কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় ? স্ক্রিনশট নেওয়ার নিয়ম : (how to take a screenshot on windows)

কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় ? স্ক্রিনশট নেওয়ার নিয়ম : (how to take a screenshot on windows) 

 আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকে আমাদের প্রত্যেকের কমবেশি স্ক্রিনশট নেওয়া প্রয়োজন হয়ে থাকে । আমরা আমাদের প্রজেক্টের কাজে যখন কম্পিউটার ব্যবহার করে থাকি তখন আমাদের বিভিন্ন সময় কম্পিউটার স্কিন প্রয়োজন হয়ে থাকে।

কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়

 

সাধারণত আপনি যে আর্টিক্যালটি লিখতে বসেছেন এখানেও আপনাকে বিভিন্ন পিকচার এর স্কিনশট প্রয়োজন হবে । আমরা মোবাইলে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা অনেকেরই জানা ।

কিন্তু কম্পিউটারে ল্যাপটপ কিভাবে স্ক্রিনশট নিতে হয় তা আমরা অনেকেই জানিনা । আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা কিভাবে  windows- 7/8/10 স্ক্রিনশট নিতে হয় তা জানবো । 

আমি নিচে কয়েকটি উপায় নিয়ে আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার উইন্ডোজ কম্পিউটারে windows- 7/8/10 উইন্ডোস OS  এ স্ক্রিনশট নিতে পারবেন । 

কিভাবে Windows-7, 8, 10 এবং Windows-OS এ স্ক্রিনশন নিতে হয় ?

(how to take a screenshot on windows-7, 8, 10 and Windows-OS )

 

কম্পিউটার ব্যবহারকারী তার কম্পিউটারের কি-বোর্ড দিয়ে শর্টকাটটি ব্যবহার করে তার ইচ্ছা মতো স্ক্রিনশট নিতে পারেন । উইন্ডোজ শর্ট কাট = Windows key + Shift + S।

নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

 

কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন শট কিভাবে নিবেন ?

(how to take a screenshot on windows-7, 8, 10 and Windows-OS )

 

আমরা অনেকেই জানি যে, ল্যাপটপ বা কম্পিউটার এ স্ক্রিনশট নিতে হলে কি-বোর্ডের windows+PrtSc” বাটন চাপতে হবে । তবে এটি ব্যবহার করে শুধূমাত্র আপনি windows-10 কম্পিউটারের স্ক্রিনশট নিতে পারবেন । তবে, Windows-7 বা windows- 8 এ স্ক্রিনশট নিতে পারবেন না এর জন্য আপনাকে অন্য উপায় অবলম্বন করতে হবে । 

তাই আমি আপনাদেরকে নিচে কয়েকটি স্ক্রীনশট নেওয়ার নিয়ম বলব যেগুলো ব্যবহার করে আপনি আপনার উইন্ডোস কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিনশট নেওয়া পিকগুলো এডিটও করতে পারবেন ।

 

কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার উপায় /  ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার নিয়ম :

 

#1. Snipping tool দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম :

 

উইন্ডোজ কম্পিউটার ল্যাপটপের মধ্যে থাকা একটি সফটওয়্যার হলো Snipping tool. এই snipping tool টি আপনি সকল কম্পিউটারএ উইন্ডোজ OS টি দেখতে পাবেন । এই Snipping tool টি মূলত কম্পিউটারে দেয়া থাকে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রীনশট নেয়ার জন্য । 

 

স্ক্রিনশট নেওয়ার নিয়ম
স্ক্রিনশট নেওয়ার নিয়ম

Snipping Tool টি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে  “start button” ক্লিক করতে হবে । তারপর আপনি search box এ Snipping tool লিখে সার্চ করুন । এরপর আপনি snipping tool সফটওয়্যারটি দেখতে পাবেন ।  এখন আপনি snipping tool লেখাতে ক্লিক করে open করুন । 

snipping tool সফটওয়্যারটি ওপেন করার পর আপনি কিছু snipping tool অপশন দেখতে পাবেন । 

এখন আপনি ( নিউ ) “new” অপশনটিতে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে screenshot করে নিন । আপনার যতটুকু screenshot  দেওয়া প্রয়োজন ততটুকু মাউস দিয়ে চেপে ধরে সিলেক্ট করে নিন। এরপর আপনি save করে নিতে পারবেন । 

save করার জন্য আপনাকে snipping tool সফটওয়্যার এর “File>>save as” অপশনে গিয়ে save করে নিতে হবে

।   

#2. Short cut key দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম :

 

কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়
কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়

 

এই Short cut key দিয়ে screenshot দেওয়ার জন্য কেবলমাত্র windows-10 কম্পিউটারে  ব্যবহার করতে হবে। অন্যকোন উইনেডাজে এটি দ্বরা screenshot নেওয়া যাবে না । তাই আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তাহলে আপনি Short cut key দিয়ে screenshot নিতে পারবেন ।

সবচেয়ে সহজ উপায় হল যে কোন ল্যাপটপ বা কম্পিউটার এর স্ক্রিনশট নেওয়ার সময় শর্টকাট কী দিয়ে স্ক্রিনশট নেওয়া । এর জন্য আপনাকে যা করতে হবে তা হল: আপনার কি-বোর্ডের  “windows+PrtSc” একসাথে চেপে ধরতে হবে । 

এরপর আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রীনশট নামের একটি পিকচার ফুলের তৈরি হয়ে যাবে । এরপর থেকে আপনি যতগুলো শর্টকাট কী ব্যবহার করে স্ক্রিনশট নিয়ে নিবেন সবগুলো পিকচার আপনি এই screenshot ফোল্ডারে পেয়ে যাবেন । 

#3. PrtSc এবং paint দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম

 

paint দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
paint দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম

 

আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে, আপনার কম্পিউটার বা ল্যাপটপে থাকায় স্ক্রিনশট নেওয়ার জন্য paint টুলটি screen capture নেওয়ার জন্য কতটা কার্যকরী।

আপনি paint টুলসটি ব্যবহার করে ছবি ছোট বড় বা এডিটিং করতে পারবেন । এবং এটি ব্যবহার করে আপনি Windows- OS এ screen capture করে নিতে পারবেন যেকোন উইন্ডোজে । 

এরজন্য আপনাকে যা করতে হবে তা হলো, আপনার কম্পিউটারের কি-বোর্ড এর “PrtSc” বাটন টিতে চেপে ধরুন । এতে করে আপনার কম্পিউটার ক্লিপবোর্ডেscreenshot হয়ে যাবে । এরপর আপনি ক্যাপচার বা ফটো paint ব্যবহার করে আপনি কম্পিউটারে সেভ করে নিতে পারেন । 

paint দিয়ে Save করার জন্য আপনাকে প্রথমে paint সফ্টওয়্যারটি অপেন করে নিতে হবে । এরপর কিবোর্ড

এর Ctrl+V” বাটন চেপে ধরতে হবে । অথবা paint এ থাকা paste অপশনটি ক্লিক করে নিতে পারেন । এতে আপনার কপি বা ক্যাপচার করা স্ক্রিনের ছবিটি আপনার paint সফ্টওয়্যার টিতে চলে আসবে । 

এরপর  paint সফ্টওয়্যার এ চলে আসা ছবিটি আপনি file> save as এ ক্লিক করে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন । 

 

#4. Skitch স্ক্রিনশট সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম :

 

স্ক্রিনশট সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
স্ক্রিনশট সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট নেওয়ার নিয়ম

 

উপরের পদ্ধতিগুলোর ব্যবহার করে আপনি যদি স্ক্রিনশট দিতে না পারেন আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে । তাহলে আপনি Skitch সফটওয়্যার ডাউনলোড করে Skitch সফটওয়্যার দিয়ে screen capture করে নিতে পারবেন আপনার কম্পিউটারে । এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার স্কিনশর্টের পিকচার টি এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন ও আপনি করে দিতে পারবেন । 

প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারে skitch software টি ডাউনলোড করে নিতে হবে । সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করে নিন । এরপর যখনই আপনি আপনার কোন কিছুর screenshot1 প্রয়োজন হবে কম্পিউটার থেকে তখনই আপনি skitch software ওপেন করে স্ক্রিনশট নিতে পারবেন । 

 skitch software ওপেন করার পর উপরের দিকে “screen snap” অপশনটি ক্লিক করুন । এরপর আপনাকে আপনার কম্পিউটারের স্কিন এর কিছু অংশ সিলেক্ট করার জন্য অপশন পাবেন । এখন আপনাকে আপনি যে অংশটুকু স্ক্রিনশট নিতে চান সেই অংশটুকু কে সিলেক্ট করে নিতে হবে ।

এরপর আপনার সিলেক্ট করা  অংশটুকু  skitch software এ চলে যাবে । skitch software এ আপনার সিলেক্ট করা অংশটুকু আসার পর আপনাকে এটি সেভ করতে হবে । 

Save করার জন্য আপনাকে “Save image as” অপশনে ক্লিক করে আপনার কম্পিউটারের সেভ করে নিন । ইতি আপনার skitch সফটওয়্যার দিয়ে স্ক্রিনশট করার কাজটি সম্পন্ন হলো । 

আজকের শেষ কথা :

তো বন্ধুরা আশাকরি আপনারা আজকের আর্টিকেলটি পড়ে কম্পিউটারে স্ক্রিন শট কিভাবে নিতে হয় কিভাবে ?তা বুঝতে পেরেছেন। তবে এর জন্য আপনাকে কয়েকবার পেক্টিস করে নিতে হবে। তাহলেই আপনার কাছে জটিল বিষয়টি একেবারেই সহজ হয়ে যাবে । একটি ল্যাপটপ বা কম্পিউটার থেকে স্ক্রিনশট করে নেওয়ার জন্য যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে ।

আজকের আর্টিকেলটি সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে বা কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর যদি আমাদের আর্টিকেলটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন । * ধন্যবাদ *

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *