ব্লগে বাংলা আর্টিকেল কিভাবে লিখবেন ? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম

আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনার ব্লগে বাংলা আর্টিকেল কিভাবে লিখবেন ?  ব্লগে আর্টিকেল লেখার নিয়ম , সবচেয়ে সেরা আর্টিকেল লেখার নিয়ম ইত্যাদি ।

আপনার যদি কোন ব্লগ সাইট থাকে অথবা নতুন করে কোন ওয়েবসাইট তৈরি করার কথা ভাবতেছেন এবং আপনার ব্লগে সবচেয়ে সেরা আর্টিকেল কিভাবে লিখবেন ? এটা নিয়ে চিন্তায় থাকেন তাহলে আপনাদের জন্য আজকের এই আর্টিকেলটি ।

আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে আপনি জানতে পারবেন আপনার ব্লক সাইডে কিভাবে আর্টিকেল লিখে প্রথম পেজে যেতে পারেন । সব থেকে সেরা আর্টিকেলটি লিখে খুব সহজেই ব্যাংকিং করাতে পারেন ।

বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ইনকাম করার দুইটি উপায় রয়েছে । এর মধ্যে একটি হলো  ব্লগ বানিয়ে টাকা আয় এবং আরেকটি হলো ইউটিউব চ্যানেল বানিয়ে টাকা আয়” । 

ব্লগ সাইট কি ? একটি ব্লগ সাইট বানিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি চাইলে আপনি সে আর্টিকেলটি পড়ে নিতে পারেন ।

একটি কথা মাথায় রাখবেন যে ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করার যতটা সহজ কিন্তু সেখানে আর্টিকেল লেখাটা ততটা সহজ নয় ।

কেননা আপনি যে আর্টিকেলটি লিখতেছেন সেটিং কেমন মানুষ মনে হইতেছে সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় । আপনার লেখা যদি মানসম্পন্ন না হয় তাহলে গুগল সেটাকে কখনোই রেংকিং করাবে না আর যদি না হয় সে ক্ষেত্রে আপনার আর্টিকেল কখনোই প্রথম পেজে আসবেনা ।

আর যদি প্রথম পেজে আপনি আপনার লেখার দিকে না আনতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোন ইনকাম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ।

আরেকটি আর্টিকেল লেখার পর আপনার ব্লগে পাবলিশ করার পর আপনার কাছে আর কোন কিছু করার থাকে না ।

এরপর Social networking সাইট যেমন ফেসবুক, Twitter এবং Google plus আর Search engine সাইট, যেমন Google সার্চ, Yahoo search এবং Bing সার্চ ইত্যাদির কাজ । 

আপনি যখন একটি আর্টিকেল লিখে আপনার ব্লগে পাবলিশ করবেন তখন আপনার প্রয়োজন পড়বে আপনার লেখা টি কে পরবে ।  অর্থাৎ আপনার লেখাপড়ার জন্য ভিজিটরের প্রয়োজন পড়বে ।

ব্লগে বাংলা আর্টিকেল লেখার নিয়ম
আর্টিকেল লেখার নিয়ম

কেননা আপনার লেখাটির যদি কেউ না পড়ে সে ক্ষেত্রে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না । তাই আপনার লেখা টি যেন সোশ্যাল networking সাইট যেমন ফেসবুক, Twitter এবং Google plus  .

আর Search engine সাইট, যেমন Google সার্চ, Yahoo search এবং Bing সার্চ করেন ভিজিটর এসে আপনার লেখাগুলো পড়ে সেজন্য আপনাকে আপনার আর্টিকেলটি সেই অনুপাতে লেখতে হবে । 

তাহলে বন্ধুরা আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন ধরনের আর্টিকেল লিখব ? কিভাবে আর্টিকেল লিখব? কোন বিষয়ের উপর আর্টিকেল লিখব ?

যাতে করে সকল সার্চ ইঞ্জিনে সার্চ করে প্রচুর পরিমাণে ভিজিটর আমাদের আর্টিকেলটি পড়তে আসবে?

আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়ার জন্যই আমাদের এই আর্টিকেলটি লেখা । মনোযোগ সহকারে আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন ।

আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি যে সকল আর্টিকেল লিখবেন সেগুলো অবশ্যই আপনি যে কোন সার্চ ইঞ্জিনে সার্চ করলেই আপনি আপনার আর্টিকেল প্রথম পেজে পেয়ে যাবেন । এতে করে আপনার প্রচুর ভিজিটর আসবে ।

আরো পড়ুন :

ব্লগে কি আর্টিকেল লিখব ? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম :

একটি ব্লগ সাইট বানানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল ব্লগে কি আর্টিকেল লেখা কোন বিষয়ে (topic বা subject)  এর উপর আর্টিকেল লিখবেন সেটা ।

আরেকটি কথা হল আপনি যে বিষয়ে আর্টিকেলটি লিখবেন সেটা কিভাবে লিখবেন অর্থাৎ ব্লগ আর্টিকেল লেখার নিয়ম কি । 

একটা কথা মাথায় রাখবেন আপনি আপনার ব্লগে যে লেখাটা লিখবেন সেটা যেন লোকেরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে খুব সহজেই পাই ।

তারা যেন আপনার লেখা আর্টিকেলটি পছন্দ করে এবং সেটা পরে উপকৃত হয় তাতে করে আপনার অনেক বেশি ভিজিটর আসবে তাতে করে আপনি অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং সাকসেস হতে পারে ।

তবে আপনার লেখা আর্টিকেলটি লোকদের কাছে ঠিক তখনই ভালো লাগবে যদি আপনি আপনার ব্লগ সাইটটি কোন টপিকস এর উপর লিখবেন এবং আপনার আর্টিকেল গুলি কি বিষয়ে লিখবেন সেটা আগে থেকে আপনার ধারনা থাকে । এবং আর্টিকেল লেখার নিয়মগুলি আপনার জানা থাকে ।

তাহলেই আপনার আর্টিকেলটির সুন্দর হবে গুগলের কাছে পছন্দনীয় হবে এবং সাধারণ মানুষ আপনারা টিফিন পরে সন্তুষ্ট হবে ।

ব্লগে কি লিখবেন ? কোন বিষয় বা topic ‍নিয়ে আর্টিকেল লিখবেন ?

আপনি ব্লগ শুরু করার আগেই আপনার ব্লগে আমি কি লিখবেন অর্থাৎ কোন বিষয় topic, subject, niche এরউপর ব্লক লিখবেন তা নির্বাচন করুন । 

আপনি যদি স্বাস্থ্য বা টেকনোলজির বিষয় আর্টিকেল লিখতে চান তাহলে সবসময়ই স্বাস্থ্য বা টেকনোলজির বিষয়ে আপনার ব্লগে আর্টিকেল লিখবেন । 

কখনোই আপনার ব্লগটিকে সকল বিষয় লিখে জগাখিচুড়ী বানাবেন না এতে করে আপনার ব্লগে আসা ভিজিটররা বিরক্তি বোধ করবে ।

যেকোনো একটি বিষয়ের উপর ব্লক দেখিয়ে সেখানে ভিজিটর পাওয়া অনেকটাই সহজ ।  তাই আপনি আপনার ব্লগ সাইট তৈরি করার আগে আপনি যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে আর্টিকেল লিখুন যাতে করে আপনি ভবিষ্যতে আপনার টপিকের উপর ভালোভাবে আর্টিকেল লিখে যেতে পারেন

উদাহরণস্বরূপ আপনি যদি স্বাস্থ্য বিষয়ে কোনো টপিকটি শুরু করেছেন আপনি সকল আর্টিকেল সম্পর্কিত  আর্টিকেল ভবিষ্যতে লিখে যাবেন এতে করে আপনার ভিজিটররা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় খোলার জন্য আপনার আসতে থাকবে ।

আপনি আপনার ব্লগ শুরু করার আগে আপনি আপনার টপিক গুলো বেছে নিতে পারেন। সেজন্য আমি নিজে আপনি যে বিষয় গুলোর মধ্য থেকে বাছাই করে নিয়ে যে কোন একটি বিষয়ে আর্টিকেল লেখা শুরু করতে পারবেন।

যেমন,

  • Android
  • Android apps
  • Internet
  • Technology
  • Blogging
  • Educational
  • Jobs
  • Sports
  • Food
  • Story

এমন আরো অনেক বিষয় রয়েছে যেগুলোর উপর আপনি আপনার ব্লগ সাইট তৈরি করে ডিজাইন লেখা শুরু করতে পারেন। আপনি যে বিষয়টা নিয়েই শুরু কর না কারণ কেন আপনি যদি ভালোভাবে লিখতে পারেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আশা শুরু করবে ।

আরো জানুন : 

ব্লগের topic বা বিষয়ের উপর জ্ঞান :

আপনি একটি ব্লগ সাইট খুলে সেখানে দুই চারটা আর্টিকেল লিখে ইনকাম শুরু করতে পারবেন না । এর জন্য আপনাকে নিয়মিত আর্টিকেল লিখে যেতে হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে তিনটা চারটা করে আর্টিকেল লিখে যেতে হবে । এতে করে আপনার আর্টিকেল কলি গুগোল সার্চ ইঞ্জিনে এবং সেখান থেকে ট্যারিফ বা ভিজিটর আসতে থাকবে ।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটি টপিকের উপর কিভাবে এতগুলো নিয়মিত আর্টিকেল লিখবেন ?

উত্তর: 

এর উত্তর হলো আপনি আপনার টপিকের উপর সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে । আপনার আপনার টপিকের উপর পুরোপুরি জ্ঞান রাখেন তাহলে আপনি নিয়মিত একেক সময় একেক টাইটেল ব্যবহার করে বিভিন্ন বিষয়ে লিখতে পারবেন ।

যেমন :  

আপনি আপনার ব্লগ বা ডে এমন একটি বিষয় লিখবেন যেটা আপনি সবচেয়ে ভাল জানেন ।

আপনি যদি টেকনোলজি বিষয়ে ভালো জানেন তাহলে সেটাই লিখবেন আর যদি মোবাইল, শিক্ষা, চাকুরী বিষয় জানা থাকে তাহলে সেটাই ।

এতে করে অনেকেই অনেক কিছু শিখতে পারবে । এবং তারা শিখার জন্য বারবার আপনার ওয়েবসাইটে আসতে থাকবে ।

এতক্ষণে হয়তো আপনি বুঝে গেছেন যে আপনি ব্লগে কি লিখবেন কোন বিষয়ে আর্টিকেল লিখবেন । আপনি যে কোন বিষয়ে লিখতে পারেন তবে তাঁর জন্যে যথেষ্ট জ্ঞান বা ধারণা থাকতে হবে ।

তো বন্ধুরা চলুন, এখন আমরা জেনে নেই ব্লগ সাইটে আর্টিকেল কিভাবে লিখব ?  অর্থাৎ আর্টিকেল লেখার নিয়ম জেনে নেই ।

ব্লগে বাংলা আর্টিকেল কিভাবে লিখবেন ? ব্লগে বাংলা আর্টিকেল লিখার নিয়ম :

একটি ব্লগ সফলতার জন্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি ব্লগে বাংলা আর্টিকেল কিভাবে লিখতে হয় তা আপনাকে জানতে হবে । অর্থাৎ ব্লগ আর্টিকেল লেখার নিয়ম প্রথমেই আপনাকে জেনে নিতে হবে ।

ব্লগে আর্টিকেল কিভাবে লিখছেন সে আর্টিকেলগুলো কেমন হইতেছে সেটা মূল্যায়ন করা জরুরি । তাই আমি আপনাদেরকে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে কয়েকটি ধারণা বা নিয়ম নিচে আলোচনা করব। যেগুলো আপনার কি একটি আকর্ষণীয় ও সেরা আর্টিকেল লিখতে সহযোগিতা করবে ।

১. Expert হিসেবে আর্টিকেল লিখন (সম্পূর্ণ জ্ঞান নিয়ে ) –

মনে রাখবেন আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখতে বসেছেন সেই বিষয়টি নিয়ে আর্টিকেল লিখেছেন অনেকেই আরো আগে থেকেই । আপনি যদি গুগল সার্চে গিয়ে সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন কতজনে কতগুলো আর্টিকেল লিখে রেখেছে ।

তাই এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, আপনার লেখা আর্টিকেল গুগল সার্চ ইঞ্জিনে কিভাবে আসবে এবং লোকজন আমার লেখা কিসের জন্য পড়বে ?

সহজ একটি উত্তর আপনি লিখবেন সম্পূর্ণ  expert হিসেবে লিখবেন । মানে আপনি যে বিষয়ে আর্টিকেল লিখতে চান তা ভালোভাবে জেনে বিস্তারিত লিখুন । বিষয়টি লেখার সময় আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। 

আপনি আপনার ব্লগের লেখা যত বিস্তারিতভাবে ভালোভাবে বুঝিয়ে লেখতে পারবেন তো আপনি বেশি পরিমাণে ট্যারিফ বা ভিজিটর পাবেন । কেননা যখন একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার লেখাগুলো পড়ে একটা কিছু শিখতে পারবে তখন সে দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে আসবে অন্য কোন কিছু জানার জন্য ।

উদাহরণ স্বরূপ, 

যদি আপনি “Android মোবাইল ডিসপ্লে ” এর ওপর আর্টিকেল লিখছেন তাহলে লোকেরা আপনার আর্টিকেল তখন ভালো পাবে যখন আপনি মোবাইল ডিসপ্লে এর বেপারে সবটাই ভালোকরে বুঝিয়ে বলবেন। যেমন, ডিসপ্লে কি? ডিস্েপলর কি ধরনের সমস্যা হয়? সমাধান কি?  কোন ডিসেপ্লে কেমন ?  কোনটার দাম কেমন ইত্যাদি ।

এতে করে অনেকেই মোবাইলের ডিসপ্লের সন্ধানে আপনার ব্লগে আসবে অথবা ডিস্েপলর দাম জানার জন্য আপনার ব্লগে আসবে । কারণ আপনি ডিসপ্লের সমাধান দিয়ে দিয়েছেন এখানে ।

২. সহজভাবে ব্লগ / আর্টিকেল লিখুন –

আপনি যখন একটি আর্টিকেল দেখবেন তখন একদম সহজ ভাবে সহজ ভাষায় লেখার চেষ্টা করবেন। কেননা আপনার লেখা যদি মানুষ বুঝতে না পারে তাহলে সে দ্বিতীয়বার আপনার ওয়েবসাইটে পারবে না । তাই সহজভাবে এবং সংক্ষেপে লেখার চেষ্টা করবেন । 

আর যখন লিখবেন তখন যতটা পারেন ছোট ছোট প্যারাগ্রাফ আকারে  লিখুন । কেননা বড় প্যারাগ্রাফ পড়া অনেকের কাছেই বিরক্তিকর । 

আর সাথে সাথে কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি ব্যবহার করুন ।  

৩. Bold Heading, কমা, প্রশ্ন ছিন্ন ব্যবহার করুন –

আপনি এই আর্টিকেলে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এখানে Bold heading, কমা বা প্রশ্ন ছিন্ন আদি ব্যবহার করছি । আপনিও ঠিক এরকমই আপনার লেখা আর্টিকেল এ এগুলি ব্যবহার করবেন ।

এতে করে আপনার লেখা আর্টিকেলটি বুঝতে পড়তে সুবিধা হবে এবং Google search অন আর্টিকেল পছন্দ করে । 

আর্টিকেল লেখার সময়, একটি H1 HEADING একটি H2 HEADING এবং ৩ থেকে ৪ টি H3 বা H4 heading  ব্যবহার করবেন। এতে করে আপনার আর্টিকেল সবচেয়ে সেরা আর্টিকেলে পরিনত হবে ।

৪. আর্টিকেলে ছবি বা পিকচার ব্যবহার করুন –

আর্টিকেলে ছবি (images) অবশই ব্যবহার করুন । আপনার আর্টিকেলের সাথে মিলরেখে (related) ছবি ব্যবহার করবেন। অন্যকোন ছবি ব্যবহার করবেন না ।

এতে করে ভিজিটররা ছবির মাধ্যমেও অনেক কিছূ শিখতে পারবে । যা তাদেরকে আপনার আপনার আর্টিকেলটি পড়ার জন্য উৎসাহিত করবে ।

অবশ্যই পড়ুন, 

তাই আপনার আর্টকেলে আর্টিকেলবিষয়ের সাথে সমঞ্জস্য ছবি বা স্কিরনশট ব্যবহার করুন ।

৫. Regular/ নিয়মিত আর্টিকেল লিখন –

আপনার ব্লগে রেগুলার/ নিয়মিত আর্টিকেল লিখুন: নিয়মিত বলতে প্রতিদিন একটি, না পারলে সপ্তাহে 3-4 টি  অথবা প্রতি সপ্তাহে একটি করে পোষ্ট করবেন ।

অনেকেই জানে না যে ব্লগে নিয়মিত পোস্ট না করলে Google search ইঞ্জিন থেকে ভিজিটর বা ট্রাফিক হওয়ার সুযোগ হারাতে হয় । কেননা গুগোল চাই আপনি আপনার ব্লগে নতুন নতুন আর্টিকেল লিখুন প্রতি সপ্তাহে কমপক্ষে তিনটি করে । 

গুগল সার্চ ইঞ্জিন এর কথা হল যে সকল ব্লগ নিয়মিত আর্টিকেল লিখে এবং নিজের ব্লগ কে regualr update করে তাদেরকে ফ্রি ভিজিটর অনেক পরিমানে দিয়ে থাকে । 

আপনি যদি গুগল সার্চ ইঞ্জিন থেকে ফ্রি ভিজিটর বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই আপনি নিয়মিত পোস্ট করবেন এবং আপনার পোস্টগুলো নিয়মিত আপডেট করবেন ।

এতে করে শুধু গুগল সার্চ ইঞ্জিন নয়, Google search এর সাথে সাথে নিত্য নতুন ভিজিটর আপনার ওয়েবসাইটে হাসতে থাকবে। 

সহজ কথায় বলতে গেলে আপনি যখন নিত্যনতুন কোন আর্টিকেল আপনার ব্লগে নিয়মিত দিবেন তখন আপনার নিত্যনতুন ভাটিকেল করার জন্য নতুন নতুন কিছু আপনার ব্লগে ভিজিটর আর ফলে আপনার ভিজিটর বাড়াতে থাকবে ।

আর যখন আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর থাকবে তখন আপনি একটি নির্দিষ্ট পরিমান/ হিউজ পরিমান টাকা ইনকাম সেখান থেকে করতে পারবেন ।

আজকে শেষ কথা,

বন্ধুরা, ব্লগে বাংলা আর্টিকেল কিভাবে লিখবেন ? ব্লগে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । আমি আশা করিআজকের আলোচনা থেকে আপনারা কিভাবে ব্লগ সাইটে লিখতে হয়? ব্লগ লেখার নিয়ম ইত্যাদি সম্পর্কে বুঝতে পেরেছেন ।

আজকের আর্টিকেল সম্পর্কে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ।

আজকের দিনটি আপনাদের কাছে ভাল লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । * ধন্যবাদ*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *