নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরির নিয়ম : Creat A New Gmail Account : আজ আমি আপনাদের সাথে একটি নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরির নিয়ম : Creat A New Gmail Account কিভাবে তৈরি করতে হয় তা আলোচনা করবো।
বর্তমান ডিজিটাল যুগে জিমেইলের গুরুত্ব অপরিসীম । আমাদের সকলেরই জিমেইলের প্রয়োজন পড়ে থাকে। যেমন আপনি যদি একটি এন্ড্রয়েড মোবাইল কিনেন তাহলে সেখানে লগইন করতে গেলে প্রথমে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে ।
অনলাইনে কেনাকাটা করতে যাবেন সেখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে । অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথম ইমেইল একাউন্ট এর প্রয়োজন । ফেসবুক একাউন্ট খোলার জন্য জিমেইল আইডি প্রয়োজন।
বর্তমানে অনেকেরই জিমেইল অ্যাকাউন্ট রয়েছে তবে আপনার যদি এখনও কোন জিমেইল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরির নিয়ম আমি আজকে আপনাকে শিখিয়ে দিব । যার ফলে আপনি নিচের ধাপগুলি অনুসরণ করে নিজের নতুন জিমেইল অ্যাকাউন্ট নিজেই খুলে নিতে পারবেন ।
আপনার জানা দরকার, gmail account এবং google account একি জিনিস। তাই যারা gmail account বা google account খোলার চিন্তা করছেন। তারা আগে এটা জানুন যে দুটি আলাদা উচ্চারণ হলেও মূলত একি জিনিস। কেউ gmail account বলে আবার কেউ google account বলে থাকে। আর gmail হলো google এরই একটি প্রোডাক্ট ।
ফ্রিতে একটি ইমেইল আইডি বানাতে আপনি hotmail বা yahoo এর ব্যবহারও করা হয়ে থাকে। Hotmail বা yahoo দিয়ে আপনি ইমেইল আইডি বানাতে পারবেন কিন্তু জিমেইল যেহেতু গুগল এর একটি প্রোডাক্ট, তাই জিমেইল আইডির প্রয়োজনও অনেক বেশি হয়ে থাকে। যেমন আপনার এ স্মার্ট মোবাইলে সাধারণত Gmail অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে বলা হয়ে থাকে ।
তাই খুব সহজেই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহজারে পড়ে নিজেই একটি Gmail অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন । এবংকি সব রকমের কাজে সব সময় ব্যবহার করতে থাকুন ।
নতুন জিমেইল এ্যকাউন্ট কিভাবে খুলবো ? (New Gmail Account)
নতুন জিমেইল এ্যাকাউন্ট খুলার জন্য সাধারণত আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে। আর সেগুলো হলো আপনাকে একটি কম্পিউটার, ল্যাপটপ অথবা এনড্রোয়েড মোবাইলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ।
এরপর আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে কেননা মোবাইল নম্বর ছাড়া জিমেইল এ্যকাউন্ট খুলা সম্ভব হলেও সেক্ষেত্রে আপনাকে আরেকটি পুরাতন জিমেইল এ্যকাউন্ট ব্যবহার করতে হবে ।
তাই মোবাইল নম্বর দিয়ে দেওয়ায় ভালো । জিমেইল password ভুলে গেলে নিজের মোবাইল নম্বর এর মাধ্যমে আপনি খুব সহজেই Gmail password রিকভারি বা পুনরোদ্ধার করতে পারবেন ।
New Gmail Account কিভাবে খুলবো ? Google.com
New Gmail Account আইডি খোলার জন্য প্রথমে আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে web browser গিয়ে জিমেইলের ওয়েবসাইটে যেতে হবে । তারপর নিচের steps গুলো পর্যয়ক্রমে কাজ করে একটি New Gmail আইডি খুলে ফেলুন ।
স্টেপ- 1:
Google Gmail Website এর যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে, একটি বাক্স যেখানে আপনাকে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়েছে ।
আপনার যেহেতু আগে থেকেই কোন নতুন জিমেইল তৈরি করার নেই । তাই আপনাকে একটি নতুন জিমেইল ক্রিয়েট করে নিতে হবে। তাই আপনি জিমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদানের ঘরের নিচে “Create account” লেখা রয়েছে, আপনি এখানে ক্রেট এ্যকাউন্ট এ ক্লিক করেদিন ।
স্টেপ- 2:
Create account-এ ক্লিক করার পর আপনি একটি form দেখতে পাবেন যেখানে আপনার তথ্য details দিয়ে form টি পূরণ করতে হবে।
যেরকম আপনি ছবিতে দেখতে পারছেন, আপনার form টি পূরণ করতে নিচের তথ্যগুলি গুলি দিতে হবে। আর সেগুলি হলো,
- আপনার নাম
- নতুন ইমেইল আইডি
- পাসওয়ার্ড।
সবার প্রথমে, “First name” এবং “last name” এর ঘরে আপনি আপনার প্রথম এবং শেষ নাম লিখুন।
এরপর, “Username” এর জায়গায় নতুন জিমেইল আইডির নাম লিখুন। আপনি username যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, কিন্তু আপনি যে ইউজার নেম টা দিবেন সেটাই হবে আপনার জিমেইল আইডি। আপনি যদি কাউকে কোনকিছু পাঠান তখন তাদের কাছে আপনার ইউজারনেমটি ব্যবহার করতে হবে। তারা আপনার ইউজারনেমটি দেখেই আপনাকে চিনতে পারবে । ইউজারনেমি দিবেন এরকম- ( abcded )@gmail.com
এরপর “password” এবং “confirm password” এর ঘরে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড যেটাই দেন না কেন অবশ্যই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে। কেননা পরবর্তীতে লগইন এর সময় আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করে জিমেইল লগইন করতে হবে । আর “password” এবং “confirm password” এর ঘরে একই রকমের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে নয়তো পাসওয়াড নিবে না বা সেট হবে না ।
এরপর নিচে “next” অপশনটিতে ক্লিক করুন ।
স্টেপ- 2:
এই আপনাকে আরেকটি ফরম আপনাকে পূরণ করতে হবে । এটি পূরণ করার জন্য আপনার নিজের মোবাইল, জন্ম তারিখ, এবং লিংগ কি ? (male বা female) তা দিয়ে ফরমটি পূরণ করতে হবে ।
উপরের ছবিতে যেমনটি দেখতে পারেচ্ছন, আপনার মোবাইল নম্বরটি “phone number” অপশনটিতে দিন । তবে আমি আগেও বলেছি যে, আপনি মোবাইল নম্বর ছাড়া জিমেইল আইডি বানাতে চাইলে মোবাইল নম্বরটি না দিলেও চলবে ।
এরপর আপনি “recovery email address” option এ যদি আপনার অন্যকোন ইমেইল আইডি থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিন । আর যদি না থাকে তাহলে কিছু দিতে হবে না।
তবে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারির জন্য মোবাইল নম্বর অথবা অন্য কোন জিমেইল আইডি দিয়ে রাখা ভালো।
কেননা Recovery email address এর মাধ্যমে আপনি ভবিষ্যতে ভুলেযাওয়া একাউন্ট/ পাসওয়ার্ড ফিরে পেতে পারেন মোবাইল নাম্বার দিয়ে খুব সহজ ভাবেই ।
এরপর আপনি আপনার “your birthday” অপশনে জন্ম তারিখ দিন।
এখানে “Gender” অপশনে আপনি পুরুষ হলে “male” এবং মহিলা হলে “female” অপশনটিতে ক্লিক করুন ।
এরপর আপনি নিচের “next” বাটনটিতে ক্লিক করুন।
স্টেপ- 4:
পূর্বের ফর্মে আপনার মোবাইল নম্বার দিয়ে থাকলে এখন নম্বরটি verify করে নিতে হবে। এর জন্য আপনি “verify your phone number” এর একটি পেজ দেখতে পাবেন ।
এখন আপনাকে, verify phone number পেজের নিচে “send” অপশনে ক্লিক করতে হবে । এতে করে আপনার দেওয়া মোবাইল নম্বরটিতে গুগল একটি verify কোড পাঠাবে ।
স্টেপ- 5:
এরপর আপনার মোবাইলে আসা কোড নম্বরটি “enter verification code” বক্সে লিখে দিন এবং নিচের “verify” অপশনটিতে ক্লিক করুন । আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন কাজ শেষ ।
স্টেপ- 6:
এখন আপনার কাজ হলো, google terms & conditions পেজটি accept (গ্রহণ) করা, Terms এবং conditions এর জন্য আপনি privacy & terms দেখতে পাচ্ছেন সেটার নিচে লেখা “I agree” অপশনটিতে ক্লিক করুন ।
তাহলেই আপনার Google privacy & terms গ্রহণ করা হয়ে যাবে।
স্টেপ- 7:
Google privacy and terms গ্রহণের পর “Get more from your number” বলে একটি পেজ আপনি দেখতে পাবেন । এখানে, গুগল বা জিমেইল আপনাকে গুগলের অন্যান্য সেবা গুলির জন্য আপনাকে আপনার মোবাইল নম্বর ব্যবহার করার কথা বলবে । যেহেতু আপনি শুধু জিমেইল আইডি বানাতে চান তাই, নিচের “skip” অপশনটিতে ক্লিক করে এরিয়ে যান ।
স্টেপ- 8:
অভিনন্দন, আপনার একটি নতুন জিমেইল একাউন্ট রেডি হয়ে গেছে । এখন আপনি আপনার বানানো জিমেইল আইডি দিয়ে অন্য কোন জিমেইল আইডিতে ইমেইল পাঠাতে পারবেন অথবা যে কেউ আপনার জিমেইল আইডিতে মেইল করে কোন কিছু পাঠাতে পারবে । অর্থাৎ আপনি জিমেইল আইডি দিয়ে অন্যদের মতো জিমেইলে আদান প্রদান করতে পারবেন এখন থেকে।
আরেকটি কথা আবারও বলে দিচ্ছি। আপনার ইমেইল আইডি (username) এবং পাসওয়ার্ড কোথায় লিখে অথবা যেভাবে মনে রাখতে পারেন সেভাবে মনে রাখবেন অবশ্যই ।
আজকের শেষ কথা,
তো বন্ধুরা, নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরির নিয়ম ( Creat A New Gmail Account )সম্পর্কে আলোচনার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন ।
এবংকি একটি নতুন জিমেইল এ্যকাউন্ট তৈরির নিয়ম দেখে আপনি নিজেও একটি ইমেইল তৈরি কর শিখে ফেলেছেন।
আশাকরি, আজকের এই আর্টিকেলটি দ্বারা আপননি উপকৃত হয়েছেন । তাই আপনি আপনার বন্ধুদের মাঝে আর্টিকেলটি শেয়ার করুন তারাও খুব সহজেই নিজের জিমেইল একাউন্ট নিজেই তৈরি করতে পারে।
আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচের comment বক্সে কমেন্ট করতে ভুলবেন না। * ধন্যবাদ *