বন্ধূরা আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার সহজ উপায় গুলো কি ? কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় ? ইত্যাদি মোবাইলে টাকা ইনকাম করার উপায় গুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।
আপনি কি মোবাইল দিয়ে টাকা আয় করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয়, তাহলে আপনার স্মার্ট ফোন দ্বারা প্রতি মাসে কমপক্ষে ১০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন ।
বর্তমান ডিজিটাল যুগে সবকিছুতেই ডিজিটাল ছোঁয়া প্রবাহমান রয়েছে । এরই ধারাবাহিকতায় এখন ঘরে বসেই এন্ড্রয়েড মোবাইল দিয়ে টাকা income করা অনেকটাই অনেকের কাছেই সহজ এবং জনপ্রিয় হয়ে উঠেছে ।
আপনি অনলাইনে সার্চ করলে মোবাইলে টাকা ইনকাম করার অনেক উপায় পেয়ে যাবেন । এছাড়াও আপনি ইউটিউবে সার্চ করেও ভিডিওর মাধ্যমে মোবাইলে টাকা ইনকাম করার বিষয়ে জানতে পারবেন ।
তবে আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে মোবাইলে টাকা ইনকাম করার ১২ টি সহজ উপায় নিয়ে আলোচনা করবো । যেগুলোর মাধ্যমে সত্যি সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করা যাবে ।
কেননা এই উপায়গুলোর মাধ্যমে অনেকেই অনলাইন থেকে প্রতিমাসে ভালো পরিমানে টাকা আয় করছেন ।
আপনিও যদি চান তাহলে আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে নিচের উপায় গুলো অবলম্বন করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ।
মোবাইলে টাকা ইনকাম করার উপায় সমূহ – (Mobile diye taka income)
- Android earning apps
- Blogging এবং website
- YouTube channel
- Short-link website
- Online Survey
- Facebook Group
- Ysense
- OLX website
- Sell photos online
- Online games
বন্ধুরা চলুন এখন আমরা মোবাইল দিয়ে টাকা Income করার সহজ উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই ।
কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় – (earn money with mobile)
আপনার যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে তাহলে আমি উপরে যে উপায় গুলোর কথা বললাম সেগুলোর মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ।
আরো পড়ুন,
তবে এর জন্য নিচের মোবাইলে টাকা ইনকাম করার উপায় গুলো সম্পর্কে ভালো করে দেখে নিন ।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১২ টি উপায় – (mobile diye taka income korar upay)
১. Android apps থেকে টাকা ইনকাম
বর্তমানে বিভিন্ন ধরনের Android apps রয়েছে যেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করা যায় ।
আপনি যদি একজন স্টুডেন্ট হন অথবা পার্ট টাইম হিসেবে কিছু বাড়তি টাকা ইনকাম করতে চান ?তাহলে, ফ্রি টাইমে এই Android apps গুলোর মাধ্যমে বাড়তি ইনকাম করতে পারবেন ।
আপনি Android apps গুলো থেকে ইনকাম করার জন্য Google play store এ গিয়ে “earning apps”, “online income app” বা “free recharge app” লিখে সার্চ করুন।
দেখবেন যে টাকা ইনকাম করার Android apps আপনার সামনে চলে আসবে ।
তারপর সেগুলোর মধ্য থেকে যেটি আপনার কাছে বিশ্বস্ত অ্যাপ মনে হয় সেই অ্যাপটিতে কাজ শুরু করতে পারেন ।
মোবাইলে টাকা ইনকাম করার বিশ্বস্ত এবং সেরা অ্যাপ গুলো হলো-
Truebalance, MCent, Amulyam, Pocket Money, TaskBucks ইত্যাদি । এছাড়াও আরো অনেক অ্যাপ রয়েছে । যেগুলো আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউন*লোড নামিয়ে নিয়ে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন ।
সাধারণত অ্যাপগুলোতে ভিডিও দেখা, রেফার করা, অ্যাপ ডাউন*লোড করা ইত্যাদির কাজ করতে হয় ।
আর এর বিনিময়ে আপনাকে কিছু টাকা দেওয়া হয় অ্যাপ মালিকের পক্ষ থেকে ।
ইনকামের টাকা আপনি paytm cash হিসেবে, ফ্রি মোবাইল রিচার্জ, ফ্রি ডিশ টিভি রিচার্জ, bank account transfer ইত্যাদি মাধ্যমে তুলে নিতে পারবেন ।
২. ব্লগিং এবং ওয়েবসাইটের দ্বারা ইনকাম –
আপনি জানেন কি? যে, মোবাইল থেকে একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে অনলাইন আনলিমিটেড টাকা ইনকাম যায় ?
