কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন : [ খুব সহজেই ] Computer Apps Download

কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন : আপনি কিভাবে কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন এই পদ্ধতি নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করব।

আপনি কি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটিকে কম্পিউটার এর মত বানিয়ে চালাতে চান । অর্থাৎ একটি কম্পিউটারে স্কিনে ঠিক যেরকম দেখতে হয় আপনার হাতের মোবাইলটি আপনি চাইলে ঠিক সেরকমই বানিয়ে ফেলতে পারেন ।

আজকের আলোচনাটি আপনাদের কাছে হইতে পারে খুবই একটি মজার বিষয় । কেননা মোবাইল দিয়ে কিভাবে কম্পিউটারের মত ব্যবহার করা যায় সেটা একটা শিক্ষনীয় বিষয় ।

আপনি হয়তো জানেন না যে কিভাবে মোবাইল কে কম্পিউটারের মত বানিয়ে ব্যবহার করতে হয়। তাই আমি আপনাদেরকে আপনার হাতের এন্ড্রয়েড ফোনটি কে কিভাবে অ্যাপস ব্যবহার করে একটি ছোট্ট কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন তা আলোচনা করব।

এবং কি সেটি দেখতেও ১০০% windows কম্পিউটার দেখতে যেরকম হয় ঠিক সেরকমই দেখাবে । 

বন্ধুরা, কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন তার জন্য কি কি প্রয়োজন সেটা জেনে নেই।

 

কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন
কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন

আমি আজকে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটিকে কম্পিউটারের মত বানানোর উপায় গুলো বল সেগুলি মূলত তিনটি অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে করতে হবে ।

এ তিনটি অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করে আপনি আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে কম্পিউটারের উইন্ডোজ এর মত বানিয়ে দিতে পারবেন ।

এতে, আপনার অ্যান্ড্রয়েড OS ঠিকই থাকবে শুধু দেখতে উইন্ডোস কম্পিউটারের মতো দেখাবে । আপনার কাছে আপনার মোবাইলটি ব্যবহার করতে এমন লাগবে যেন আপনি একটি ছোট্ট কম্পিউটার ব্যবহার করতেছেন ।  

তো চলুন, আর দেরি না করে আমরা  apps তিনটি সম্পকে জেনে নেই । যেগুলি দিয়ে আমরা নিজের মোবাইলটিকে কম্পিউটার এরমতো দেখতে বানিয়ে ফেলতে পারবো । 

এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানানোর ৩ টি app

আমি আপনাদেরকে আগেই বলেছি যে, এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার এর মত বানানোর জন্য তিনটি অ্যাপস ব্যবহার করতে হবে । এই apps গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন । 

এই  apps গুলি আমি নিজেও Google Paly Store থেকে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করে দেখেছি । 

আপনি এই তিনটি অ্যাপস এর যে কোন একটি দিয়ে খুব সহজেই আপনার এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার উইন্ডোজ এর মত দেখতে বানিয়ে  নিতে পারবেন ।

এবং কিবোর্ড মানুষ ব্যবহার করে কম্পিউটার মত থাকবে করতে পারবেন স্কিন দেখাবে একদম কম্পিউটারের মনিটরের মত ।

এখন আমরা এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার মত দেখতে উইন্ডোজ মনিটর বানিয়ে ফেলার অ্যাপস তিনটি নিয়ে বিস্তারিত জানব ।

মোবাইলকে কম্পিউটার বানানোর ৩ টি Computer apps Download

আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটিকে দেখতে কম্পিউটারের মত বানানোর জন্য যে Computer apps গুলি Download করে Apps ব্যবহার করতে হবে সেগুলির নাম আমি নিচে দিয়ে দিচ্ছি ।

আপনি এই অ্যাপগুলি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। এরপর আপনার ইনস্টল করা এপস টি ওপেন করবেন তাহলে দেখতে পাবেন আপনার মোবাইলটি কম্পিউটারের মত হয়ে গেছে এর জন্য আপনার বাড়তি কোন কাজ করার প্রয়োজন নেই । 

১. Computer Launcher app

Computer Launcher app

আপনি যদি আপনার মোবাইলটিকে কম্পিউটারের মত উইন্ডো সিস্টেম দেখতে চান তাহলে আপনি- Computer launcher app টি ব্যবহার করতে পারেন । Computer launcher app টি এমন একটি app যা এন্ড্রয়েড মোবাইলকে 100% কম্পিউটারের মত বানিয়ে দেন । স্টার্ট মেনু, ডেস্কটপ মোড, নোটিফিকেশন বার, “quick settings icon” , “file manager” ইত্যাদি দেখতে পাবেন । এর জন্য আপনি শুধুমাত্র Google Play Store গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইন্সটল হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করুন । এখন আপনার মোবাইলটা একদমই উইন্ডোজ টেন কম্পিউটারের মত দেখতে হয়ে গেল । এন্ড্রয়েড মোবাইলে উইন্ডোস PC look দেওয়ার ক্ষেত্রে  Computer Launcher App এর কার্যকারিতা অনেক বেশি ।

  • ডাউনলোড করুন : computer launcher app

২. Windows Launcher App

 

Windows launcher app

Windows launcher অনেক এমন একটি app যা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে একদম windows ১০ কম্পিউটারের মতো বানিয়ে দিবে খুব সহজেই । এই অ্যাপসটি খুব সহজেই আপনার মোবাইলে ডাউনলোড করার পর ইনস্টল করে নিন । এরপর  open করুন আর মজা দেখুন। আপনার মোবাইল কি মুহুর্তেই,  দেখতে একটি 100% personal কম্পিউটারের মত হয়ে যাবে। কম্পিউটার এরমতো  desktop mood, start icon, file manager, status bar ইত্যাদি দেখা যাবে । এই app টিও আপনার মোবাইলটিকে দেখতে windows-7/10 এর মতোই করে দিবে। 

৩. Computer Launcher for Windows-10

 

Computer Launcher for Windows-10 

 

ঠিক উপরের ছবিতে আপনি যেমনটা দেখতেছেন, ঠিক সেরকমই computer launcher for win-10 app টি আপনার মোবাইলটিকে দেখতে ঠিক কম্পিউটারের screen এর মত বানিয়ে দিবে । 

শুধু আপনার মোবাইলের স্ক্রিন নয়, এটা ব্যবহারের জন্য আপনার মোবাইলটিকে একটি পুরো কম্পিউটার বানিয়ে ফেলবে । আর মোবাইলে PC look দেওয়ার জন্য এই app টি খুব ভালো কাজ করে । 

এটি উপরের বর্ণিত দুটোর মতো desktop page, file manager, windows icon, start menu, quick settings ইত্যাদি তৈরি করে  windows-10 কম্পিউটারের মতো কাজ করে। 

এখন আপনাকে যা করতে হবে তা হল গুগল প্লে স্টোরে যান । সেখানে গিয়ে আপনি computer launcher for win-10 app টি খুঁজে ডাউনলোড করুন। ডাউনলোড কমপ্লিট হলে আপনি অ্যাপস টি কে ইনস্টল করে নিন। ইন্সটল হয়ে গেলে আপনি সেটা ওপেন করুন, ব্যাস এখানে আপনার কাজ শেষ। এখন আপনি দেখতে পাবেন যে, আপনার মোবাইলটির display dekhte এবং ব্যবহার একটি কম্পিউটার এর মত হয়ে গেছে । 

  • ডাউনলোড করেন computer launcher for win-10

আজকের শেষ কথা,

বলবো না

আজ আমি উপরে কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানাবেন সেই বিষয়ে বলেছি। এর জন্য যে কম্পিউটার অ্যাপস গুলি ডাউনলোড করতে হবে আপনাদেরকে সেদিনও সম্পর্কেও আমি আপনাদেরকে ধারণা দিয়েছি । এখন আপনি সেই স্কুলে আপনার মোবাইলে ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কি আপনি একটি কম্পিউটার এর মত বানিয়ে ফেলতে পারবেন । এবং কি আপনি একটি কম্পিউটার যেমন ভাবে ব্যবহার করতে হয় ঠিক সে রকম ভাবে ব্যবহার করতে পারবেন । আপনি চাইলে একটি কিবোর্ড মাউস লাগিয়ে আপনি অতি দ্রুত টাইপ এবং ইন্টারনেটের কাজগুলো করতে পারবেন।

যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়া আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন । সকলেই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। * ধন্যবাদ *

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *