আজ আমি আপনাদের সাথে আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানিয়ে দিবো গুগোল ফর্ম কি ? গুগোল ফর্ম কিভাবে তৈরি করবেন বা গুগল ফর্ম তৈরি করার নিয়ম সহ বিস্তারিত জানাবো ।
অনলাইনে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে গুগল ফর্ম এর প্রেয়োজন হয়ে থাকে।
তো বন্ধুরা চলুন , গুগল ফর্ম কি ? কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় বা গুগল ফর্ম তৈরির করার নিয়ম সম্পর্কে জেনে নেই ।
গুগল ফর্ম কি- What Is Google Form ?
Google Forms হলো গুগলের অন্যান্য যে টুল রয়েছে সেগুলোর মতো চমৎকার একটি টুলস হলো Google Forms ।
গুগোল ফর্ম ব্যবহার করে আপনি অনলাইনে সাধারণত ফর্ম তৈরি পাশাপাশি অনলাইনে বিভিন্ন ধরনের সার্ভে ফর্ম যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বানাতে পারবেন ।
অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আপনি এই গুগল ফ্রম দিয়ে প্রশ্ন উত্তর বা এক্সাম তেস্ট ফ্রম তৈরি করে নিতে পারবেন ।
আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো অনলাইন ফ্রম আপনি এই গুগল ক্রোমের মাধ্যমে তৈরি করে ব্যবহার এবং শেয়ার করতে পারবেন ।
এর জন্য আপনাকে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না অথবা ইন্সটলও করা লাগবে না । এবং তারা পরীক্ষা দিবে অর্থাৎ পরীক্ষার্থী তাদের কেউ কোন সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করে নিতে হবে না পরীক্ষা দেওয়ার জন্য ।
আর এই গুগল ফর্ম আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ।
টেক জায়ান্ট গুগল 2014 সালের অক্টোবর মাসে প্রথম ‘গুগল ফর্ম’ টুলসটির নাম ঘোষনা করেন ।
গুগল ফর্ম এর ব্যবহার বা কাজ সমূহ –
গুগল ফর্ম এর কাজ এবং এর ব্যবহার সর্বক্ষেত্রে রেয়েছে যেমন-
অনলাইনে ডকুমেন্ট, চাকরির অ্যাপ্লিকেশন ফর্ম, জব আবেদন, বায়োডাটা ফরম, টিক চিহ্ন ফর্ম, বৃত্ত ভরাট ফর্ম, অনলাইন সার্ভে ফর্ম, অনলাইন প্রশ্নপত্র ইত্যাদি তৈরীর জন্য গুগোল ফর্ম সফটওয়্যারটি কাজ করে থাকে ।
কিছু কিছু প্রাইভেট কোম্পানি তাদের ব্যবসা পরিচালনার জন্য কর্মচারীদের দিয়ে তাদের পণ্য গুণগত মান কেমন তার মতামত নেওয়ার জন্য গুগোল ফর্ম টি ব্যবহার করে থাকে ।
কাস্টমারদের ফিডব্যাক সংগ্রহণের জন্য গুগোল ফর্ম কি কাজে লাগে ।
গুগোল ফর্ম এ যে কোন বিষয়ে সম তৈরীর জন্য বিভিন্ন আইটেমের টেমপ্লেট অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো ব্যবহার করে আপনি আপনার পছন্দনীয় ফর্ম অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন ।
তো বন্ধূরা চলূন এবার কিভাবে গুগল ফরম তৈরি করবো তা জেনে নেই ।
অবশ্যই পড়ুন –
কিভাবে গুগল ফর্ম তৈরি করা যায় ?
গুগল ফরম কি? এবং গুগল ফর্ম এর ব্যবহারের ক্ষেত্রগুলোও আমরা উপরে জেনেছি। এখন কিভাবে গুগল ফর্ম তৈরি করা যায় সেটা জানবো।
নিচে আমি গুগল ফর্ম তৈরির নিয়ম গুলি ধাপে ধাপে আলোচনা করবো :
গুগল ফর্ম তৈরি করার নিয়ম – Create a Google Form
গুগল ফর্ম তৈরির নিয়মগুলো নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো-
১ম ধাপ –
প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে ব্রাউজার এ গিয়ে Google Forms লিখে সার্চ করুন ।
তারপর গুগল ফর্ম ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার জিমেইল দিয়ে লগ-ইন বা Sign In করুন ।
২য় ধাপ –
আপনি মোবাইল ব্যবহার করে সার্চ করলে আপনাকে Sign In করার পর সরাসরি Google Form তৈরির পেজে নিয়ে যাবে ।
আর যদি আপনি কম্পিউটার এর মাধ্যমে সার্চ করেন সেই ক্ষেত্রে আপনাকে to create a new form অপশনটিতে ক্লিক করে Google Form তৈরির পেজটি অপেন করে নিতে হবে ।
৩য় ধাপ –
গুগোল ফর্ম পেজটি ওপেন করার পর নিচের এই ছবিটির মত দেখাবে । এখানে আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি ।
- Untitled form: এখানে ক্লিক করে আপনি ফর্ম এর নাম দিয়ে দিন ।
- From Description: এখানে আপনি ফর্মের বিবরণ অথবা বিশেষ দ্রষ্টব্য লিখে দিতে পারবেন।
- Question: এখানে আপনি আপনার প্রশ্ন লিখতে পারবেন ।
- Option 1: এটি হল একটি মাল্টিপল চয়েস প্রশ্ন নির্বাচন করা আছে তাই এখানে উত্তর এর বিকল্প লেখার জন্য বলা হয়েছে । আপনি Option 1 এ ক্লিক করে উত্তর এর বিকল্প কিছু লিখে দিতে পারবেন ।
- Add option or add Other: আপনি যদি আরো বেশি কোনকিছু উত্তর এর বিকল্প লিখেদিতে চান তাহলে এখানে ক্লিক করে তা লেখতে পারবেন ।
- Multiple choice: Question এর পাশে থাকা বাক্সটিতে Multiple choice লেখা আছে। এই বাক্স থেকে আপনি বিভিন্ন ধরনের উত্তর বা Types নির্বাচন করে দিতে পারবেন। যেমন-
- Short answer
- Paragraph
- Multiple choice (যাহা এখন নির্বাচন করা )
- Dropdown
- File upload
- Liner scale
- Multiple choice grid
- Checkbox grid
- Date
- Time
[ তো বন্ধুরা এরকম ধরনের সমস্ত উত্তর আপনি এখানে পেয়ে যাবেন যা আপনি প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে ব্যবহার করতে পারেন। ]
- Required: আপনি যদি এই গুগল ফর্ম এর কোনো প্রশ্ন ও উত্তর একই সাথে দেওয়ার সেকশনটি আবশ্যকীয় করতে চান তাহলে এই অপশনটি ক্লিক করে অন করে দিন । এতেকরে পরীক্ষার্থী, সার্ভেকারী অথবা যাদের জন্য ফর্মটি তৈরি করছেন তাদেরকে অবশ্যই এই অপশনটি পূরণ করে দিতে হবে।
আরো জানুন:
- ইউটিউব চ্যানেল খোলার নিয়ম – Youtube Account Creat
- নিউ জিমেইল অ্যাকাউন্ট তৈরির নিয়ম – Creat A New Gmail Account
৪র্থ ধাপ –
এবার পাশে থাকা ছোট ছোট আইকন গুলির ব্যবহার সম্পর্কে জানি । আর কিভাবে এই গুগল ফর্ম টি পাঠাতে হয় তা জেনে নেই ।
- প্রথমেই যে Plus বা + আইকনটি দেখছেন । এতে ক্লিক করে আপনি আর একটি নতুন প্রশ্ন যুক্ত করে নিতে পারবেন ।
- দ্বিতীয় যে পেইজের মতো আইকনটি দেখছেন । এতে ক্লিক করে আপনি আপনার পূর্বের তৈরি করা প্রশ্ন যদি থেকে থাকে তা Import করতে পারবেন ।
- T অপশন এর ব্যবহার হল । এটি দিয়ে আপনি আরো নতুন Title অথবা Description যুক্ত করে নিতে পারবেন ।
- Gallery বা ফটো চিহ্ন ক্লিক করে আপনি এই ফর্ম এর মধ্যে ফটো বা পিকচার যুক্ত করতে পারবেন।
- Play বা ভিডিও চিহ্ন তে ক্লিক করে YouTube ভিডিও অথবা অন্য কোন প্লাটফর্ম এর ভিডিও লিংক দিয়ে এই ফর্মের সাথে যুক্ত করে দিতে পারবেন ।
- সবার নিচে যে দুটি ছোট Block চিহ্ন দেখতে পাচ্ছেন এর দিয়ে আপনি নিউ বা নতুন Section add করতে পারবেন।
৫ম ধাপ –
আপনার গুগল ফরমটি আপনার পছন্দের মতো বানানোর পর তা শেয়ার বা পাঠানোর জন্য উপরের Send অপশনে ক্লিক করুন ।
Send অপশনে ক্লিক করার পর আপনি Email, Link ও Embed HTML এ শেয়ার করার জন্য বিভিন্ন অপশন পেয়ে যাবেন । আপনি গুগল ফর্মটি পাঠিয়ে দিতে পারেন ।
৬ষ্ঠ ধাপ –
এখন আপনার এই ফর্ম এর বিস্তারিত তথ্য অর্থাৎ কত জন ফর্মটি ফিলাপ করলো, বা প্রশ্ন উত্তর দিলো, ফর্মটি কিরকম এবং কতটা সঠিক ও ভুল ইত্যাদি যাবতীয় তথ্য আপনি উপরের Response ট্যাব এর মধ্য দিয়ে দেখতে পারবেন।
অবশ্যই পড়ুন:
- মোবাইলে ফ্রি লাইভ টিভি কিভাবে দেখবেন ? মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
- কিভাবে এন্ড্রয়েড মোবাইলকে কম্পিউটারের মতো বানাবেন : Computer Apps Down*load
আজকের শেষ কথা,
আপনারা এতক্ষনে হয়তো জেনে গেছেন যে, Google Forms কি এবং কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়? অর্থাৎ গুগল ফর্ম তৈরি করার নিয়ম সম্পর্কে ।
আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ।
আজকের আর্টিকেলটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। * ধন্যবাদ *