মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায় : সিমের মালিক ধরার উপায়

মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায় : আজ আমি আপনাদের সাথে মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায় সম্পর্কে আলোচনা করব । সিমের মালিক ধরার উপায় ।

আমাদের কাছে মাঝেমধ্যেই বিভিন্ন রকমের পরিচিত অপরিচিত উভয় ধরনের কল আসে ।অনেক সময় আমাদের অপরিচিত নাম্বার থেকে কল আসলে সেটার পরিচয় জানার প্রয়োজন পড়ে থাকে ।

আজ আমি আপনাদেরকে অপরিচিত মোবাইল নাম্বারের মালিকের নাম কিভাবে বের করবেন তা শিখিয়ে দিব । অর্থাৎ আপনার কাছে আসা জি মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা তা বের করার উপায় আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব ।

এতে করে আপনারা ঘরে বসে খুব সহজেই নিজের মোবাইল অথবা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে অপরপ্রান্তের মোবাইল নাম্বারটি মালিকের নাম আপনি খুব সহজেই বের করতে পারবেন অর্থাৎ সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তা ধরতে পারেন ।

যে কোন সিম আপনারা চাইলেই আর মোবাইল নাম্বারটি দিয়ে মালিকের নাম বের করতে পারবেন।

 

মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায়

আপনাকে অপরিচিত নাম্বার দিয়ে কল করছে কে ? সেই সিম কার নামে রেজিষ্ট্রেশন করা দেখে নিন খুব সহজেই :

 

আপনাকে অপরিচিত নাম্বার দিয়ে কল করছে কে ? সেই সিম কার নামে রেজিস্ট্রেশন করা দেখে নিন খুব সহজেই । কোন পরিচিত অপরিচিত যেকোনো মোবাইল নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা আছে তার নাম যাচাই করার জন্য আমি আপনাদেরকে একটি সহজ উপায় বলে দিন ।

এই উপায়টি অবলম্বন করবেন আপনি মোবাইল দিয়ে ঘরে বসেই অথবা আপনার ল্যাপটপ, কম্পিউটার দিয়ে যাচাই করে নিতে পারবেন কার নামে সিম রেজিস্ট্রেশন করা ।

কিভাবে বের করবেন সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে । মূলত এর জন্য আপনাকে একটি অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে । আর সেই অ্যাপটির নাম হলো Truecaller app এবং website” ।

আর Truecaller এমন একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই Truecaller আপনাকে সিমের মালিকের জানিয়ে দিবে ।

শুধু সিমের মালিকের নাম হয় নয়  truecaller সিমটি কার নামে রয়েছে তার জিমেইল ও ঠিকানা বলে দিতে পারে । 

তবে truecaller দিয়ে আপনি ঠিকানা হয়তোবা কমক্ষেত্রে পাবেন কিন্তু সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা তার নাম এবং তার জিমেইল এড্রেস আপনি পেয়েই যাবেন। 

 

Truecaller দিয়ে সিম কার নাম রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো ?

আমি আপনাদেরকে একটু আগেও বলেছি যে, truecaller এ সিম কার নামে রেজিস্ট্রেশন করা তার নাম জানার জন্য দুটি উপায় রয়েছে । একটি হলো, truecaller ওয়েবসাইট দিয়ে । আরেকটি হলো, Truecaller android Apps ব্যবহার করার মাধ্যমে । 

তোম চলুন নিচে আমরা এই truecaller ওয়েবসাইট এবং Truecaller android অ্যাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেই । 

 

1. Truecaller ওয়েবসাইট দিয়ে যেকোনো অচেনা নাম্বার এর বিষয়ে জানুন।

 

প্রথমে আপনাকে যে মোবাইল নাম্বার টির বিস্তারিত তথ্য জানতে চান সেই মোবাইল নাম্বারটি দিয়ে truecaller এর ওয়েবসাইট এ যান।

এখন আপনি নিচের দেওয়া বাক্সে একটি লেখা দেখবেন “Look up any mobile number” অর্থাৎ যেকোনো নাম্বার বিষয়ে আপনি জানতে পারেন

 

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো ? 
সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো ?

 

উপরের ছবিটিতে আপনি যেভাবে দেখছেন ঠিক তেমনি বক্সের ভিতরে মোবাইল নাম্বারটি লিখুন । তারপর সার্চ বাটন এ ক্লিক করুন । এখন truecaller আপনাকে truecaller লগইন / signin এর জন্য বলবে । 

 

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো ? 
সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো ?

 

এখন আপনি Truecaller এ লগইন করার জন্য “sign in” অপসন ক্লিক করুন । সাইন ইন ক্লিক করার পরে আপনকে truecaller gmail অথবা microsoft একাউন্টের মাধ্যমে লগইন করতে বলবে। আপনাদের যদি  gmail  অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা gmail  অ্যাকাউন্ট দিয়ে truecaller  লগইন করুন । 

 

মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায়
মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায়

 

আর যদি আপনার  hotmail অথবা outlook account থাকে তাহলে আপনি নিচের দেওয়া অপশনটিতে ক্লিক করে লগইন করুন  । 

এরপর Gmail বা Microsoft account দাঁড়া  truecaller লগইন করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন তার মালিক কে রয়েছেন সেই মোবাইল নাম্বারটি কার নামে রেজিষ্ট্রেশন করা truecaller তা আপনাকে জানিয়ে দিবে । 

 

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো ? 
মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায়

 

 

ঠিক যেরকম আপনি উপরে দেখছেন । truecaller শুধুমাত্র আপনাকে মালিকের নাম এবং ইমেইল এড্রেস জানিয়ে দিবে । আপনি চাইলে তার নাম এবং ইমেইল এড্রেস এর মাধ্যমে তার পুরো ঠিকানা পরবর্তীতে এসএমএস বা অন্য কোনো মাধ্যমে বের করে নিতে পারবেন । 

 

এখন আমরা এন্ড্রয়েড মোবাইল দিয়ে truecaller app ব্যবহার করে অপরিচিত মোবাইল নাম্বার এর মালিকের নাম কিভাবে জানা যায় সেটা বিস্তারিত জানব ।  

2. Truecaller app দিয়ে সিম কার নাম আছে তা জানার উপায় :

 

Truecaller android app টি আপনি চাইলে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। 

এর জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোরে যেতে হবে । গুগল  Play Store  এগিয়ে  Truecaller android app

টি ডাউনলোড করে নিন ।

Truecaller android app টি আপনার মোবাইলে থাকলে অপরিচিত যে কেউ ফোন করুক না কেন তাতে আপনার ভয়ের কিছু নেই । কেননা যত অপরিচিত নাম্বার থেকে কল আসুক না কেন । যখন অপরিচিত কেউ কল দিবে তখন রিং হওয়ার সময় truecaller আপনাকে যে ফোন করেছে তার caller id দেখাবে । যে ফোন করেছে তার মোবাইল নাম্বার এবং নাম আপনি caller id তে দেখতে পারবেন । যদিও অপরিচিত নম্বরটি আপনার মোবাইলে সেভ থাকুক আর না থাকুক truecaller এর মাধ্যমে আপনি তার নাম দেখতে পাবেন । 

এখন যে নাম্বার থেকে ফোন এসেছে সেই নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে তা তো আপনি জেনে যাবেনই ।  আপনি যদি সেই নাম্বার থেকে ফোন আসা বিরক্তিকর মনে করেন এবং সেটি বন্ধ করতে চান তাহলে  true caller app এ থাকা block number function টি ব্যবহার করার মাধ্যমে আপনি নাম্বারটি ব্লক করে রাখতে পারেন । আপনি চাইলে এই ফাংশন ব্যবহার করার মাধ্যমে যেকোনো মোবাইল নাম্বার ব্লক লিস্টে রাখতে পারেন । এখন সে যতই কল করুক না কেন কোন কলই আর আপনার মোবাইলে আসবে না। 

 

আমাদের শেষ কথা:

 

আমি আশা করি মোবাইল নাম্বার কার নামে রেজিষ্ট্রেশন করা তা বের করার উপায় আপনারা জানতে পেরেছেন। অর্থাৎ সিমের মালিক কে তা ধরার জন্য মোবাইল নাম্বার ই যথেষ্ট । ট্রু কলার অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনারা সেই বিষয়টি জানতে পেরেছেন ।

এয়ারটেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন বা মতামত আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই নিচের দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ।

আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন- সুস্থ থাকবেন ।  * ধন্যবাদ *

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *