেমন, wazirx, coinswitch ইত্যাদি।
Cryptocurrency গুলোও শেয়ার বাজারের মতোই কাজ করে।
আপনি কত টাকার মুদ্রা কিনছেন এবং কেনে নেওয়া মুদ্রার দাম কতটা বাড়ছে বা কমছে, এর ওপরেই আপনার লাভ লস নির্ভর করে থাকে।
Bitcoin যখন নতুন ছিল তখন একটি বিটকয়েন এর দাম ছিল $0 ।
বর্তমানে একটি বিটকয়েন এর ভারতীয় মুদ্রায় দাম হচ্ছে, 17,40,488.48 INR.
চিন্তা করে দেখুন, আপনার যদি 1 টি মাত্র bitcoin থাকতো তাহলে আজ আপনি প্রায় ১৭ লক্ষ টাকার মালিক হয়ে যেতেন।
বর্তমান সময়ে বিটকয়েন এর মূল্য অনেকটাই বেশি, তাই বর্তমানে নতুন করে লাঞ্চ হওয়া ডিজিটাল মুদ্রা গুলোতে বিনিয়োগে লাভবান বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন নতুন লাঞ্চ হওয়া ডিজিটাল মুদ্রার দাম প্রথমে অনেক কম থাকে,
তাই শুরুতেই কম দামে মুদ্রা গুলো কিনতে পারলে, যখন দাম বেড়ে যাবে তখন বিক্রয় করলে প্রচুর লাভ করতে পারবেন।
৩. Mutual fund-তে বিনিয়োগ করন
মিউচুয়ালফান্ড হলো টাকা বিনিয়োগ করে অধিক টাকা আয় করার সব চেয়ে জনপ্রিয় ঘরোয়া মাধ্যম।
কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, এই বিষয়ে আমি আগেই আপনাদের স্পষ্ট বলে দিয়েছি।
Mutual fund হলো শেয়ার বাজারের একটি অংশ, তবে শেয়ার বাজার থেকে অনেকটা নিরাপদ।
যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। মেউচুয়াল ফান্ড শেয়ার বাজারের চেয়ে আপনার জন্য অনেক টাই নিরাপদ।
Mutual fund এর বিভিন্ন ধরনের আলাদা আলাদা scheme রয়েছে।
আপনি যদি প্রচুর return বা profit পেতে চান, তাহলে অবশ্যই মিউচুয়াল ফান্ডের ইকুইটি স্কিম গুলোতে বিনিয়োগ করতে রাখতে পারেন।
৪. এফিলিয়েট মার্কেটিং করন
এফিলিয়েট মার্কেটিং হলো অনলাইন টাকা ইনকাম করার সব চেয়ে জনপ্রিয় একটি উপায়।
এটা মূলত একটি অনলাইন ব্যবসা বলা যায়।
এখানে বিভিন্ন ই-কমার্স কোম্পানি গুলোর পণ্য বা সেবা গুলোকে আপনাকে অর্গানিক বা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে হবে।
যখন আপনার প্রচার করা পণ্য গুলোকে কেউ কিনবে, তখন আপনি সেই কোম্পানির পক্ষ থেকে অটোমেটিক কমিশনের টাকা পেয়ে যাবেন।
যদি আপনার কাছে বিনিয়োগ (invest) করার টাকা থাকে, তাহলে আপনি Google Ad, Facebook Ad ইত্যাদির মাধ্যমে পণ্যের বেচা-কেনার প্রচার করতে পারবেন।
এই কৌশলটি আপনি ভালো ভাবে কাজে লাগাতে পারলে আপনি সহজেই ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
আর কোন টাকা ইনভেস্ট ছাড়াও এফিলিয়েট মার্কেটিং করে অনেক টাকা ইনকাম করা সম্ভব, তবে এর জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে।
তাই, পারলে কিছু টাকা ইনভেস্ট করার মাধ্যমে এখান থেকে তারাতারি প্রচুর টাকা ইনকাম করতে পারেন।
5. পুরোনো জিনিসপত্র কেনা বেচা করন
আপনি যদি টাকা ইনভেস্ট করে আয় করার একটি লাভজনক উপায় খুঁজে থাকেন, তাহলে আপনি পুরনো জিনিস কেনা-বেচার মাধ্যমেও আয় করতে পারেন।
যদি আপনার কাছে টাকা অযথা পড়ে থাকে, তাহলে আপনি পুরনো বাইক, গাড়ি বা স্কুটার ইত্যাদি কম দামে কিনে আবার সেগুলো একটু মেরামত করে অথবা স্টক করে এমনিতেই বেশি দামে বিক্রি করতে পারেন।
এই ব্যবসা খুবই কম লোকে করে, তাই এই ব্যবসাটি করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
আপনি চাইলে গাড়ি ভাড়া (rent) দিয়েও টাকা ইনকাম করতে পারেন।
আজকাল বাইক, গাড়ি কেনার অনেকেরই ইচ্ছা থাকলেও টাকার অভাবে অনেকেই কিনতে পারে না।
তাই আপনার পুরোনো উপকরণ, গাড়ি, বাইক, টিভি ইত্যাদি গুলোকে কিনে সেগুলোকে ঠিকঠাক করে তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন।
6. অনলাইনে স্বর্ণ (Gold) কিনে রাখা
ডিজিটাল মুদ্রার মতো বর্তমানে ডিজিটাল স্বর্ণ (digital gold) এর জনপ্রিয়তা অনেক রয়েছে।
এমন অনেক অ্যাপস আছে যার মাধ্যমে আপনি digital gold কেনার সুযোগ পাবেন ।
ভারতের একটি paytm digital gold platform থেকে আপনি digital gold কিনতে পারবেন।
এজন্য, আপনার শহরে বা দেশে স্বর্ণের যে দাম থাকবে সেই দামেই আপনি ডিজিটাল স্বর্ণ কেনার সুযোগ পাবেন।
এখন আপনি যত ইচ্ছা স্বর্ণ কিনতে চাইলেই এখান থেকে কিনে রাখতে পারবেন।
আর যখন স্বর্ণের দাম বাড়বে তখন আপনি আপনার কিনে রাখা এই স্বর্ণ অধিক দামে বিক্রি করতে পারবেন এবং প্রচুর টাকা লাভ করতে পারবেন।
আপনার দেশ বা শহরে ডিজিটাল স্বর্ন (Digital Gold) কেনার অ্যাপস বা অন্যকোন উপায় থাকলে ডিজিটাল স্বর্ণ কিনে রাখতে পারেন। টাকা দিয়ে টাকা ইনকাম করার সত্যিই এটা একটি ঘরোয়া চমৎকার উপায়।
আজকের শেষ কথা,
তো বন্ধুরা, আজকের আর্টিকেলে পড়ে টাকা দিয়ে টাকা ইনকাম করার সেরা ঘরোয়া উপায় গুলো জানলাম।
আশা করি, আজকের আর্টিকেলটি আপনাদের অবশ্যই কাজে লাগবে।
টাকা দিয়ে ইনকাম করার ঘরোয়া উপায় গুলো সম্পর্কে কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে, তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।