ইউটিউব চ্যানেল খোলার নিয়ম: আজকে আমি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম , কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? (youtube account , How to create a YouTube channel ? how to create youtube channel ? ) ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব । বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে টাকা ইনকামের সহজ মাধ্যম হলো ইউটিউব (YouTube)।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :
কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে তারপর তাতে ভিডিও আপলোড করে লোকজনকে এড দেখিয়ে তাতে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই । যা ইতোমধ্যে বিশ্বের সকল দেশেরই লোকজন ইউটিউব চ্যানেল তৈরি করে ঘরে বসে অনলাইনে ইনকাম করছেন ।
আপনিও যদি তাদের মতো ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান, তাহলে আপনাকে YouTube চ্যানেল কি এবং কিভাবে চ্যানেল তৈরি করবেন প্রথমেই সেটি জানতে হবে । তবে আপনি আজকের এই আর্টিকেলের মাধ্যমে YouTube চ্যানেল কি ? এবং ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে পারবেন ।
YouTube চ্যানেল কি ? কিভাবে YouTube চ্যানেল তৈরি করবেন ?
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :
কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন সেটি আমি আপনাদেরকে অবশ্যই আজ জানিয়ে দিব । তবে চলুন ইউটিউব চ্যানেল কি? সেটা আগে জেনে নেই ।
মূলত YouTube হল গুগলের একটি service বা ওয়েবসাইট । এই ওয়েবসাইটটি আপনি ব্যবহার করতে পারবেন একদম ফ্রীতে, কোন টাকা না দিয়ে । এখান থেকে আমরা সকলেই বিভিন্ন ধরনের ভিডিও গান ছবি ইত্যাদি দেখে থাকি । আপনার যখন মন চায় তখন ভিডিও, গান, সিনেমা, সিরিয়েল, টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে সার্চ করে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি দেখতে পারেন ।
সহজ কথায় বলতে গেলেইউটিউব হলো এমন একটি ওয়েবসাইট যে ওয়েব সাইট টি অল বিশ্বের সবাইকে একদম ফ্রী তে বিভিন্ন রকমের ভিডিও অনলাইন Live দেখার সুযোগ দেয় ।
এখন আসল কথা হল এই ইউটিউব এর মধ্যে যে ভিডিওগুলো আপনি আমি দেখতে পাচ্ছি এগুলো মূলত আসে কোথা থেকে? কিভাবে আসে? কে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে?
এই সকল প্রশ্নের উত্তর হল আমার আপনার মত লোকেরাই এসব ভিডিও ইউটিউবে আপলোড করে থাকে তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ।
আর ইউটিউব চ্যানেল হল একটি পেজ বা প্রোফাইলের মত । আপনি যেমন একটি ফেসবুক একাউন্ট খোলার পর আপনার একটি প্রোফাইল তৈরি হয় । টুইটারে একাউন্ট খোলার পর একটি আপনার নামে প্রোফাইল তৈরি হয়।
ঠিক সেই একই রকম ভাবে আপনি যখন কেউ শুধু একটি অ্যাকাউন্ট খুলবেন অথবা একটি ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনার নামের ইউটিউবে একটি ইউটিউব প্রোফাইল তৈরি হয়ে যাবে
আর আপনি আপনার ইউটিউব চ্যানেল বানানোর পর আপনার নিজের ইউটিউব চ্যানেলে বা প্রোফাইলে আপনার নিজের বানানো ভিডিও আপলোড করতে পারবেন ।
আর আপনার আপলোড করা ভিডিও গুলো লোকদেরকে দেখাতে পারবেন । যখন আপনার চ্যানেলে গিয়ে লোকজন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখবে তখনই আপনি এই ভিজিটর গুলোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ।
আর তখনই আপনি সাধারন পাবলিকের মত ভিডিও না দেখে আপনি তাদেরকে ভিডিও দেখাতে পারবেন নিজের ইউটিউব চ্যানেলে মাধ্যমে । আর আপনাকে বলা হবে একজন ইউটিউবার ।
মূলত একটি ইউটিউব চ্যানেল হলো এমন একটি ইউটিউব প্রোফাইল যার মাধ্যমে আপনি আপনার নিজের বানানো ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই চ্যানেলের মাধ্যমে মানুষ আপনার ভিডিওগুলো দেখতে পারবেন ।
আশা করি ইউটিউব চ্যানেল কি? সেটা বুঝতে পেরেছেন। তো চলুন, এখন আমরা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত যেনে নেওয়া যাক ।
আরো দেখুন:
গুগল এডসেন্স কি? Google adsense দিয়ে টাকা Income করার উপায় ?
ইউটিউব থেকে সহজেই টাকা ইনকাম করার উপায়
হালাল ব্যবসা কি ? কয়েকটি হালাল ব্যবসার আইডিয়া [ হালাল ব্যবসা শুরু করুন ]
কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম :
ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনার একটি জিমেইল একাউন্টের প্রয়োজন ।
কেননা ইউটিউব হলো Google এর একটি service তাই YouTube এ লগইন করার জন্য আপনাকে একটি জিমেইল
আইডি দিয়ে লগইন করে নিতে হবে ।
আর আপনার যদি জিমেইল একাউন্ট না থাকে তাহলে এখনি নতুন একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিন ।
তো বন্ধুরা চলুন, আমরা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম Step by Step জেনে নেই ।
1. ইউটিউবে লগইন বা সাইন ইন করন :
ইউটিউবে লগইন করার জন্য আপনাকে প্রথমেই Youtube Website এ যেতে হবে । ইউটিউবের ওয়েবসাইটে যাওয়ার পর একেবারে উপরে ডানদিকে “sign in” অপশনটি দেখতে পাবেন । এখন আপনি “sign in” বাটন টিতে ক্লিক করুন ।
2. নিজের gmail account দিয়ে লগইন করন :
YouTube এর Sign in এ ক্লিক করার পর আপনি web page দেখতে পাবেন । এখন আপনার গুগল একাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ।
আপনাদেরকে আমি আগেই বলেছি ইউটিউব হলো গুগলেরই একটি প্রোডাক্টস তাই আপনাকে ইউটিউবে লগইন করার জন্য আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন ।
ঠিক উপরের ছবির মতো আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে “Next” button অপশনটিতে ক্লিক করুন ।
3. YouTube চ্যানেল তৈরি করুন :
আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগইন করার পর আপনাকে ইউটিউব এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে । অর্থাৎ আপনি YouTube dashboard এ লগইন হয়ে যাবেন।
YouTube dashboard এ লগইন হওয়ার পর আপনাকে YouTube dashboard এর “profile Icon” এ ক্লিক করুন । ভালভাবে বুঝার জন্য নিচের ছবিটি দেখুন :
YouTube profile icon এ ক্লিক করার পরে বেশ কিছু options আপনি দেখতে পাবেন । এই option গুলির মধ্যে আপনি “My channel” অপশটিতে ক্লিক করুন।
My channel অপশন ক্লিক করার পর YouTube এর একটি পেজ দেখতে পাবেন । যেখানে “Use YouTube as” লেখা রয়েছে এবং লেখাটির নিচে দুইটি ছোট বাক্স রয়েছে । এখন আপনাকে ছোট বাক্সতে আপনার ইউটিউব চ্যানেলের জন্য নাম লিখে দিতে হবে ।
এখানে আপনি যে নামে আপনার ইউটিউব চ্যানেল খুলতে চান সেই নামটি দিবেন । আপনার পছন্দের নামটি এখানে দিয়ে দিন এবং নিচের “Create Channel” অপশনটি ক্লিক করুন ।
এরপর Congratulations লেখা আসবে । অথ্যাৎ আপনার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার চ্যানেল edit, design বা customize করে নিতে পারবেন । এরপর আপনার বানানো ভিডিও আপলোডও করতে পারবেন ।
Create channel অপশনটিতে ক্লিক করার পর আপনি আরেকটি পেজে দুটো Option অর্থাৎ “Creator studio” ও “Customize channel”.
Customize channel অপশনে আপনি আপনার ইউটিউব চ্যানেল customize করে নিতে পারবেন। অর্থাৎ
ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার, background ছবি (Channel art), ডিস্ক্রিপশন, About ইত্যাদি বিষয় আপডেট করে নিতে পারবেন।
Creator studio অপশনের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের settings সেট করে নিতে পারবেন। যেমন- channel settings, video manager, চ্যানেলে subscribers সংখ্যা, ভিডিওর views ইত্যাদি ।
সহজভাবে আপনি Customize channel অপশনে যেতে চাইলে আপনি creator studio থেকে “View channel” এ ক্লিক করে যেতে পানে ।
4. ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন ?
ইউটিউবে একটি চ্যানেল বাড়ানোর পর আপনার প্রথম কাজ হলো নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা। কেননা আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করবেন তখনই লোকজন আপনার ভিডিও গুলো দেখার জন্য আপনার চ্যানেলে আসবে ।
আর ঠিক তখনই আপনি আপনার ভিডিওর মধ্যে গুগলের এড বসিয়ে সেই বিজ্ঞাপন গুলো মানুষদের মাঝে দেখানোর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারব তাই আপনার ইউটিউব চ্যানেল তৈরি করার পর সবচেয়ে বড় কালো আপনার চ্যানেলে নিয়মিত নিজের বানানো ভিডিও আপলোড করা ।
ভিডিও বানানোর ক্ষেত্রে সব সময় খেয়াল রাখবেন, যে সকল ভিডিও মানুষ দেখতে পছন্দ করে সেই সমস্ত ভিডিও গুলো বানানোর চেষ্টা করবেন আর সব সময় একটা কথা মনে রাখবেন সেটা হল কখনোই অন্যের কপি করা ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করবেন না এতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
YouTube এর ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমে YouTube এর সোজা উপরের “Video icon” এ ক্লিক করুন ।
Video icon অপশনটিতে ক্লিক করার পর আপনি আরো দুটি অপশন দেখতে পাবেন- “Upload a video” (বানানো ভিডিও আপলোড করা জন্য) এবং “Go live” (সরাসরি লাইভ ভিডিওর জন্য) আপনি এখানে “Upload a video” অপশনটিতে ক্লিক করে করুন ।
Upload a video অপশনটিতে ক্লিক করার পর আপনাকে পরের পেজে ভিডিও আপলোড করার জন্য “select file to upload” অপসন লেখা দেখতে পাবেন ।
এখন আপনি “select file to upload” অপশনটিতে ক্লিক করে আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা ভিডিও সিলেক্ট করে ভিডিওটি আপলোড করে দিন ।
আরো জানুন:
কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় ? স্ক্রিনশট নেওয়ার নিয়ম : (how to take a screenshot on windows)
Android মোবাইলে ফ্রি লাইভ টিভি কিভাবে দেখবেন ? মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
কিভাবে অনলাইন জব করবেন ? ঘরে বসে অনলাইন জব করার উপায়
5. নিজের ইউটিউবের চ্যানেল যাচাই করন : Verify YouTube account 2022
Verify YouTube account 2022, নিজের ইউটিউব চ্যানেল যাচাই বা ভেরিফাই করার কাজটা অত্যন্ত জরুরি । কেননা শুধুমাত্র চ্যানেল বানিয়ে তাতে ভিডিও আপলোড করলেই চলবে না ।
আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য এবং ইউটিউব থেকে বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করার জন্যঅবশ্যই আপনার চ্যানেলটিকে ভেরিফাই ( channel verification ) করে নিতে হবে ।
Verify YouTube account এর জন্য আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করুন:
ধাপ: 1.
Verify YouTube account এর জন্য প্রথমেই আপনাকে creator studio তে যেতে হবে এর জন্য আপনি আপনার YouTube dashboard এ গিয়ে উপরে ডান দিকে “profile icon” টিতে ক্লিক করতে হবে । এরপর আপনি creator studio অপসনটি পেয়ে যাবেন।
ধাপ: 2.
creator studio তে যাওয়ার পর বামদিকে অনেকগুলো options আপনি দেখতে পাবেন । আপনাকে বামদিকে থাকা “Channel” অপশনটিতে ক্লিক করে নিতে হবে ।
ধাপ: 3.
“Channel” এ ক্লিক করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দেখতে পাবেন । আর নিচে ভেরিফাই “Verify” লেখা দেখতে পাবেন । আপনাকে এখন “Verify” অপশনটিতে ক্লিক করতে হবে ।
ধাপ: 4.
“Verify” লিংকে ক্লিক করার পর আপনি একটি “account verification” পেজ দেখতে পাবেন ।
“account verification” পেজে আপনি প্রথমেই আপনার দেশ (country) সিলেক্ট করার পর “text me the verification code” অপশনটিতে ক্লিক করতে হবে । তারপর মোবাইল নম্বর বক্সে আপনার মোবাইল নম্বর দিয়ে “submit” বাটনে ক্লিক করে দিন ।
ধাপ: 5.
“submit” বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া Mobile Number এ একটি verification code sms এ পাবেন । আপনাকে সেই verification code টি YouTube মোবাইল নম্বর verification বক্সে দিয়ে দিন ।
YouTube মোবাইল নম্বর verification বক্সে verification code টি দিয়ে ok/verify করে দিন। এখন আপনার ইউটিউব চ্যানেলটি একদম সম্পূর্ণ ভেরিফাই সহ ব্যবহার উপযোগি হয়ে গেল ।
এখন “continue” অপশনে ক্লিক করে আপনি আপনার চ্যানেল দিয়ে, চ্যানেলে ভিডিও আপলোড করে, ভিডিও থেকে টাকা ইনকাম করার জন্য আবেদন (apply) করতে পারবেন ।
আজকের শেষ কথা:
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম : তো বন্ধুরা, আশা করি আপনারা ইউটিউব চ্যানেল কি? কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন ? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম , ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করবেন ইত্যাদি বুঝতে পেরেছেন ।
আর কোন প্রশ্ন থাকলে সরাসরি কম্নেট বক্সে করতে পারেন । আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। * ধন্যবাদ *