জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি-2022-1ম মেধাতালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি-2022-1ম মেধাতালিকা প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি 2022-2023 শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম। 2021-2022 শিক্ষা বর্ষে অনার্স প্রফেশনাল ভর্তির 1ম মেধা তালিকায় ভর্তি কার্য্রমে সম্পর্কিত নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্বদ্যিালয় কর্তপক্ষ তাদের অফিসিয়াল ওয়েব সাইটে।
বিজ্ঞপ্তিটির সম্পর্কে এখানে আলোচনা করা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-2022 শিক্ষা বর্ষে অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে 1 মেধা তালিকার ফলাফল 01 নভেম্বর 2022 বিকাল 4 টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>athp<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে সেদিনই বিকাল 4 টা থেকে পাওয়া যাবে। এবং রাত নয়টা থেকে (www.nu.ac.bd/admissions) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনার্স প্রফেসনাল ভর্তি রেজাল্ট 2022
1ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 2020-2021 শিক্ষা বর্ষে অথবা তৎপূর্বে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 10 নভেম্বর 2022 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তির ফরম পুনরায় তুলতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
2021-2022 শিক্ষাবর্ষে 1ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরু হবে 30 অক্টোবর 2022 এর পরিবর্তে 16 নভেম্বর 2022 ইং তারিখে।
অনার্স প্রফেশনাল ভর্তি রেজাল্ট নোটিশ দেখুন এখানে-
অনার্স প্রফেশনাল ভর্তি আবেদন করুন
প্রফেশনাল অনার্স ভর্তি-2022 কবে?
অনার্স প্রফেশনাল 1ম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময়সূচী
ক্রমিক নং | বিবরণ | তারিখ |
ক. |
1ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/ পিডিএফ কপি সংগ্রহের তারিখ: শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ গিয়ে Professional Tab এ ক্লিক করে Honours Proffesional Apply তে গিয়ে Applicant Login এ ক্লিক করে সঠিক রোল নম্বর ও পিন দিয়ে ভর্তি ফরম পূরণ করতে হবে। |
01/11/2022 থেকে 13/11/2022 পর্যন্ত |
খ. |
1ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ: |
02/11/2022 থেকে 14/11/2022 পর্যন্ত |
গ. |
কলেজ কর্তৃক 1ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ: |
02/11/2022 থেকে 15/11/2022 পর্যন্ত |
ঘ. |
কলেজ কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ |
16/11/2022 থেকে 21/11/2022 পর্যন্ত |
বি:দ্র: সংশ্লিষ্ট সকলকে কোভিড-19 মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরো দেখুন: