মাস্টার্স রেগুলার 1ম রিলিজ স্লিপ ভর্তি আবেদন-2022
National University Admission
মাস্টার্স রেগুলার 1ম রিলিজ স্লিপ ভর্তি আবেদন-2022- National University Admission. মাস্টার্স রেগুলার 1ম রিলিজ স্লিপ ভর্তি আবেদন-2022- জাতীয় বিশ্ববিদ্যালয়| 2020-2021 শিক্ষা বর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্য্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্বদ্যিালয় কর্তপক্ষ তাদের অফিসিয়াল ওয়েব সাইটে।বিজ্ঞপ্তিটির সম্পর্কে এখানে আলোচনা করা হলো।
মাস্টার্স 1ম রিলিজ স্লিপ আবেদন-2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষা বর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন 27 অক্টোবর বিকাল 4 টা থেকে শুরু হয়ে 06 নভেম্বর 2022 ইং তারিখ রাত 12 টা পর্যন্ত চলবে। 2020-2021 শিক্ষা বর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী (ক) মেধা তালিকায় স্থান পায়নি, (খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয় নি, (গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য যে, কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয় নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের নোটিশ অপশন হতে জানা যাবে।
2020-2021 শিক্ষা বর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
মাস্টার্স ভর্তি নিয়মিত রিলিজ স্লিপে আবেদন করার তারিখ ও নিয়মাবলি:
2020-2021 শিক্ষা বর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ: 27/10/2022 থেকে 06/11/2022
ক. রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Masters (Regular) Login লিংকে গিয়ে প্রাথমিক আবেদন ফরমে উল্লিখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসমূহ আবেদন ফরমে প্রদর্শিত হবে।
খ. এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে ঐ কলেজে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য ( ) বিষয় নির্ধারণ করে এট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী তিনটি কলেজে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে।
গ. আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরম ডাউনলোড করে অপসেট সাদা কাগজে প্রিন্ট/ পিডিএফ কপি সংগ্রহ করতে হবে, তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না এবং কোন ফি প্রদান করতে হবে না।
ঘ. রিলিজ স্লিপের আবেদন ফরমটি কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন নোটিশ-2022
মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন নোটিশ পিডিএফ-2022 দেখুন এখানে
মাস্টার্স রিলিজ স্লিপ আবেদন করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় যেমন, ভর্তি নোটিশ, ভর্তি রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, চাকুরীর রেজাল্ট ইত্যাদী আমাদের এই ওয়েব সাইটে সবার আগে আপডট দেওয়া হয়। আপনার তথ্য জানতে আমাদের www.edujobe.com-এর সাথেই থাকুন ধন্যবাদ।