বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি-2023
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2023 (Bangladesh Navy Job Circular 2023)। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2023 তম ব্যাচ, বাংলাদেশ নৌ বাহিনী সম্প্রতি চাকরি বিজ্ঞপ্তি/নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আপনি যদি বাংলাদেশের প্রকৃত নাগরিক হয়ে থাকেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী আপনার সকল যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে ভুলবেন না।
বাংলাদেশ নৌ বাহিনী 2023 তম ব্যাচে জাহাজের টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্টি আর্টিফিসার চতুর্থ বেঁচে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোন ভর্তির আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের তারিখ১৬ অক্টোবরথেকে ৩১অক্টোবর ২০২২।
বাংলাদেশ নৌবাহিনী জব সার্কুলার-2022
Bangladesh Navy Job Circular 2022
শিক্ষাগত যোগ্যতা
ডাইরেক্ট এন্ট্রি- আর্টিফিসার৪র্থ (নৌবাহিনীজাহাজের জন্য) পদে প্রার্থীকেঅবশ্যই এসএসসি/ সমমান পরীক্ষায় নূনতম জিপিএ–৩:00এবং সরকারঅনুমোদিত পলিটেকনিকইনস্টিটিউট থেকে ন্যূনতম সিজিপিএ–৩:00সহ নিম্নবর্ণিতবিষয়ে ডিপ্লোমাসম্পন্ন হতে হবে
- ইঞ্জিনিয়ারিং শাখা: ডিপ্লোমা–ইন–মেরিন টেকনোলজি/পাওয়ার/মেকানিক্যাল/রেফ্রিজারেশন অ্যান্ডএয়ার কন্ডিশনিং।
- ইলেকট্রিক্যাল শাখা: ডিপ্লোমা–ইন–ইলেকট্রিক্যাল।
- রেডিও ইলেকট্রিক্যালশাখা: ডিপ্লোমা–ইন–ইলেকট্রনিকস/কম্পিউটার/ইলেকট্রনিকসঅ্যান্ড টেলিকমিউনিকেশন।
- অর্ডন্যান্স শাখা: ডিপ্লোমা–ইন–ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/মেকাট্রনিক্স।
- শিপরাইট শাখা: ডিপ্লোমা ইন–মেরিন–টেকনোলজি/শিপ বিল্ডিং/মেকানিক্যাল।
অন্যান্য যোগ্যতা
১ জানুয়ারি ২০২৩ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮–৩০বছরের মধ্যেহতে হবে। উচ্চতাহতে হবে ১৬২.৫ সেমি অর্থাৎ ৫ফুট ৪ইঞ্চি।বুকের মাপস্বাভাবিক অবস্থায় ৭৬–৮১ সেমি (৩০–৩২ ইঞ্চি) এবং সম্প্রসারণ অবস্থায় ৫ সেমি (২ ইঞ্চি)। চোখেরদৃষ্টি শক্তি ৬/৬।প্রার্থীকে বাংলাদেশি পুরুষ নাগরিক হতেহবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষাগত যোগ্যতারসনদপত্র
- নাগরিকত্ব সার্টিফিকেটও চারিত্রিকসনদপত্র।
- জন্মনিবন্ধন/জাতীয়পরিচয়পত্র।
- অভিভাবকের সম্মতিপত্র।
- ছবি ওছাড়পত্র।
আবেদন করুন
অনলাইনে আবেদন প্রক্রিয়া
ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার৪র্থ আবেদনকারীপ্রার্থীগণকেhttps://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটেপ্রবেশ করেআবেদন করতেহবে।আবেদন ফিচার্জ ব্যতীত২০০ টাকা(অফেরতযোগ্য)। আবেদনের বিস্তারিত প্রক্রিয়াজানতে পুরোসারকুলারটি ভিজিট করুন এই লিংকে–https://joinnavy.navy. mil. bd/media/Dockyard-Adv-A-2023-06-10-2022-for-web. pdf
বিজ্ঞপ্তি মোতাবেক ফরমেউল্লিখিত সকলসার্টিফিকেট/কাগজপত্রসহ ভর্তিকেন্দ্রেনির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীরসকল কাগজপত্রসঠিক পাওয়াগেলে মনোনীতপ্রার্থীদের প্রাথমিক বাছাই ও চূড়ান্তস্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রাথমিক বাছাইও চূড়ান্তস্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিতপরীক্ষা অনুষ্ঠিতহবে।পরবর্তী সময়েলিখিত পরীক্ষায়উত্তীর্ণ প্রার্থীদেরব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষাবিএন ডকইয়ার্ড, নিউমুরিং, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
চাকরির সুবিধাদি
সরকার নির্ধারিত অন্যান্যসুবিধাসহ সশস্ত্রবাহিনীর বেতনক্রমঅনুযায়ী বেতনও ভাতাপ্রাপ্ত হবেন। অন্যদিকেজাতিসংঘ শান্তিরক্ষামিশনে বিদেশভ্রমণ ওআর্থিক স্বচ্ছলতাঅর্জনের সুযোগ। নিরাপদও মনোরমপরিবেশে মানসম্মতসুসজ্জিত বাসস্থানপ্রাপ্তির সুযোগ রয়েছে। চাকরিরতঅবস্থায় মৃত্যুবরণকরলে অথবাপঙ্গু হলেপদভিত্তিক বিমা সুবিধা ও পরিবারেরজন্য বেনাভোলেন্টফান্ডের সুবিধা। সামরিকহাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ওদুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিধি মোতাবেক নগদ অর্থপ্রদান করা হয়ে থাকে এবং বিদেশে গমনসহ, চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি অনেক সুবিধারয়েছে।
সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ: