SEO কি ? ব্লগে SEO এর কাজ কি – seo করার নিয়ম (SEO সম্পর্কে বিস্তারিত )

SEO কি ? ব্লগে SEO এর কাজ কি ? আজকের আর্টিকেলটি হলো, SEO কি ? ব্লগে SEO এর কাজ কি? seo করার নিয়ম,  SEO সম্পর্কে বিস্তারিত জানুন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ।

এস ই ও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম । আশাকরি সকলে ভালো আছেন । আজকে আমি আপনাদের সঙ্গে আর্টিকেলটির নিয়ে এসেছি তা হয়তো বা আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন ।

আজ আমি আপনাদের সাথে এসইও কি ? ব্লগে SEO এর কাজ কি ? seo করার নিয়ম, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার পর আপনার মনে এসইও সম্পর্কে আর কোন প্রশ্ন থাকবেনা।

অর্থাৎ আপনি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ( search engine optimization ) এর কাজ কি  তা বিস্তারিত জানতে পারবেন । তাই আপনি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন । 

আর আপনি যদি SEO সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে ব্লগিং ক্যারিয়ারে নিজেকে সফল করতে পারবেন । 

কিন্তু আপনি যদি এসইও সম্পর্কে না জেনে শুধু শুধু ব্লগিং শুরু করেন তাহলে আপনি কখনোই ব্লগিং ক্যারিয়ারে সফল হতে পারবেন না ।

Table of Contents

SEO – Search Engine Optimization বলতে কি বোঝায়?

SEO / Search Engine Optimization আমরা যারা ব্লগ বা উয়েবসাইট তৈরি করি তাদের সকলেরই দরকারি একটা বিষয়। আমি বা আপনি কেন ব্লগ শূরু করি ? লোকেরা কেন নিজেদের অনেক সময় দিয়ে একটি করে আর্টিকেল লিখে তাদের ব্লগ বানিয়ে তাতে সফল হওয়ার চেষ্টা করে?

হ্যা, আপনি ঠিকেই ভাবছেন। আমি বা আমরা সবাই ব্লগ তৈরি করে আর্টিকেল লিখে থাকি ভবিষ্যতে টাকা ইনকাম করার উদ্দেশ্যই ।

আমরা ব্লগিং করে বিভিন্ন ভাবে টাকা আয় করতে পারি । Google Adsense দিয়ে, affiliate marketing করে এবং অন্য Advertisement Website ইত্যাদি থেকে। 

SEO কি ?
SEO কী ?

তবে ব্লগ সাইট তৈরির প্রথম থেকে টাকা ইনকাম করার আগ পর্যন্ত আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন । তা হল আপনার ব্লগে ট্রাফিক / ভিজিটর । অর্থাৎ আপনার ব্লগের লেখাগুলো পড়ার জন্য লোক বা ভিজিটর দরকার ।

সেজন্য আপনি আপনার ব্লগে আর্টিকেল পড়ার জন্য অসংখ্য ফ্রি ট্রাফিক বা ভিজিটর আনতে পারেন  “Search engine” এর মাধ্যমে । অর্থাৎ Google search এবং Yahoo search, Bing ইত্যাদির  মাধ্যমে ।

আরো পড়ুন:  :

আরেকটি কথা মনে রাখবেন, search engine থেকে আনলিমিটেড ভিজিটর বা ট্রাফিক পেতে হলে আপনাকে ব্লগ এবং আপনার ব্লগের আর্টিকেলে এস.ই.ও / সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিক ভাবে করতে হবে ।

সার্চ ইঞ্জিন এর মাধ্যমে ট্রাফিক বা ভিসিটর পাওয়ার জন্য SEO এর কেন দরকার এবং কিভাবে এস.ই.ও করবেন তা নিচে ধাপে ধাপে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ।

SEO কি ? ‍SEO এর কাজ কি ?

SEO- এর পূর্ণরূপ হলো- “Search engine optimization” এর অর্থ একদম সোজা । আমি উপরে আপনাদেরকে বলেছি যে, আপনার ব্লগ বা ওয়েবসাইটে একদম ফ্রিতে প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর আনার জন্য যে উপায়টি রয়েছে তা হলো Search engine” । 

আর সার্চইঞ্জিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ  হলো Google”, “Yahoo, bing” ইত্যাদি । 

আর SEO ( এসইও ) এমন একটি কৌশল বা নিয়ম যা দিয়ে আমরা নিজেদের ব্লগ বা ওয়েবসাইটের লেখা নিজেদের কন্টেন বা আর্টিকেল গুগল এবং ইয়াহুর মতো বড় সার্চ ইঞ্জিন গুলিতে প্রথম পেজে সবার প্রথম 10 টি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যেতে পারি । 

যার ফলে লোকেরা যখন কোন কিছূ লিখে গুগল সার্চ ইঞ্জিন বা ইয়াহু তে সার্চ করবে আমাদের আর্টিকেল রিলেটেড তখন আমাদের ওয়েব সাইট গুলো সেই আর্টিকেলটি গুলগল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখাবে ।

যেই বিষয়টি (keyword) দিয়ে লোকে সার্চ  করবে সেটা আপনার আর্টিকেলে থাকার কারণে আপনার আর্টিকেলটি গুগল সাচ ইঞ্জিনের প্রথম দেখানোর জন্য আপনি প্রচুর পরিমানে ফ্রি ভিজিটর বা ট্রাফিক পেয়ে যাবেন এই গুগল সার্চ ইঞ্জিন থেকে ।

মনে রাখবেন, নিজেদের ব্লগ বা ওয়েবসাইটে হাজার হাজার লক্ষ লক্ষ ভিজিটর পাওয়ার জন্য এটাই একমাত্র উপায় । যা ব্যবহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ওয়েবসাইট তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন ।

সোজা কথায় বললে SEO (এস ই ও) হলো এমন একটি কৌশল বা নিয়ম যা ব্যবহার করে জেকেও নিজের ব্লগ বা আর্টিকেল যেকোনো ধরনের Keyword বা বিষয়ে search engine এর প্রথম পেজে rank করতে পারবেন।

এর জন্য আপনার এসইও সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে ।

আপনি যদি আপনার ব্লগে এসইওর কোন জ্ঞান ছাড়াই Search engine optimization এর ব্যবহার করেন, তাহলে আপনার ব্লগ বা ব্লগে লেখা আর্টিকেলের ক্ষতি হতে পারে। ফলে আপনি গুগল সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক বা ভিসিটর কখনোই পাবেননা ।

দ্রষ্টব্য: Keyword  অর্থ হলো আপনি যে বিষয়ে আর্টিকেল লিখছেন বা লেখা আর্টিকেলটি কিসের ওপর সেই বিষয়কে বলা হয়। যেমন, আমি এই আর্টিকেলটি SEO কি ? এ বেপারে লিখছি তাই আমার আর্টিকেলের keyword হলো “SEOকি?”,  বা “এসইওর কাজ কি” “seo করার নিয়ম”।

ব্লগে ‍SEO এর কাজ কি? কেন এসইও ব্যবহার করবেন?

আপনার নিজের ব্লগে প্রতিটি আর্টিকেলে ‍এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন” (search engine optimization) এর ব্যবহার করা খুবই জরুরী ।

আপনি যদি আপনার ব্লগ বা আর্টিকেল লেখার সময় এসইও না করেন তাহলে আপনার আর্টিকেলটিকে গুগল সার্চ ইঞ্জিন 1ম পেজে না দেখিয়ে শেষের দিকের পেজে দেখাবে ।

যার ফলে আপনি গুগল সার্চ ইঞ্জিন থেকে কোন ভিজিটর পাবেন না ।

মনে করুন, আপনি আপনার ব্লগে একটি আর্টিকেল লিখেছেন “ব্লগ কিভাবে বানাতে হয়” এর উপরে ।

এই ব্লগ কিভাবে বানাতে হয়, এই কিওয়ার্ড বা বিষয়টির উপরেই অনেকেই আর্টিকেল লিখে রেখেছেন।

এখন আপনি একটু ভাবুন যে, Google বা yahoo সার্চ ইঞ্জিন কার আর্টিকেলটিকে তাদের প্রথম পেজে দেখাবে ? 

এর উত্তর হলো,  যার ব্লগের আর্টিকেল SEO friendly থাকবে তার আর্টিকেলটি গুগল প্রথম পেজের প্রথম স্থানে দেখাবে ।

আর এরকম ভাবে আর্টিকেলে SEO করার ওপরে নির্ভর করে গুগল বা অন্য search engine ব্লগ বা  আর্টিকেল সার্চ ইঞ্জিনের  search result এর প্রথম পেজ থেকে ধারাবাহিকভাবে শেষ পেজ পর্যন্ত দেখিয়ে থাকে ।

এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে, ব্লগে কেন SEO ব্যবহার করে আর্টিকেল লেখা জরুরি” ? 

