আজ আমরা ব্লগ অর্থ কি ? ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আমরা ব্লগ অর্থ কি সেটা জানবো তারপর আমরা আলোচনা করবো ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করার উপায় ।
তাই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন । ( What Is Blog ? Blog site theke kibhabe taka income korben )
ব্লগ কি ? ব্লগ সা্ইট থেকে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় ?
বর্তমানে ব্লগিং এমন একটি টেকনোলজি যা আপনাকে অনলাইনে মাধ্যমে টাকা ইনকাম করে দিতে পারে।
আবার অনেকের কাছে ব্লগ হলো ইন্টার্নেট দ্বারা শিক্ষার মাধ্যম।
ব্লগ থেকে ইনকাম করার আগে আপনাকে blog সম্পর্কে পুরোপুরি ধারনা থাকতে হবে।
অর্থাৎ, ব্লগ মানে কি বোঝায়, কিভাবে একটি ব্লগ বানাতে হয়, একটি ব্লগ দ্বারা কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করা যায় এসব খুটিনাটি বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
অবাক হওয়ার কারণ নেই, আজ আমি আপনাদেরকে “ব্লগ কাকে বলে” এবং “ব্গলগ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়” এসব বিষয় বিস্তারিত বলার চেষ্টা করবো:
তো বন্ধুরা এখন আমরা ব্লক মানে কি তা জেনে নেই।
ব্লগ অর্থ কি কিভাবে বানাবেন ব্লগ থেকে অনলাইনে কিভাবে ইনকাম করা যায় এসব বিষয় বলার আগে আমি আপনাদেরকে আরও বলতে চাই।
আজ ইন্ডিয়া আমেরিকা চায়না অস্ট্রেলিয়া ইত্যাদি অনেক দেশের লোকজন ব্লগিং কে তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন।
এটাও সত্য যে তারা ব্লগিং করে বর্তমানে অনেক টাকা ইনকাম করছেন।
টাকা ইনকামের পাশাপাশি তাদের অফিস বানিয়ে সেখানে অদ্যদের দ্বারাও কাজ করাচ্ছেন।
ফ্রি ব্লগ থেকে টাকা আয় করুন:
আপনি যদি একদম ফ্রিতে ব্লগ তৈরি করে টাকা ইনকাম করতে চান তাহলে গুগলের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রস্তুত করা আছে তা হলো blogger.com ।
আর এই blogger.com ব্যবহার করে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার পছন্দমত আর্টিকেল লিখে পাবলিশ করে টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের অনেক তরুণ-তরুণী রয়েছেন যারা blogging করে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করছেন।
বাংলাদেশের বাংলাদেশের অনেক তরুণ-তরুণী রয়েছে যারা পার্ট টাইম কাজ করে মাসে দেশ 100 থেকে 300 ডলার আয় করে থাকে। তবে আপনি যদি ব্লগের মাধ্যমে পার্ট টাইম বা ফুলটাইম কাজ করে টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে দুটো জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে।
- ব্লগ সাইট কি? কিভাবে বানাবেন
- ব্লগ সাইটটি কে বিজনেস হিসেবে নিয়ে কাজ করা
এখন কিভাবে বানাতে হয় আর নিজের বানানো ব্লগ সাইট অনলাইনের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।
তবে আপনার বানানো ব্লক সাইটকে সফল করার জন্য কিভাবে কাজ করবেন সেটা আপনার নির্ভর করবে ।
সর্বোপরি আপনি যদি ভালোভাবে আপনার ব্লগ সাইটটি বানিয়ে কঠোর পরিশ্রম করে কাজ করতে পারেন, আপনার সাইটটিকে দাঁড় করাতে পারেন।
তবে, আপনার ব্লগ সাইট থেকে অনলাইনের মাধ্যমে পরিমাণ ইনকাম করতে পারবেন যা অন্যান্য জব বিজনেস প্রয়োজন পর্বেনা। সর্বশেষে এটাই আপনার একটি ফুলটাইম বিজনেস হয়ে যেতে পারে।
যেমন, আমি, আমার বন্ধুরা সহ বাংলাদেশ অনেক তরুন তরুনী করছে।
ব্লগ অর্থ কি ? বা ব্লগ কাকে বলে ?
সহজ ভাষায় ব্লগে একটা আপনার বানানো ডায়রির মতো।
অর্থাৎ ব্লগ হলো এমন একটা ডাইরি, যেখানে আপনি আপনার নিজের মত করে যা খুশি লিখে নিতে পারবেন এবং প্রকাশ করতে পারবেন।
যেমন, আর্টিকেল, tutorials, stories, sms, কোন ঘটনা, কবিতা, পত্রিকা এবং আপনার পছন্দের যেকোনো জিনিসের বিষয়ে আর্টিকেল লিখা ।
শুধু এতোটুকুই খেয়াল রাখবেন, যেন আপনি যা লিখছেন সেটা সঠিক এবং পরিষ্কারভাবে উপস্থাপন হয়।
কারণ আপনার পার্সোনাল কোন লেখা কেউ না দেখতে না পারলেও ডাইরি মতো এই ব্লগ সাইট টিকে আপনি যেখানে প্রকাশ করবেন সেখানে কেউ না কেউ আপনার লেখাগুলো পরবে।
আপনার আর্টিকেল তার ভালো লাগে তাহলে আপনি ব্লগিং জগতে কোনদিনও সাকসেসফুল পারবেন না।
আরেকটি বিষয় হলো, পার্সোনাল ব্লগ সাইট আপনি হাতে কলম দাঁড়া লিখতেও পারবেননা।
ব্লগ লেখার জন্য আপনার কিছু বিষয় প্রয়োজন পড়বে।
দরকারি জিনিস গুলোর মধ্যে একটি হল কম্পিউটার বা ল্যাপটপ, দুই নাম্বারে ইন্টারনেট কানেকশন, কম্পিউটার সম্পর্কে ধারনা, এবং আপনি যে বিষয় নিয়ে ব্লগ করবেন সেই বিষয়ে ধারণা আপনাকে আর্টিকেল সম্পর্কে ধারণা থাকতে হবে।
এসব বিষয়ে যদি আপনার কাছে থাকে, তাহলে অনলাইন জগতে এমন কিছু প্ল্যাটফর্ম আছে বা ওয়েবসাইট আছে, সেখানে আপনি অ্যাক্টিভ ফ্রী ব্লগ সাইট খোলার সুযোগ পাবেন।
এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আপনার বানানো ব্লগ সাইটে traffic বা visitors
আসবে কোথায় থেকে যারা আপনার লেখা পর্বে।
তবে হ্যাঁ, এই প্রশ্নটির উত্তর হল ভিজিটর বা ট্রাফিক আসবে- গুগল সার্চ, ইয়াহু সার্চ , সোশ্যাল মিডিয়া, এবং অন্যান্য ব্লগ সাইট থেকে যারা আপনার লেখাগুলি পর্বে ।
আপনাকে এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো পরবর্তী আর্টিকেল এর মাধ্যমে। কিভাবে গুগল সার্চ, ইয়াহু সার্চ , সোশ্যাল মিডিয়া, এবং অন্যান্য কিভাবে নিজের ব্লগ সাইটে হাজার হাজার লাখ লাখ ভিজিটর আনতে হয়।
তবে এখন এতটুকু ধারণা রাখুন ব্লকে সফল করার জন্য এবং ব্লগিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনার ব্লগে প্রচুর ট্রাফিক বাড়াবেন প্রয়োজন হবে যার মাধ্যমে আপনার ইনকাম হবে।
আর আপনি ফ্রি ট্রাফিক ভিজিটর গুগোল ইয়াহু এবং সোসিয়াল মিডিয়া থেকে পাবেন।
আশা করি আপনি ব্লগ কি বা কাকে বলে বুঝতে পেরেছেন। চলন নিচে আমরা একটি ফ্রী ব্লগ সাইট কিভাবে বানাতে হয় তা শিখে নেয়।
একটি ব্লগ সাইট কিভাবে ফ্রিতে বানানো যাবে?
ব্লগ সাইট বানানোর অনেক উপায় রয়েছে। তারমধ্যে দুটি উপায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় । একটি হল “Free blogger blog” .আরেকটা হলো “Self hosted WordPress blog” .
১. ফ্রী ব্লগার ব্লগ হ্লো, আপনি সম্পূর্ণ ফ্রিতে নিজের একটা ব্লক পানি নিতে পারবেন।
২. সেল্ফ হোস্টেড ওয়ার্ডপ্রেস ব্লগে, আপনার অল্প টাকা খরচা হবে আর তাই এই বিষয়ে আমি আপনাদের অন্য কোনো আর্টিকেলে বলবো।
ফ্রী ব্লগ বানানোর জন্য আপনার প্রয়োজন হবে একটি জিমেইল বা গুগোল একাউন্ট। কেননা blogger.com সেখানে গিয়ে আপনি একটি ফ্রী ব্লগ বানাবেন সেটা গুগলের একটি সার্ভিস বা প্রডাক্ট।
তাই blogger.com এ একাউন্ট খোলার জন্য আপনার প্রথমে একটি গুগোল একাউন্ট ও পাসওয়ার্ড এড দরকার হবে। আশা করি আপনি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন আর যদি তা না হয় তাহলে আপনি গুগোল একাউন্ট একটি জিমেইল একাউন্ট ক্রিয়েট করে নেবেন।
কথা বল blogger.com ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে ক্রিয়েট এ ব্লগ নামে একটি পেজ এর লিংক দেখতে পাবেন। এখন সেই লিংকে ক্লিক করে আপনার জিমেইল অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- লগইন করার পর আপনি Blogger setup page দেখতে পাবেন।
- এখন setup page থেকে “Create Google plus account” এ ক্লিক করুন।
- এরপর Google প্লাস একাউন্ট বানানোর পর “Continue to blogger” লিংক এ ক্লিক করুন।
- এখন আপনার নিজের ব্লগার dashboard দেখবেন।
- ব্লগার dashboard এ লগইন হওয়ার পরে “Create a blog” লিংক দেখবেন যেখানে ক্লিক করে আপ্নি আপনার ব্লগ বানাতে পারবেন।
আপনারা এতক্ষনে, ব্লগার কি? ব্লগ কিভাবে বানানো যায় এসব বিষয় জানতে পেরেছেন। তো চলুন, ব্লগ থেকে টাকাইনকাম করার উপায়গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
কিভাবে ব্লগ সাইট থেকে ইনকাম করা যায় ? (best Idea)
বলতে গেলে ব্লগ থেকে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে। তবে সে সকল উপায়ে গুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং ভালো উপায়গুলো আলোচনা করা হলো:
ব্লগ থেকে টাকা ইনকাম করার উপায় হলো –
- Google Adsense,
- Affiliate marketing
- product promotion.
বর্তমানেে এই উপায় গুলোর মাধ্যমে যে কেউ নিজের ব্লগ সাইট ব্যবহার করে হাজার হাজার টাকা কল করতে পারবে।
তো চলুন আজ আমরা এই উপায়গুলোর বিস্তারিত জেনে নেই ।
১. গুগল এডসেন্স দ্বারা ব্লগ সাইট থেকে টাকা ইনকাম।
গুগল এডসেন্স, একটি ব্লগ বা ওয়েবসাইট যেখান থেকে অনলাইন ইনকাম করার সব চেয়ে সহজ এবং সব চেয়ে trusted পন্থা।
এডসেন্স Google এর এমন একটি service বা program যেখানে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে এডভারটিসমেন্ট বা display করে আপনাকে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।
advertisement গুলো অনেক ধরনের হতেপারে। যেমন, Image ads, video ads এবং লিংক ads. ইত্যাদি।
আপনার ব্লগ বা ওয়েবসাইট এ Google adsense দ্বারা display করা বিভিন্য বিজ্ঞাপন (ads) গুলো যখন কেউ দেখে ক্লিক করবে তখন আপনার Adsense account এ কম বেশি টাকা ইনকাম হবে।
এই ছোট ছোট ads ক্লিক এবং টাকা এক সময় আপনার হাজার হাজার টাকাতে পরিনত হবে। যা আপনি আপনার এডসেন্স একাউন্টে ডলার হিসেবে পেয়েযাবেন।
আর, যখন আপনার ১০০ ডলার এডসেন্স একাউন্ট এ আয় করে ফেলবেন তখন আপনি আপনার টাকা ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।
Google adsense থেকে প্রচুর টাকা ইনকাম করার জন্য আপনাকে আপনার ব্লগে traffic বা visitors সংখ্যা অনেকবেশি আনতে হবে।
কেননা, যখন ব্লগে ট্রাফিক বা ভিসিটর্স আসবে তখন তারা, Google adsense এর ads দেখবে আর ক্লিক করবে। সুতরাং, প্রথমে আপনি আপনার ব্লগে visitors দেড় সংখ্যা কিভাবে বাড়াবেন সে বিষয়ে জ্ঞান রাখুন।
তারপর ভিজিটর আসারপর আপনি এডসেন্স একাউন্ট ব্লগে ads ডিসপ্লে করে টাকা আয় করতে পারবেন।
২. Affiliate মার্কেটিং দ্বারা টাকা ইনকাম
Google adsense এর পর “এফিলিয়েট মার্কেটিং” হলো ব্লগ থেকে অনলাইন টাকা ইনকাম করার সবছে ভালো উপায় ।
এফিলিয়াতে মার্কেটিং অনেক সহজ বিষয়।
এখানে, আপনার আয় হবে commission হিসেবে ।
চলুন, এফিলিয়াট মার্কেটিং কি সে সম্পর্কে জেনে নেই।
এফিলিয়াট মার্কেটিং কি ?
Affiliate marketing সহজ কথায় commission এর মাধ্যমে টাকা আয় করার মাধ্যম।
এর মাধ্যমে আপনি যেকোনো জিনিস যা অনলাইনে কেনাবেচা করা যায় তা আপনি আপনার ব্লগে Promote করে সেখান থেকে ইনকাম করতে পারেন।
বিভিন্ন অনলাইন স্টোর যেমন- Amazon.in, Flikart.com সহ আরো অনেক মারকেটপ্লেস রয়েছে যারা তাদের products যেমন কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, মোবাইল, আরন্য যেগুলোর আদ্ভার্টিসেমেন্ট নিজের ব্লগে লাগানোর মাধ্যমে ইনকাম করা যায়।
আদ্ভার্টিস্মেন্ট গুলি এফিলিয়েট লিংক তারা ব্লগে সংযুক্ত করা হয়। যার মাধ্যমে আপনি Online Store গুলিতে Affiliate এ্যকাউন্ট এর মাধ্যমে দেওয়া হয়।
এখানে আপনার লাগানো এফিলিয়েটি এডফারটিসিমেন্ট বা লিংক থেকে যদি কেউ কিছু কেনাকাটা করে তাহলে সেই কেনাকাটার কমিশন হিসেবে আপনাকে দেওয়া হবে।
এভাবেই আপনি যে কোন পন্য এর এফিলিয়েট লিংক নিজের ব্লগ সাইটে ব্যবহার করে প্রমোট এবং এডভারটিস করে আনলিমিটেড েইনকাম করতে পারবেন।
উলেখ্য যে, আপনার এডভার্টিস করা প্রোডাক্টস বা পন্য টি যে কেউ ক্রয় করলেই আপনি তার একটা কমিশন পেয়ে যাবেন।
৩. Local পণ্য প্রমোট করে টাকা আয় করুন
Google adsense এবং affiliate marketing এর পরে, ব্লগ লিখে টাকা আয় করার সহজ উপায়টিহ লো “লোকাল প্রোডাক্ট প্রমোশন” ।
যখন আপনার ব্লগে প্রচুর পরিমান traffic ও ভিসিটর্স আসতে থাকবে, তখন আপনি নিজের ব্লগের লোকাল যায়গায় যেকোনো জিনিসের বা দোকানের এডভারটিসিমেন্ট করতে পারবেন।
Advertisement বা product promotion এর জন্য আপনি নির্দিষ্ট মালিক বা স্টোরের manager দের সাথে কথা বলে কাজ শুরু করতে পারেন।
আপনার ব্লগে করা দোকান বা প্রোডাক্ট এর এডভার্টাইসমেন্টের বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারেন।
আপ্নে হয়তো জানেননা যে বর্তমানে লোকাল দোকান থেকে শুরু করে সবাই অনলাইন advertisement কে অনেকটাই লাভজনক হিসেবে মানে করে।
হ্যা যদি আপনার ব্লগে ট্রাফিক বা ভিজিটর্স অনেক থাকে তাহলে আপনি এই সুযোগে নিজের ব্লগ থেকে প্রচুর পরিমান টাকা ইনকাম করে নিতে পারবেন।
একজন ব্লগার কত টাকা আয় করে থাকে?
একজন ব্লগার শুরুর বছর ৫০০ হতে ১,০০০ ডলার পর্যন্ত আয় করতে থাকে। তার পরের বছর গুলোতে ব্লগিং আয় বৃদ্ধি হতে থাকে ।
একজন ফুলটাইম দক্ষ ব্লগার প্রতি বছর গড়ে ১,000 হাজার হতে ৫০ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারে শুধু প্রতি সপ্তাহে ২০ হতে ২৮ ঘন্টা সময় দিয়ে।
আজকের শেষ কথা,
আজ আমি আপনাদেরকে , (Blog) ব্লগ মানে কি এবং কিভাবে একটি ফ্রি ব্লগ বানাতে হয় সেটা আলোচনা করলাম।
তারপর, নিজের ব্লগ থেকে অনলাইন কিভাবে আয় করবেন তার ৩ টি solution বললাম।
তাই, যদি আমার এই ব্লগ পোস্ট আপনার ভালোলেগে থাকে, তাহলে নিজের friends এবং family members দেরসাথে এই পোস্ট তা অবশই শেয়ার করতে ভুলবেন না।
আর, যদি আপ্নে সত্যি সত্যি ব্লগথেকে অনলাইনে টাকা ইনকাম করতে চান তাহলে, প্রথমে ব্লগে ভালো ভালো মানসম্মত আর্টিকেল লিখুন আর ব্লগে ভিসিটর্স বৃদ্ধি করুন।
টাকার চেয়ে দক্ষতা অনেক জরুরী। তাই টাকার পিছনে না ছুটে আগে দক্ষতা অর্জন করুন, তাহলেই টাকা আপনার পেছনে দৌড়াবে আপনাকে টাকার পিছনে দৌড়াতে হবে না। ধন্যবাদ।