গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় : আজকে আমরা গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই গুগল এডসেন্স এর নাম শুনেছেন । তো, গুগল এডসেন্স আসলে কি এটা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না ।
বর্তমানে Google adsense ব্যবহার করে অনেকেই টাকা ইনকাম করতেছেন। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশে গুগল এডসেন্স ব্যবহার করা হয়ে থাকে।
আর এই গুগল এডসেন্স ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন দেশের লোকজন বিভিন্ন রকমের ইনকাম করা যায় ।
বর্তমানে ব্যবহার করে সর্বনিম্ন 50 হাজার টাকা থেকে শুরু করে প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন অনেকেই ।
আপনারা হয়তো এটা জেনে থাকবেন যে, অনেকেই blogging বা YouTube channel এর মাধ্যমে গুগল এডসেন্স এর এড দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন ।
এজন্যই হয়তো বা আপনি এডসেন্স কি তা জানার আগ্রহ নিয়ে আজকের এই আর্টিকেলটি পড়তে এসেছেন। এবং কি অন্যদের মতো আপনি নিজেও মাসে মাসে টাকা ইনকাম করার চিন্তা করছেন।
শুধুমাত্র ব্লগ সাইট অথবা ইউটিউব চ্যানেল বানালেই টাকা ইনকাম করা যাবেনা এর জন্য প্রয়োজন গুগল এডসেন্স ।
বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট থেকে আয় করা অনেকটাই সহজ । আপনি চাইলেও অনলাইন থেকে ইনকাম করতে পারেন । অনলাইন থেকে টাকা ইনকামের ভিন্ন ভিন্ন উপায় রয়েছে তারমধ্যে গুগল এডসেন্স সবার উপরে।
আর একটি কথা মনে রাখবেন যে, গুগল এডসেন্স একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি খুব সহজেই এবং কোন ধরনের প্রতারণার বাইরে থেকে টাকা ইনকাম করতে পারবেন । Google adsense ব্যবহার করে অনেকেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আসতেছেন।
সবচেয়ে সত্য বলতে Google adsense এডসেন্স টাকা ইনকাম যে কেউ করতে পারবে। তবে তার জন্য শর্ত হচ্ছে সঠিকভাবে নিয়ম-কানুন জেনে, ধৈর্য এবং কঠুরপরিশ্রম করে লেগে থাকতে হবে ।
ভালো লাগে না বুঝি এমনি এমনি কাজ শুরু করে আমার কিছুদিন পর কাজ ছেড়ে দিলে কিছুই হবে না । মাঝখান থেকে আপনার সময় নষ্ট হবে।
বর্তমানে যারা সফল ব্লগার বা ইউটিউবার রয়েছেন তারা কি এক দিনেই এরকম হয়েছেন ? অবশ্যই না। তারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে, সঠিকভাবে নিয়ম-কানুন জেনে কাজ করার মাধ্যমে আজ সকল ইউটিউবার বা ব্লগার হয়েছেন।
আপনি যদি একজন সফল ব্লগার বা দু’বার গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং আপনার সফলতা না আসা পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। তবেই আপনি একজন সফল ব্লগার বা ইউটিউবার হতে পারবেন। পাশাপাশি আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।
তাই আর কথা না বাড়িয়ে আমরা গুগল এডসেন্স কি সেটা আগে জেনে নিব।
আরো দেখুন :
-
টাকা দিয়ে টাকা ইনকাম করার 6 টি উপায়-2023
-
Mobile Apps দিয়ে টাকা ইনকাম করার 5 টি apps
-
ইউটিউব দিয়ে টাকা আয় করার উপায় : ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম
Google adsense কি ?
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
Google adsense হলো গুগল এর একটি সার্ভিস যার মাধ্যমে advertiser তাদের বিজ্ঞাপন টাকার বিনিময়ে ইন্টারনেটে দেখানো হয় । এবং publisher যারা তাদের blog সাইট বা YouTube video তে গুগলের এই বিজ্ঞাপন গুলো দেখিয়ে টাকা ইনকাম করে থাকেন।
সহজ কথায় বলতে গেলে এটা একটি advertising network যেখানে অ্যাডভারটাইজাররা বিজ্ঞাপন দেয় । আর ব্লগার বা ইউটিউবাররা তাদের বিজ্ঞাপনগুলি মানুষের মাঝে দেখিয়ে থাকে। আর বিজ্ঞাপন দেখানো বা প্রচারের কারণেই মূলত টাকা ইনকাম হয়।
Advertiser হলো বিজ্ঞাপন দাতা । অর্থাৎ যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপন গুলো ইন্টারনেটে গুগল এর মাধ্যমে প্রচার করতে চান ।
Publishers হলো বিজ্ঞাপন প্রচারকারী: অর্থাৎ যারা গুগলের বিজ্ঞাপন গুলি তাদের নিজেদের ওয়েবসাইট, ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোকদেরকে দেখিয়ে থাকেন ।
তাই, আপনি এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই একটি ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের মালিক হতে হবে। অর্থাৎ আপনার একটি ব্লগ, ওয়েবসাইট, app বা YouTube চ্যানেল থাকতেই হবে ।
এগুলোর যেকোনো একটি থাকলেই আপনি এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ।
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় ?
যেভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
মূলত এডসেন্স এর কাজ হল বিভিন্ন ব্লগ সাইট, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অ্যাপস ইত্যাদি গুলোর মধ্যে বিজ্ঞাপন পাবলিশ করা । এবং যাদের ওয়েবসাইট, অ্যাপস, ব্লগ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন গুলো পাচার হচ্ছে তাদেরকে বিজ্ঞাপন প্রচারের বিনিময়ে লাভ করা টাকার কিছু অংশ দেওয়া
এই বিজ্ঞাপনগুলি যারা দিয়ে থাকে অর্থাৎ advertiser তাদের কাছ থেকে গুগোল আগেই টাকা নিয়ে নেয় । আর সেই টাকা থেকেই ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল মালিকদের কে গুগল টাকা দিয়ে থাকে । তাই গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম এর জন্য কোন রকমের হয়রানি বা পেরসনে হতে হয় না ।
এখানে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে, এতে করে গুগলের কি লাভ হয় ?
তবে হ্যাঁ, অবশ্যই এখানে গুগোল এর লাভ রয়েছে । advertise রা তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য যে পরিমাণ টাকা দিয়ে থাকে গুগোল publisher দেরকে সেই পুরো টাকায় দিয়ে দেয় না ।
বিজ্ঞাপন দাতা দের দেওয়া হয় টাকা থেকে কিছু অংশ নিজের কাছে রাখে আর কিছু অংশ এপস ব্লগ বা ওয়েবসাইট, বা ইউটিউব চ্যানেল এর মালিকদেরকে দিয়ে থাকে। এতে করে সবারই লাভ হয়ে থাকে ।
অর্থাৎ আপনারও লাভ গুগল এরও লাভ ।
কিভাবে গুগল এডসেন্স টাকা দেয় ?
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
যখন আপনি, আমি, আমরা সবাই নিজেদের ওয়েবসাইটে, ইউটিউব ভিডিওতে, এডসেন্সের বিজ্ঞাপনগুলো দেখায় । তখন যেসকল ভিজিটররা এসে এই বিজ্ঞাপনগুলি দেখে বা ক্লিক করে তখন আপনার আমার একাউন্টে কিছু টাকা গুগল দিয়ে থাকে । আর মূলত এ টাকা গুলো আস্তে আস্তে বাড়তে থাকে ।
কথায় আছে বিন্দু বিন্দু জল থেকেই মহাসমুদ্র জমে উঠে । আর হ্যাঁ এরকম বিজ্ঞাপনঃ দেখানোর মাধ্যমে যখন অনেক ভিজিটর আসবে এবং আপনার বিজ্ঞাপন দেখবে ক্লিক করবে এবং আস্তে আস্তে আপনার অ্যাডসেন্সে একাউন্ট 100 ডলার জমা হয়ে যাবে তখন গুগল আপনাকে আপনার দেওয়া ব্যাংক একাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে । এভাবে মূলত গুগল এডসেন্স আমাদের টাকা দিয়ে থাকে ।
Google adsense – apply করবো কিভাবে ?
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
আমি আপনাদেরকে আগেই বলেছি গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য আপনার অবশ্যই একটি ওয়েবসাইট, ব্লগ, সাইট ইউটিউব অথবা অ্যাপস থাকতে হবে । যার মাধ্যমে আপনি গুগল এডসেন্সের বিজ্ঞাপনগুলি দেখাতে পারবেন ।
যখন আপনার কাছে, ওয়েবসাইট, ব্লগ সাইট, অ্যাপস অথবা ইউটিউব চ্যানেল থাকবে তখন আপনার জন্য গুগলের অ্যাডসেন্সে বিজ্ঞাপনগুলো লোকদেরকে দেখানো একটি মাধ্যম হবে ।
আর যদি আপনার এসব কোন কিছুই না থাকে তাহলে আপনি গুগল এডসেন্সের এড বা বিজ্ঞাপন কিভাবে দেখাবেন। তাই সর্বপ্রথম আপনার এগুলোর যেকোনো একটি বানাতে হবে । এরপর আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন ।
গুগোল অ্যাডসেন্সে আবেদন করার জন্য আপনাকে প্রথমে Google adsense এর ওয়েবসাইট গিয়ে sign up করে গুগল এডসেন্স এর ফরমটি পূরণ করতে হবে । তারপর আপনি একটি এডসেন্স এর জন্য আবেদন করবেন ।
আপনি যদি Blogger বা YouTube চ্যানেল ব্যবহার করে থাকেন তাহলে আপনার ব্লগার ভাই ইউটিউব চ্যানেল এর একাউন্টে দিয়ে গুগল এডসেন্স এর জন্য apply করবেন ।
গুগোল অ্যাডসেন্সে আবেদন করার সাথে সাথেই আপনার আবেদনটি গুগল এডসেন্স গ্রহণ নাও করতে পারে । অর্থাৎ প্রথমবারেই আপনার আবেদনটি গুগল এডসেন্স গ্রহণ করতে পারে ।
এজন্য হতাশ হবার কিছু নেই প্রথমবার যদি আপনার আবেদনটি গ্রহণ গ্রহণ না করে তাহলে আপনি কিছুদিন পর পুনরায় আবার আবেদন করতে পারবেন । যদি প্রথম বার আপনার আবেদনটি গুগোল গ্রহণ না করে তাহলে কি সমস্যা হয়েছে আপনার একাউন্টে এগুলোর বিস্তারিত তথ্য আপনাকে তাড়া দিয়ে দেবে সেগুলো ফিলাপ করে পুনরায় পরবর্তীতে আবেদন আপনি করতে পারবেন ।
আর একটি কথা মনে রাখবেন প্রথম বারেই যাতে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয়, সেজন্য আপনাকে গুগল এডসেন্সের program policies, শর্ত মেনে (terms & conditions) গুলি জেনে বুঝে apply করবেন।
অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র Google adsense এর মাধ্যমে আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনি আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থেকে বিজ্ঞাপন দেখিয়ে এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ।
কিভাবে Google adsense থেকে টাকা আয় করা যায় ?
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
Google adsense থেকে টাকা ইনকাম করা উপায় গুলোর মধ্যে একটি উপায় হল ব্লগ, বা ওয়েবসাইট বানানো, আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে সেখানে আপনি প্রতিদিন নিয়মিত আর্টিকেল লিখুন এবং পাবলিশ করুন ।
আপনার সাইটে যখন নিয়মিত ট্রাফিক বা ভিজিটর আসবে তখন আপনি উপরের নিয়ম অনুযায়ী গুগল এডসেন্স এর জন্য আবেদনের সকল শর্ত পূরণ করে গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন ।
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
এরপর আপনার গুগল অ্যাডসেন্স থেকে অ্যাপ লক হয়ে গেলে আপনার ওয়েবসাইটটি থেকে ট্রাফিক বা ভিজিটর দুধ দেখা বিজ্ঞাপন এবং ক্লিপ করার মাধ্যমে আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা জমা হতে থাকবে ।
যখন আপনার একাউন্টে মোট 100 ডলার হয়ে যাবে তখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি আপনার দেওয়া ব্যাংক একাউন্ট টি তে আপনার টাকা টান্সফার করে নিয়ে আসতে পারবেন। এভাবেই মূলত ওয়েবসাইট দিয়ে গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম হয়ে থাকে ।
ইউটিউব চ্যানেল দিয়ে গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমেই একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে । গুগল এডসেন্স আবেদন করার জন্য যে সকল শর্ত রয়েছে সবগুলো শর্ত পূরণ করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন ।
অ্যাডসেন্সে আবেদন করার পর আপনার আবেদনটি একসেপ্ট হলে তখন তারা আপনাকে একটি এডসেন্স কোড দিবে । সেই এডসেন্স কোডটি আপনি আপনার আপলোড করা ভিডিওতে লাগিয়ে সেগুলির বিজ্ঞাপন লোকজনদের দেখাতে পারবেন।
যতই আপনার ভিডিও গুলি লোকজন দেখবে ততোই তারা বিজ্ঞাপনগুলো দেখে থাকবে। এই বিজ্ঞাপন গুলো দেখানোর জন্যই মূলত আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমান টাকা জমা হবে। এই জমানো টাকাগুলো যখন 100 ডলার হয়ে যাবে তখন আপনার দেওয়া তথ্য অনুযায়ী আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার । মূলত এটাই গুগল এডসেন্স থেকে ই্নকাম ।
Click For Google Adsense
Apply Now
আজকের শেষ কথা,
গুগল এডসেন্স কি? কিভাবে Google adsense দিয়ে টাকা Income করা যায় :
আপনারা আশা করি Google adsense কি? Google adsense এর কাজ কি? Google adsense থেকে কিভাবে টাকা ইনকাম
করা যায় ? Google adsense কিভাবে টাকা দেয় ইত্যাদি বিষয়গুলি বুঝতে পেরেছেন।
আর যদি আপনাদের Google adsense নিয়ে কোন প্রশ্ন বা পরামশ্য থাকে তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনার উত্তর দিতে সচেষ্ট থাকবো।
আজকের এই আর্টিকেলটির দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন, বা আপনাদের ভালোলেগে থাকে তাহলে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, * ধন্বাদ *