SEO- এসইও কত প্রকার ও কি কি ?

SEO দুই প্রকার । আর এদুটি প্রকার এস ই ও আলাদা ভঅবে কর করে । একটি “On page SEO এবং অপরটি হলো Of f page SEO তো চলূন এস ই ও এর এই দুটি প্রকার সম্পর্কে বিস্তারিত জানি । 

On page SEO কী ?

On page SEO হলো এস ই ও এর এমন একটি প্রকার যে এস ই ওর  seo র প্রয়োগ আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটে করে থাকি ।

অর্থাৎ, এরকম ধরনের কাজ যেগুলো আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটে এসইও এর প্রয়োগ সরাসরি করতে পারি ।

যেমন : ব্লগ বা ওয়েব সাইট বানানোর সময় সহজ এবং SEO friendly design বা থিম পছন্দ করে বেছে নেওয়া । ভালো মানের আর্টিকেল লেখা এবং contact এ keyword এর সঠিক ভাবে ব্যবহারের মাধ্যমে আর্টিকেলটি SEO friendly করে লিখা । 

আরো কিছূ বিষয় যেগুলো হলো, আর্টিকেল লেখার সময় keyword, আর্টিকেলের title, description  ইত্যাদির ব্যবহার করা । 

এরকম ভাবে কিছু SEO techniques বা প্রক্রিয়া যেগুলো আপনি আপনার ব্লগে বা আর্টিকেলে ব্যবহারের দ্বারা আমরা Google Search  বা Yahoo সার্চ থেকে ফ্রি ট্রাফিক বা ভিসিটর্স পেতে পারি । অথবা  সার্চ ইঞ্জিন গুলির থেকে ফ্রি ট্রাফিক (traffic) বা ভিজিটর পাওয়ার জন্য নিজের ব্লগের আর্টিকেল optimize করতে পারি সেই SEO টেকনিক গুলিকেই ON page seo বলা হয়।

ব্লগে কিভাবে On page SEO করবেন ?

ব্লগে on page seo করার অনেক গুলি নিয়ম আছে। নিচে আমরা সবচে দরকারি এবং প্রয়োজনীয় on page seo সম্পর্কে আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে ভালো করে on page এস ই ও search engine optimization করতে পারবেন সহজেই ।

১. ওয়েবসাইট loading speed জরুরি

একটি ব্লগ বা ওয়েবসাইট এর জন্য ওয়েবসাইট loading speed খুবই জরুরী একটি বিষয় । 

কেননা আপনি আমি যখন কোন ওয়েবসাইটে ঢুকে তখন সেটি যদি লোক নেই অর্থাৎ loading speed স্লো থাকে তাহলে আমরা সেটা ব্যবহার না করে সে ওয়েবসাইট থেকে বেরিয়ে আসে । এবং অন্য ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইট loading speed ভালো দেখি । কেননা slow website ব্যবহার করে ভালো পাইনা।

একটি অনলাইন survey থেকে জানা গেছে যে যেকোনো ওয়েবসাইট ২ থেকে ৪ সেকেন্ডের  সময়ে খোলা অনেকটা ভালো ।

এতে করে আপনার ওয়েবসাইটে আসা ভিজিটররা আপনার ওয়েবসাইট সহজেই প্রবেশ করতে পারবে এবং আপনার লেখাগুলো পড়তে পারবেন পিকচার গুলো সঠিকভাবে দেখতে পারবে ।

আর যদি আপনার ওয়েবসাইটটি স্লো কাজ করে দুই থেকে চার সেকেন্ডের মধ্যে না খুলে তাহলে ভিজিটরেরা বিরক্তি বোধ করবে এবং আপনার ব্লগ বা ওয়েবসাইট থেকে চলে যাবে ।

এভাবে যদি ভিজিটররা আপনার ব্লগ সাইট থেকে কোন কিছু না পেয়ে নেমে চলে যায় তাহলে সেটা  Google search বা অন্য search engine এর কাছে আপনার ব্লগ বা ওয়েবসাইটি অপছন্দনীয় হতে থাকে । যার জন্য রেঙ্ক কমে যেতে থাকে । 

এতে করে আপনি আপনার আর্টিকেলটিকে প্রথম পেজে না থেকে শেষের পেজের দিকে দেখাবে।

তাই মনে রাখবেন, Website loading speed দ্রুত (fast) করার জন্য  on page seo করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ । নয়তো আপনি কখনো  Google search থেকে ভালো সংখ্যার  ট্রাফিক বা ভিজিটর পাবেন না ।

অবশ্যই পড়ুন : 

ওয়েবসাইট বা ব্লগ দ্রুত (fast) কিভাবে রাখবেন ? 

নিজের ওয়েবসাইট বা ব্লগ দ্রুত loading speed fast করার জন্য নিচের দেয়া ৫ টি পয়েন্ট অবশ্যই অনুসরল করবেন :

  • ভালো মানের ফাস্ট web hosting কিনতে হবে ।
  • ব্লগের থিম (theme) সাধারণ এবং ভালো মানের থিম ব্যবহার করবেন ।
  • আর্টিকেলে ব্যবহত ছবি (image) এর সাইজ ছোট করে আপলোড করবেন ।
  • ব্লগে cache এবং database cleaner plugin ব্যবহার প্রয়োজনমতো করতে হবে ।
  • আপনি WordPress ব্যবহার করলে অপ্রয়োজনীয় plugin ব্যবহার করবেননা। বেশি প্লাগিন ব্যবহার করলে আপনার ওয়েবসাইট একদম স্লো (slow) হয়ে যেতে পারে ।

২. আর্টিকেলে title tag ভালোভাবে দেওয়া

আর্টিকেল টাইটেল ট্র্যাক ভালোভাবে দেওয়া অনপেজ এসইও একটি গুরুত্বপূর্ণ কাজ ।

যখনই আপনি একটি ভাল টাইটেল ট্যাগ ব্যবহার করবেন তখন যে কোন সার্চ ইঞ্জিন থেকে সার্চ করা ভিজিটর গুলো এই টাইটেল ট্যাগ এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে চলে আসতে পারবো ।

কেননা, search engine হোক বা social media তে সাচ্য করা লোকেরা শুধু আপনার লেখা আর্টিকেলের ছোট্ট title টিই দেখতে পান । 

তাই আপনি যখন আর্টিকেলে দেন তখন আপনার টাইটেল  title এর খুব যতনে নিন  । অর্থাৎ এমনভাবে টাইটেল লিখুন বা সোশ্যাল মিডিয়া বা গুগল সার্চ ইঞ্জিন যেখান থেকেই সার্চ করা হোক না কেন আপনার টাটটেল টি যেন সবার সামনে দেখায় । আর আপনার টাইটেল দেখেই যেন লোকেরা আপনার আর্টিকেল পড়তে আপনার পেজে চলে আসে । 

যখন Google search result এ বেশিভাগ লোকেরা আপনার ব্লগের লিংকে ক্লিক করবে তখন আপনার ব্লগের CTR (Click through rate) অনেক ভালো দেখাবে ।

গুগল সার্চ ইঞ্জিন থেকে যত বেশি ক্লিক হবে আপনার ওয়েবসাইটের CTR তত ভালো হবে ফলপ্রসূ আপনার ওয়েবসাইটটি গুগলের কাছে ভালো হওয়া বুঝায়। 

তাই, খেয়াল রাখবে আপনার আর্টিকেলের title যেন ৬৫ শব্দের মধ্যে লিখা হয় এবং সহজ সরল ভাবে লিখার চেষ্টা করবেন যাতে টাইটেল পরে সবাই আপনার লেখা আর্টিকেলের বিষয় বুঝতে পারে ।

৩. ব্লগ পোস্টে URL লিংক এর যথাযথ ব্যবহার করন

আর্টিকেল লেখার সময় আপনি সবসময় খেয়াল রাখবেন যেন আপনার পোস্টে URL link এর যথাযথ ব্যবহার হয়। 

আপনি blogger ব্যবহার করে ব্লগ লিখুন অথবা WordPress, সর্বপ্রথম আপনি আপনার লেখা আর্টিকেলের URL address সেট করে নিন ।

ব্লগে আর্টিকেলের URL address- এ আপনি সবসময় “keyword” ব্যবহার করুন । আর বাইরের URL address ছোট রাখুন ।

উদাহরণ স্বরূপ, আপনি যদি আর্টিকেল লিখেন “SEO কি এবং ব্লগে SEO এর কাজ কি ” তাহলে আপনি আপনার আর্টিকেলের URL address এভাবে সেট (set) করতে পারেন- “Seo- কি” বা “এস-ই-ও মানে কি-এবং-এর কাজ বা ব্যবহার” । 

এরকমভাবে ছোট্ট, সহজ এবং পরিষ্কার URL address  সাথে keyword এর ব্যবহার করার ফলে Google এবং লোকেরাও খুব সহজেই বুঝে যাবে যে আপনি কিসের উপর আপনার আর্টিকেলটি লিখেছেন । এতে করে আপনার লেখা আর্টিকেলটি গুগল ভাবে ভাবে Rank করাবে । 

৪. Internal linking করন 

internal linking হলো on page seo এর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। 

আপনি হয়তো বা জানেন না যে internal linking কি? । যদি না জেনে থাকেন তাহলে জানুন,  internal linking হলো এমন একটি বিষয় যা আপনার ওয়েবসাইটকে আপনার ব্লগের আর্টিকেলের মধ্যদিয়ে এর  concept আপনার আর্টিকেলটিকে Google সার্চে অতি দ্রুত  rank করাতে সহায়তা করে থাকে । কল দিয়েন কি বলবো গুড নাইট

Internal linking কি ?

Internal linking- হলো যখন ব্লগে কোন আর্টিকেল লেখা হয় তখন সেই আর্টিকেল বিষয়টির সাথে সামঞ্জস্য পূর্ণ কোন আর্টিকেলের লিংক আর্টিকেলের ভিতরে দিয়ে দেওয়া ।

উদাহরণ স্বরূপ, এখন আমি ব্লগে আর্টিকেল লিখছি, “ব্লগ কি এবং ব্লগ থেকে কিভাবে টাকা আয় করা যায়” বিষয়ে । তাহলে আমি আমার নিজের ব্লগেরই লেখা অন্য আরেকটি আর্টিকেলের লিংক  যেমন “ব্লগ সম্পর্কে” বা “ টাকা আয়ের” বিষয়ে অন্যকোনো আর্টিকেল এর লিংক দিয়ে দিতে পারি।

কেননা, বর্তমানে আমি যে আর্টিকেল লিখছি সেটা ব্লগ এবং টাকা আয়ের উপরে । তাই যদি আমি যদি কোন টাকা আয়ের বিষেয়ের অন্য লিংক এখানে ব্যবহার করি তাহলে এটা সামঞ্জস্য হলো বা মেলা টপিক (same topic) হলো ।  

আর এটাই হলো internal linking  এবং SEO- এর জন্য এইটা অনেক গুরুত্বপূর্ণ অংশ তাই আপনার লেখা আর্টিকেলে Internal linking এর ব্যবহার অবশ্যই করুন ।

৫. ALT tag এর ব্যবহার করন

আপনার ব্লগে লেখা আর্টিকেল এরপর অবশ্যই আপনি একটি ছবি (image) ব্যবহার করুন । আর যখন কোন ছবি ব্যবহার করবেন তখন সেই  ছবিতে “Alt tag” ব্যবহার করুন । 

Alt tag থাকলে Google এবং অন্য search engine সহজেই বুঝতে পারে যে আপনার আপলোড করা ছবিটি কিসের উপর । তাই alt tag অবশই ব্যবহার করবেন এবং alt tag এ keyword এর ব্যবহার করবেন ।

৬. নিজের আর্টিকেলে Content এবং কীওয়ার্ড (keyword) এর ব্যবহার :

Content এর ব্যবহার : 

আপনি আপনার ব্লগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল content বা আর্টিকেল (যা আপনি লিখতেছেন ) আর কন্টেনট কে আর কনটেন্টকে একটি ওয়েবসাইটের রাজা বলা হয়। 

কেননা আপনার ওয়েবসাইট বা ব্লগের লেখা কন্টেনের উপর নির্ভর করে লোকজন তা ভিজিটর পড়ার জন্য আসবে । যদি আপনার কনটেন্ট ভালো না হয় তাহলে সে ক্ষেত্রে সেটি কোন কাজে আসবে না ।

তাই সব সময় একটি কথা মনে রাখবেন, কনটেন্ট কখনো অন্য কারো content থেকে কপি করে নিবেন না । আপনি যে content লিখবেন তা সম্পূর্ণ original নিজের থেকে বানিয়ে নিবেন এবং সম্পূর্ণ ইউনিক unique কন্টেন্ট লিখবেন ।

আর যখন কোন original  unique content ( সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট )  আপনি লিখবেন তখন তাতে কমপক্ষে ১০০০ শব্দের ( minimum 1000 words )  ব্যবহার করবেন । এতে করে আপনি যে বিষয়টি নিয়ে লিখছেন তা সম্পূর্ণভাবে বুঝাতে সক্ষম হবেন এবং ভালোভাবে লিখতে পারবেন । 

অন পেজ এসইও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় Keywords এর ব্যবহার । এতে করে আপনি Google search এ আপনার লেখা আর্টিকেল খুব সহজেই ভালো হবে করাতে পারবেন ।

Keywords এর ব্যবহার :

অনপেজ এসইও এক্ষেত্রে কিওয়ার্ডের ব্যবহার খুবই জরুরী । আমরা যে বিষয়টির উপর আর্টিকেল লিখে মূলত সেই বিষয়টি মূল (words) শব্দটি হল সেই আর্টিকেল এর Keywords । তাই আপনি যে কন্টেন্টটি লিখছেন তার মাঝে মধ্যে আপনি কিওয়ার্ড ব্যবহার করুন ।

এছাড়াও, content এর heading, 1ম paragraph, শেষ paragraph, আর্টিকেলের Title, URL address এবং Image ALT tag ইত্যাদিতে কিওয়ার্ড এর ব্যবহার করুন ।

মনে রাখবেন, অতিরিক্ত keyword ব্যবহার করার কারণে আপনার ব্লগ সাইটকে গুগল সার্চ ইঞ্জিন থেকে সম্পূর্ণ বহিস্কার করতে পারে ।

তাই যতটুকু content এ keyword প্রয়োজন সেটুকুই ব্যবহার করবেন । 

Content এবং keywords এর সঠিক ভাবে ব্যবহার করা seo বা search engine optimization এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।

তো বন্ধুরা, উপরে আমরা on page seo এসইও এর ব্যবারে বিস্তারিত জানলাম। এখন  নিচে আমরা Off-Page SEO কি অফ পেজ এসইও এর ব্যবহার জেনে নেই । 

Off Page SEO কী ?

Off page seo হলো এমন এসইও যা আমরা ওয়েবসাইট বা ব্লগে সরাসরি করতে পারি না । অথ্যাৎ অন পেজ এসইও হলো আর্টিকেলের ভিতরের কাজ আর অফ পেজ এসইও হলো আর্টিকেলের বাইরের কাজ ।  যখন কোন আর্টিকেল লিখে পাবলিশ করবো তারপর যে সকল কাজ করতে হয় তা Off page seo এর কাজ । 

Off-page Seo এর মধ্যে যে সকল কাজ রয়েছে সেগুলো হলো : backlink তৈরি করা, Url address অন্য ব্লগ বা ওয়েবসাইট এ ব্যবহার করার মাধ্যমে popular করা, Social media তে শেয়ার করা, Domain authority, Page authority, Link building ইত্যাদির মাধ্যমে বিস্তার ঘটিয়ে সাইটকে জনপ্রিয় করে তোলা । 

Off Page SEO ( অফ পেজ এসইও ) কিভাবে করবেন ?

Off Page SEO ( অফ পেজ এসইও ) কিভাবে করবেন আমি নিচে আলোচনা করব । কিভাবে তারা অফ পেজ এসইও করবেন ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করা হলো :

১. আপনার ব্লগ বা ওয়েবসাইটকে search engine এ জমা (submit) করন

Off Page SEO ( অফ পেজ এসইও ) করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হল –  আপনার নিজের ওয়েবসাইট থেকে সার্চ ইঞ্জিন Google, yahoo এবং bing search engine এ জমা করতে হবে । সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটি জমা দেয়ার পর আপনার ওয়েবসাইটটিকে গুগোল এ দেখানো হবে । গুগোল এ আপনার সাইটটি দেখানোর পর আপনি ‍SEO করার মাধ্যমে আপনার সাইটের position বা rank  ভালো বা উন্নত করার চেষ্টা করতে পারবেন

আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটকে  Google বা yahoo সার্চ ইঞ্জিনে জমা দেয়ার জন্য আমরা সচরাচর Google search console ( গুগল সার্চ কনসোল ) এবং Bing webmasters tools ( বিং ওয়েবমাস্টার টোলস ) ব্যবহার করতে পারি ।

২. Directory submission ব্যবহার করন :

directory submission website গুলোতে আমাদের ব্লগ বা ওয়েবসাইটের আর্টিকেলের ইউআরএল এড্রেস URL address জমা প্রদানের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের backlink তৈরি করে আমাদের ওয়েবসাইটকে  রেন্ক করাতে পারি ।

এতে করে আপনার ওয়েবসাইটের high DA এবং high PR directory website থেকে backlink আসার করণে আপনার ওয়েবসাইটের DA এবং PA বাড়তে থাকবে । 

এতে করে আপনার ওয়েবসাইটের high DA এবং high PR directory website থেকে backlink আসার করণে আপনার ওয়েবসাইটের DA  (Domain Authority )  এবং PA (Page Rank ) বাড়তে থাকবে ।

যখন আপনার ওয়েবসাইটের  DA এবং PA  বাড়তে থাকবে ফলপ্রসূ তখন সার্চ ইঞ্জিনগুলো আপনার ব্লগ বা ওয়েবসাইটকে মূল্য দিবে এবং সার্চ রেজাল্টে বেশি বেশি দেখাবে । 

আর High DA, PA directory ওয়েবসাইটের বিষয়ে জানার জন্য আপনি গুগলে সার্চ করে দেথে নিতে পারেন । 

৩. Social media তে ব্যবহার

Social media যেমন FacebookTwitterএবং Google plus ইত্যাদিতে আপনি আপনার ওয়েবসাইটকে ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়াতে পারেন । 

আপনি সহজভাবে social media website এ গিয়ে নিজের ব্লগের বা ওয়েবসাইটের নামে একটি প্রোফাইল তৈরি করে নিন। এরপর সেখানে আপনার লেখা ব্লগের বা ওয়েবসাইটের আর্টিকেলের ইউআরএল এড্রেস URL address কপি করে নিয়ে সেখানে পেস্ট করুন ।

যার ফলে আপিন   social media থেকে সরাসরি ভিজিটর তো পাবেন ই তার সাথে social media signalsও পেয়ে যাবেন যা Google এবং Yahoo search engine সহজেই ভালো পেয়ে থাকে । 

যেসব ওয়েবসােইটে বেশি পরিমানে সোশ্যাল মিডিয়া সিগন্যাল (social media signal) আসে সেসকল ওয়েবসােইটকে Google এবং Yahoo search বেশি মূল্য দিয়ে থাকে । তাতে করে ওয়েবসাইট সার্চ search করার মা্ধ্যমে অনেক বেশি ভিজিটর আসার সুযোগ রয়েছে । 

৪. Blog commenting করন :

আপনার ব্লগ বা ওয়েবসাইট এর url address অন্য ওয়েবসাইটে  comment এর মাধ্যমে দিয়ে ব্লগে পোস্ট করাকেই blog commenting বলা হয়ে থাকে।

এতে করে আপনি খুব সহজেই অনেক backlink বানিয়ে নিতে পারেন । আপনি যত বেশি পরিমানে ভালো মানের backlink বানাতে পারবেন আপনার ব্লগের DA (Domain Authority) তত বেশি বেড়ে যাবে ।

যত বেশি আপনার ব্লগ বা ওয়েবসাইটের DA (Domain Authority) হবে ঠিক ততটাই বেশি ভিসিটর আপনি Google এবং Yahoo search থেকে আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন । 

তাই, আপনি আপনার ব্লগের বিষয়ের সাথে সামঞ্জস্বপূর্ণ অন্য ব্লগের আর্টিকেলে গিয়ে সেখানে যদি comment করেন এবং নিজের ব্লগের URL address পেস্ট দেন তাহলে সেখান থেকে আপনি ভালোপরিমানে ভিজিটর পাওয়ার আশা করতে পারেন । যেটা আপনার জন্য অনেক লাভজনক হতে পারে ।

৫. Guest posting করে backlink তৈরি কর :

off-page seo এর আরেকটি সবচেয়ে দরকারি এসইও হলো Guest posting করা । Guest posting করে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটের জন্য ভালো ভালো backlink তৈরি করে নিতে পারেন ।

এতে করে আপনার নিজের ওয়েবসাইট এর domain এর DA (Domain authority) বেড়ে যাবে । ফলে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে Google Search ইঞ্জিন সেরা 10 সার্চ রেজাল্ট এ বা 1ম পেজে দেখাবে । 

Guest posting অর্থ কি ?