যদি না জেনে থাকেন, তাহলে আজকে বিস্তারিত জানুন ।
Google এর blogger.com দ্বারা একদম ফ্রিতে ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নেওয়া যায় ।
এবং সেখানে বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করে অধিক পরিমানে ট্রাফিক বা ভিজিটর্স পাওয়ার পরে গুগল এডসেন্স এর বিজ্ঞাপনলোকদেরকে দেখিয়ে টাকা ইনকাম করা যায় ।
অনেকেই মনে করেন যে মোবাইল দিয়ে ব্লগ বানানো অনেকটাই কঠিন এবং ঝামেলার কাজ । কিন্তু বাস্তবে কথাটা সম্পূর্ন ভিন্ন ।
মোবাইল দিয়েও মাত্র ১০ মিনিটে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করা যায় ।
তবে মোবাইল দিয়ে কন্টেন্ট লেখার সময় হয়তো আপনার একটু সময় বেশি লাগতে পারে কম্পিউটারের তুলনায় ।
যখন আপনার ওয়েবসাইটে গুগল সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমানে ভিজিটর আসতে শুরু করবে । ঠিক তখনই আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন ।
গুগল এডসেন্স এপ্রোভাল পাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটের আর্টিকেলের মাঝে মাঝে লোকদের বিজ্ঞাপন দেখিয়ে গুগল এডসেন্সের মাধ্যমে ভালোপরিমানে টাকা ইনকাম করতে পারবেন ।
গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ না হলেও চলবে । শুধুমাত্র আপনার হাতের স্মার্ট ফোনটি দ্বারাই ইনকাম করতে পারবেন ।
Google AdSense হলো গুগলের একটি সার্ভিস বা প্রোডাক্ট । যা আমাদের নিজেদের ব্লগ বা ওয়েবসাইটে text , link , video এবং image advertisements দেখানোর মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দেয় ।
বর্তমানে অনেকেই গুগল এডসেন্স থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন । যা সত্যিই অবাক করার মতো ।
৩. YouTube channel দ্বারা ইনকাম
আপনি যদি চান, তাহলে ব্লগিং এর মতোই মোবাইল দিয়ে একদম ফ্রিতে YouTube channel তৈরি করে নিতে পারবেন ।
বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করাটা অনেক লাভজনক ।
কেননা বর্তমান সময়ে অনেকেই ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে পাবলিশ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন ঘরে বসেই ।
আপনি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তাহলে প্রথমেই আপনাকে YouTube এর Website এ প্রবেশ করতে হবে ।
এরপর আপনার জিমেইল একাউন্টের দ্বারা একটি একাউন্ট তৈরি করে নিতে হবে ।
মনে রাখবেন, YouTube Google এরই product তাই ইউটিউবে অবশ্যই জিমেইল দিয়ে লগইন করতে হবে । এর জন্য জিমেইল আইডি আর পাসওয়ার্ড এর প্রয়োজন পড়বে ।
আপনি Gmail account দিয়ে ইউটুবে লগইন করার পর সরাসরি বা আলাদ চ্যানেল তৈরি করে তাতে
নিজের বানানো ভিডিও আপলোড করুন ।
কোনো রকম কপি করা বা অন্যের ভিডিও নিজের ইউটিউবি চ্যানেলে আপলোড করবেন না । তাহলে আপনি copyright হিসেবে ধরা খাবেন ।
যার ফলে আপনি কখনোই গুগল এডসেন্স মনিটাইজেশন পাবেন না । তাই ভিডিও তৈরির ব্যাপারে খুবই সতর্ক থাকুন ।
তাছাড়া যখন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই হাই কোয়ালিটি এবং মান সম্পন্ন ভিডিও তৈরি করুন ।
যাতে করে আপনার ভিডিওগুলো বুকে খুব ভালোভাবে দেখতে পছন্দ করে ।
এমন যেন না হয় যে, আপনি ভিডিওগুলো আপনার চ্যানেলে পাবলিশ করলেন । সেগুলো লোকে দেখতে পছন্দ করলো না এতে ভিডিওগুলো বানানোর পরিশ্রম সম্পন্ন বিফলে যাবে ।
ইউটিউবে ভিডিও তৈরি করে টাকা ইনকাম করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ছাড়াও আপনার হাতের এন্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করতে পারবেন ।
ইউটিউবে কি ধরনের ভিডিও আপলোড করা যাবে ?
আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো ধরনের Tutorial videos, comedy videos, story, মোবাইল রিভিউ বা যেকোনো বিষয়ের ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন ।
Youtube চ্যানেল অতি তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়ার জন্য এবং দ্রুত সফলতার জন্য সব সময় নিজের মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করুন ।
কখনোই অন্যের ভিডিও বা ভিডিওর কিছু অংশ আপনার ভিডিওতে প্রকাশ করতে যাবেন না এতে করে মনিটাইজেশন পাওয়া অনেকটা ঝামেলা হবে । তাছাড়া আপনার চ্যানেল মানসম্মত হবে না ।
নিজের বানানো অর্জিনাল ইউটিউব ভিডিও গুলো আপনার চ্যানেলে মনিটাইজেশন করার জন্য এবং দ্রুত টাকা ইনকাম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।
ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করা যায়?
যখন আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে আপনার নিজের বানানো ভিডিও গুলো আপলোড করবেন ।
তখন আপনার ভিডিওগুলো দেখার জন্য অনেকেই আপনার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাসক্রাইব করতে থাকবে ।
এতে করে আপনার ইউটিউব চ্যানেলের ভিজিটর বৃদ্ধি পেতে থাকে । এবং আপনার চ্যানেল টি ভিউ অনেক বেশি হতে থাকে ।
যখন আপনার চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশনের জন্য সকল নিয়ম-নীতি অনুসরণ করবে এবং সকল শর্ত পূরণ হবে ।
ঠিক তখনই আপনি ইউটিউবে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করে গুগল এডসেন্স এর মনিটাইজেশন নিয়ে নিন ।
গুগল এডসেন্স monetization পাওয়ার পর মনিটাইজেশন অপশনটি enable বা চালু করে দিন ।
এতে করে গুগলের বিজ্ঞাপন গুলো আপনার ভিডিওতে মাঝে মাঝে লোকদেরকে দেখাবে । এতে করে আপনি টাকা ইনকাম হতে থাকবে ।
লোকেরা যখন আপনার ভিডিও গুলো দেখতে আসবে সাথে তারা গুগলের বিজ্ঞাপন গুলোও দেখতে থাকবে । এর ফলে অনেকেই বিজ্ঞাপন দেখবে বা ক্লিক করবে ইত্যাদির মাধ্যমে আপনার টাকা ইনকাম হতে থাকবে ।
মূলত এটিই হলো ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার উপায় ।
আরো জানুন,
- ফ্রি টাকা ইনকাম ২০২৪ | দৈনিক ১০০০ টাকা ইনকাম ( Free Earn Money )
- অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
বর্তমানে অনেকেই ইউটিউব চ্যানেল থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন ।
ইউটিউব চ্যানেলের সকল কাজ আপনি নিজের স্মার্ট মোবাইল দিয়ে করতে পারবেন ।
৪. Short link website থেকে মোবাইলে ইনকাম
আপনি short link ওয়েবসাইটের কথা জানেন কি ?
যদি না জেনে থাকেন, তাহলে এটা জেনে রাখুন যে মোবাইল দিয়ে অনলাইনে টাকা ইনকাম করার শর্ট লিঙ্ক ওয়েবসাইট একটি সহজ এবং সোজা উপায় ।
বর্তমান সময়ের কিছু ভালো এবং trusted short link ওয়েবসাইট হলো – Shorte.st, adf.ly, AL.LY, Blv.me, Linkshrink.Net ইত্যাদি।
তাছাড়াও এই ওয়েবসাইট গুলোকে link shortener website বলা হয়ে থাকে ।
এখানে আপনার কেমন কোন কাজ করার দরকার নেই । শুধুমাত্র ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে ।
এরপর আপনি একটা box দেখতে পাবেন যেখানে ওয়েবসাইটের URL address link টি past করে সেটি ছোট (short) করতে পারবেন ।
ইন্টারনেট থেকে যে কোনো ধরনের আর্টিকেল, ভিডিও, গান বা যেকোনো ওয়েবসাইটের URL address কপি করে নিয়ে সেটি URL shortener ওয়েবসাইট গুলির মাদ্ধমে ছোট করতে পারবেন ।
যার ফলে আসল URL এর চেয়ে শর্টলিংকটি অনেক ছোট এবং আলাদা দেখাবে ।
যখন আপনি অন্যের কোনো ওয়েবসাইট বা ব্লগের অথবা ভিডিওর URL Address এই URL shortener ওয়েবসাইটে গিয়ে ছোট করে দিবেন ।
তখন সেই লিংকগুলো ছোট হওয়ার পাশাপাশি তার ভিতরে অটোমেটিক কিছূ advertisementও সংযোক্ত করে দেওয়া হয়।
ফলে, যখন কেউ আপনার short করা URL address এ ক্লিক করবে তখন original ওয়েবসাইটে যাবার আগে কিছু advertisement দেখতে পাবে ।
মূলত এই alid ad view এর উপরেই আপনাকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেওয়া হয় ।
এমনও অনেক Link shortener ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনাকে ১০০০ ভিউ তে ৫ থেকে ১৫ ডলার দিয়ে থাকবে ।
তাই আপনি আপনার মোবাইল দিয়েই এই ইউআরএল শর্ট করার কাজটি করতে পারবেন । এবং ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন ।
তবে, বেশি বেশি ইনকাম করার জন্য আপনাকে url address গুলো এই link shortener ওয়েবসাইটে গিয়ে ছোট করার পাশাপাশি Facebook group , WhatsApp group বা অন্য সোশ্যাল মিডিয়া গুলোতে খুব বেশি পরিমানে শেয়ার করতে হবে ।
যত বেশি শেয়ার করবেন, ততো বেশি লোকে দেখবে আপনারও ততো বেশি ইনকাম হবে ।
৫. অনলাইন সার্ভে করে আয় –
বর্তমানে ইন্টারনেটে সার্চ করে আপনি অনলাইনে সার্ভিস করে টাকা আয় করার প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন ।
যেগুলোতে আপনি আপনার মোবাইল দিয়ে অনলাইনে সার্ভে কাজগুলো সম্পাদন করতে পারবেন ।
বর্তমানের কিছু জনপ্রিয় অনলাইন survey website যেমন- Swagbucks, InboxDollars এবং Branded Surveys ইত্যাদি ।
অনলাইনে সার্ভে করে টাকা ইনকাম করার জন্য আপনাকে সার্ভে ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে ।
এরপর ছোট ছোট সার্ভে কাজগুলো আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন ।
সাধারণত সারবে কাজগুলোর মধ্যে বিভিন্ন company এবং products গুলোর ওপরে আপনার থেকে পরামর্শ এবং মতামত নেওয়া হয়ে থাকে ।
আপনাকে যেই প্রশ্নগুলো করা হবে সেগুলোর সঠিক উত্তর দিয়ে দিন । এতেকরে আপনার সঠিক উত্তর দানের কারণে একাউন্টে নির্দিষ্ট পরিমানে টাকা জমা হয়ে যাবে ।
৬. ফেসবুক গ্রুপ দ্বারা ইনকাম
আপনি যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় খুঁজে থাকেন ।
তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ফেসবুক গ্রুপ তৈরি করা ।
বর্তমানে অনেকেই ফেসবুক গ্রুপ তৈরি করে ফেসবুক গ্রুপ থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করছে ।
কারণ ফেসবুকে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম এখানে প্রচুর ইউজার রয়েছে ।
যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজার হলো ফেসবুকের ।
এখানে আপনি একটি গ্রুপ খুলে খুব সহজেই অনেক মেম্বার এড করতে পারবেন ।
আর এই গ্রুপটি খোলার জন্য আপনার মোবাইল ফোনটিই যথেষ্ট । এর জন্য ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন পড়ে না ।
ফেসবুক গ্রুপ দ্বারা টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে ।
তারপর সেটিকে আপনার জনপ্রিয় করে তোলার জন্য সচেষ্ট থাকতে হবে ।
যখন আপনার একটি ফেসবুক গ্রুপে 10 হাজারের উপরে মেম্বার এড হয়ে যাবে তখন আপনি সেই ফেসবুক গ্রুপ কি তারা বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন ।
৭. ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম
বর্তমানে অনেক কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের brand, services, product গুলোকে Instagram profile গুলোর দ্বারা প্রচার করে থাকেন ।
আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি খুব সহজেই একটি ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করে সেটিকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে ভালো পরিবারের টাকা ইনকাম করতে পারবেন ।
Instagram থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে বিভিন্ন পণ্যের প্রচার করতে হবে আপনার একাউন্টের মাধ্যমে ।
Instagram account দ্বারা আপনি আকর্ষণীয় এবং সার্ভিস বা কাজের তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি নিয়মিত ভাবে পোস্ট করতে হবে ।
যখন আপনি অধিক পরিমানে প্রচার করতে পারবেন তখন আপনার একাউন্ট টি দ্রুত জনপ্রিয় হতে থাকবে । ফলে আপনার ইনকামও অটোমেটিক বাড়তে থাকবে ।
বর্তমানে এমনও অনেক social media influencer রয়েছেন যারা তাদের মোবাইল দিয়ে Instagram account এর মধ্যে বিভিন্ন কোম্পানির product এবং services প্রচার করে প্রচুর টাকা ইনকাম করছেন ।
৮. Ysense দিয়ে টাকা আয়
Ysense হলো মূলত একটি paid survey website যেখানে বিভিন্ন সার্ভে কাজ করে টাকা ইনকাম করা যায়।
Ysense থেকে টাকা ইনকাম করার জন্য আপনার মোবাইল দিয়ে Ysense ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট তৈরি করে নিন ।
একাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনি কে ড্যাশবোর্ড দেখতে পাবেন । তারপর আপনি সার্ভে অপশনে বিভিন্ন ধরনের পেইড সারভাই গুলো দেখতে পাবেন ।
এখন আপনি আপনার পছন্দমত সার্ভিসগুলোতে যোগ দিয়ে সঠিকভাবে উত্তর দিয়ে দিন বিনিময়ে ভালো পরিমাণে টাকা ইনকাম করুন ।
আপনি যদি প্রতিটি সার্ভে সঠিকভাবে সম্পাদন করতে পারেন তাহলে আপনি নিয়মিতভাবেই থেকে ১০ ডলার পর্যন্ত দৈনিক ইনকাম করতে পারবেন ।
৯. OLX এবং QUIKR দ্বারা আয়
আপনি যদি মোবাইল দিয়ে একটা ইনকাম করার উপায় খুঁজে দেখেন তাহলে আপনি OLX এবং Quikr ওয়েবসাইটকে সাহায্য নিতে পারেন ।
OLX বা Quikr মূলত পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করার ওয়েবসাইট ।
আপনি যেকোনো পুরাতন পণ্য যেমন, bike, মোবাইল, টিভি, Car, computer, ল্যাপটপ সহ আরো অনেক পন্য এখানে বিক্রি করতে পারবেন ।
আপনি এই ওয়েবসাইট দুটিতে পড়ানো জিনিস বিক্রি করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ।
আপনি চাইলে কোন পুরাতন অন্য সামগ্রী ক্রয় করে সেগুলোর ছবি তুলে ওয়েবসাইট দুটিতে পাবলিশ করে দিতে পারেন ।
এবং যারা পছন্দ করবে তাদের কাছে আপনি ভালো লাভসহ দামে বিক্রয় করে ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন ।
১০. অনলাইনে ফটো বিক্রি করে আয়
আপনার হাতে যদি একটি ভালো স্মার্টফোন থেকে থাকে । তাহলে অবশ্যই সেটি ক্যামেরা মানসম্মত হয়ে থাকবে ।
আপনি চাইলে আপনার মোবাইলে রেখে ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি তুলে সেগুলো অনলাইনে বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন ।
আজকাল ছবি বিক্রি ওয়েবসাইট ইন্টারনেটে সার্চ করলে আপনি দেখতে পাবেন ।
অনেকেই তাদের নিজেদের মোবাইল দিয়ে ছবি তুলে সেগুলো অনলাইনে বিক্রি করে ভালো পরিমাণে টাকা ইনকাম করে আসছেন ।
অনলাইনে ছবি বিক্রির কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম হল- Adobe Stock, bigstockphoto.com, shutterstock.com
আপনি অনলাইন থেকে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটগুলোতে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ।
অবশ্যই পড়ুন,
- টাকা দিয়ে টাকা ইনকাম করার 6 টি ঘরোয়া উপায়-2023
- অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট ( ৩০ টি টাকা ইনকাম করার ওয়েবসাইট )
- ইউটিউব থেকে টাকা আয় করার উপায় : ইউটিউব ভিডিও বানিয়ে টাকা ইনকামের পদ্ধতি
- Mobile Apps দিয়ে টাকা ইনকাম (5 টি টাকা ইনকাম করার mobile apps)
এরপর আপনি আপনার মোবাইল দিয়ে তোলা ছবিগুলো এই ওয়েবসাইট গুলো কে আপলোড করে দিতে হবে ।
যখন কেউ আপনার ছবিগুলো পছন্দ করবে এবং ক্রয় করবে তখন এখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবেন ।
যত বেশি লুকিয়ে আপনার ছবিগুলো ক্রয় করবে বা ডাউন*লোড করে নিবে আপনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন ।
১১. অনলাইন গেম দ্বারা আয়
বর্তমানে অনলাইনে সার্চ করে আপনি গেমস খেলে টাকা ইনকাম করার বিভিন্ন অ্যাপস দেখতে পাবেন ।
যে অ্যাপসগুলোতে আপনি মোবাইল দিয়ে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন ।
গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলো দ্বারা আপনি যে পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন । সেগুলো দিয়ে আপনি আপনার খরচের টাকা জোগাড় করতে পারবেন ।
অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলোর মধ্যে কিছূ জনপ্রিয় অ্যাপ হল-
- Dream 11
- Money Bingo Clash
- Yatzy Dice:Win cash
- Hago
- WinZo app
- MPL
১২. ডেলিভারি সার্ভিস দ্বারা আয়
বর্তমানে অনলাইন শপিং মার্কেটপ্লেস এর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে চাহিদাও বেড়েই চলেছে । ফলে ডেলিভারি সার্ভিস প্রদান করার জন্য জনবলের চাহিদাও প্রচুর রয়েছে ।
তাই আপনি আপনার স্মার্টফোন দ্বারা ডেলিভারি সার্ভিস বা প্রোডাক্ট বিক্রির কাজে অংশগ্রহণ করতে পারেন ।
ফুডপান্ডা বা এর মতো ফুড ডেলিভারি সার্ভিসে মোবাইল দিয়ে আপনি যুক্ত হয়ে ডেলিভািরি কাজ করে দিতে পারেন ।
বিনিময়ে আপনি ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন । এখানে আপনি পার্ট টাইম এবং ফুল টাইম উভয় ভাবেই কাজ করার সুযোগ পাবেন ।
প্রশ্ন উত্তর –
মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় ?
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় হলো- ব্লগিং করে, অনলাইন ফটো বিক্রি করে, অনলাইনে গেম খেলে, ইউটিউব চ্যানেল বানিয়ে, বিভিন্ন income apps গুলো ব্যবহার করে এবং অনলাইনে সার্ভে কাজ সম্পাদন করে ।
আর এই কাজগুলো আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন । এবং ভালো পরিমানে টাকা আয় করতে পারবেন।
মোবাইল দিয়ে কত টাকা ইনকাম করা যাবে ?
মোবাইল দিয়ে কত টাকা ইনকাম করা যাবে সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার কাজের উপর । উপরের বর্ণিত উপায় গুলোর মধ্যে এমন কিছু কিছু উপায় রয়েছে যেগুলোর দ্বারা মাসে ১০০০০ থেকে ১৫০০০ টাকা অনায়াসে আয় করতে পারবেন ।
মোবাইলে টাকা ইনকাম করার সেরা অ্যাপস কোন গুলো ?
মোবাইলে ইনকাম করার অ্যাপস গুলোর মধ্যে সেরা কয়েকটি অ্যাপস হলো, Cointiply, Google Opinion Rewards, Karma App, Cashbuddy, Foapp, CashBaron ইত্যাদি ।
আজকের শেষ কথা –
বন্ধুরা, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে মোবাইল দিয়ে টাকা Income করার সহজ উপায় গুলো কি ? কিভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় ? ইত্যাদি মোবাইলে টাকা ইনকাম করার ১২ টি উপায় গুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ।
আজকের আর্টিকেলটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করুন ।
আর যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