Guest posting অর্থ হল নিজের ব্লগের লিংক অন্য কারো ব্লগে আর্টিকেল লিখার মাধ্যমে পোস্ট করে দেওয়া ।

অর্থাৎ যখন আপনার ব্লগের সাথে সামঞ্জস্য পূর্ণ কোন আর্টিকেল অন্য ওয়েবসাইটে পাবেন তখন সেই আর্টিকেলে গিয়ে আপনার ব্লগের একটি URL LINK পোস্ট করবেন । এটাকেই মূলত guest posting বলা হয়। 

guest posting শুধুমাত্র সেসকল ওয়েবসাইটে করবেন যেসকল ওয়েবসাইটের  DA (Domain authority) অনেক বেশি । মিনিমাম DA ৩০ বা ৪০ রয়েছে এমন ওয়েবসাইটে GUEST POSTING করবেন । 

যে কোন ওয়েবসাইটের domain authority চেক করার জন্য এখানে ক্লিক Check website domain authority করুন ।

Note: ওপরে আমি আপনাদের সাথে যেসকল বিষয় নিয়ে আলোচনা করেছি যেমন, Backlink বা DA (Domain Authority) . চলুন এখন এসক বিষয়ের সম্পর্কে জেনে নেই । 

Backlink কি ?

Backlink হলো একটি incoming link । যার মাধ্যমে একটি ওয়েবসাইট থেকে অন্য যেকোন ওয়েবসাইটে নেওয়ার জন্য ব্যবহার করা হয় । মনে করুন, আপনার তিনটি ওয়েবসাইট রয়েছে আর প্রর্তেকটিতে আর্টিকেল লেখার সময় এক ওয়েবসাইটে অন্য ওয়েবসাইট এর যে লিংক দেন আপনার অন্য আরেকটি ওয়েবসাইটের এতে করে এক ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করে আপনার তিনটি ওয়েবসাইট ভিজিট করতে পারতেছে। এই প্রক্রিয়াটিই বা সংযুক্তকরণটিই আপনাকে ( backlink ) ব্যাকলিংক দিচ্ছে । 

Backlink গুগল সার্চের প্রথম পেজে আপনার ব্লগকে rank করানোর বা আসার জন্য খুব জরুরি একটি কাজ । এতে করে আপনার নিজের ওয়েবসাইটের DA বাড়তে থাকে । 

DA বা Domain Authority কি ?

DA বা Domain Authority হলো MOZ website এর দ্বারা পরিচালিত ইন্টারনেটে সব ওয়েবসাইটকে দেয়া একটি তালিকা । 

উদাহরণ স্বরূপে বলা যায়- আমাদের ওয়েবসাইটের edujobe.com ডোমেইন অথরিটি এর DA হলো ১0 । মানে MOZ এই ওয়েবসাইটকে ১0 নাম্বার তালিকায় বা rank দিয়েছে ।

এমনভাবে ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত rank বা তালিকা দেয়া হয় MOZ website থেকে সকল ওয়েবসাইট গুলোকে । আপনার DA নাম্বার যত বেশি হবে ঠিক তত Google সার্চে আপনার ওয়েবসাইটকে ভালো rank করাবে । 

ডোমেইন DA (Domain authority) যত আপনি বাড়াতে পারবেন Backlink তৈরি কার মাধ্যমে । তবে মনে রাখবেন, শুধু backlink তৈরি করলেই DA (Domain authority) বাড়বে না এর জন্য প্রয়োজন হবে ভালোমানের DA (Domain authority) থাকা ওয়েবসাইটগুলোতে Backlink বানানো থাকতে হবে । 

আজকের শেষ কথা,

তো বন্ধূরা আজ আমি আপনাদেরকে SEO কি ? ব্লগে SEO এর কাজ কি ? আজকের আর্টিকেলটি হলো, SEO কি ? ব্লগে SEO এর কাজ কি? কিভাবে SEO করবেন, seo করার নিয়ম, SEO সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম । আশা করি আপনারা ‍এসইও সম্পর্কে বুঝে গেছেন ।

আপনাদের কোন প্রশ্ন থাকলে সরাসরি কম্নেট বক্স কমেন্ট করে জানাতে পারেন । আমরা আপনাদের কমেন্টের জবাব দিতে সচেষ্ট থাকবো ।

আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যেই আপনার বন্ধু-আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করবেন । *ধন্যবাদ *

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *