ঘাতক ব্যাধি স্তন ক্যান্সারের লক্ষন : ব্রেস্ট টিউমারের লক্ষণ

ঘাতক ব্যাধি স্তন ক্যান্সারের লক্ষন : আজ আমি আপনাদের সাথে ঘাতক ব্যাধি স্তন ক্যান্সারের লক্ষন সম্পর্কে আলোচনা করবো । আপনার মধ্যে ঘাতক ব্যাধি স্তন ক্যান্সারের লক্ষন গুলোর কোন লক্ষণ নেই তো ? থাকলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা

 

বর্তমানে স্তন ক্যান্সারের মাত্রা অধিক হারে বেড়ে গেছে । আমাদের জীবনযাত্রা পরিবর্তন, ভেজাল খাদ্য, বংশের ধারাবাহিকতা, চিকিৎসার গুরুত্ব না দেওয়া ইত্যাদি কারণে স্তন ক্যান্সার আজ জটিল রূপ ধারণ করেছে ।

স্তন ক্যান্সারের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের মৃত্যুর হার অনেক বেশি । সচরাচর 50 বছরের বেশি বয়স্ক নারীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি ।

ঘাতক ব্যাধি স্তন ক্যান্সারের লক্ষন
ঘাতক ব্যাধি স্তন ক্যান্সারের লক্ষন

 

তবে আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে এতদিন এই স্তন ক্যান্সার সম্পর্কে নারীদেরকে শুধু সচেতন করা হতো, তবে বর্তমানে পুরুষদের কেউ স্তন ক্যান্সার সম্পর্কে জোর সচেতন করা হচ্ছে ।

কেননা পুরুষদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে পুরুষদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা নারীদের তুলনায় অনেক কম । এক জরিপে দেখা গেছে যে যুক্তরাজ্যে প্রতিবছর 41 হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হলেও মাত্র 300 জন পুরুষ এই স্তন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে ।

 

কিভাবে বুঝবেন আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত ?

 

কিভাবে বুঝবেন আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত
কিভাবে বুঝবেন আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত

নিচে স্তন ক্যান্সার এর লক্ষণ বা উপসর্গ গুলো আলোচনা করা হয়েছে। আপনি সেগুলো দেখে বুঝে নিবেন যে আপনি স্তন ক্যান্সারে আক্রান্ত কি না?

স্তন ক্যান্সার এর লক্ষণ বা উপসর্গ

  • স্তন ক্যানসারের সর্বপ্রথম লক্ষ হলো  ব্রেস্ট টিউমার বা স্তন টিউমার ।
  • স্তনের কিছু অংশ শক্ত চাকা চাকা হওয়া অথবা কোন লাম্প দেখা দেওয়া ।
  • স্তনের আকার, গঠন পরিবর্তন হওয়া ।
  • স্তন থেকে রক্ত বা পুজ অথবা তরল জাতীয় পদার্থ নির্গত হওয়া ।
  • স্তনের আশেপাশে চুলকানি বা ফুসকুড়ি হওয়া ।
  • স্তনের বোটায় ঘা হওয়া ।
  • এছাড়াও আরো বিভিন্ন লক্ষন হতে পারে যেমন স্তনেরর ভিতরে গোটা ওঠা, শক্ত হওয়া, বগলে ফুলে যাওয়া, স্তনের রং পরিবর্তন হওয়া ইত্যাদি ।

ব্রেস্ট স্ক্রিনিং বা ম্যামোগ্রাফি

প্রতি তিন বছর পরপর 50-70 বছর বয়সী সকল নারীদের ব্রেস্ট স্ক্রিনিং বা ম্যামোগ্রাফি পরীক্ষা করানো উচিত । ম্যামোগ্রাম হলো নারীদের স্তন এক্স-রে’র মাধ্যমে পরীক্ষা করে নারীদের স্তন কোন অবস্থায় রয়েছে তা যাচাই করা । 

প্রথমত ক্যান্সার এতোটাই ছোট থাকে যে, তা বাইরে থেকে বোঝা অসম্ভব হয়ে পড়ে। তবে ম্যামোগ্রামের পরীক্ষার মাধ্যমে যত ছোট ক্যান্সারই হোক সেটা নির্ণয় করা যায়। তাই প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পরলে সেটা চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হওয়ার সম্ভাবনাও রয়েছে । এটি পরীক্ষার জন্য সময়ও কম লাগে। মাত্র কয়েক মিনিটেই এই পরীক্ষা করা যায় । 

স্তন ক্যান্সারে ঝুঁকি বেশি যাদের

50 বছরের অধিক বয়সী নারীরা সাথারণ এই স্তন ক্যানসারে ঝুঁকিতে রয়েছে । স্তন ক্যানসারে আক্রান্তের আশি ভাগই 50 বছরের বেশি বয়স্ক নারীরা রয়েছেন। এবং যাদের পরিবারের কোন সদস্য ক্যান্সারে আক্রান্ত রয়েছে তাদেরও এই ক্যান্সারটি হওয়ার ঝুঁকি রয়েছে ।

 

পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ

 

 

পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ
পুরুষের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ

 

স্তন ক্যান্সার বলতে আমরা আগে শুধূ নারীদেরকেই বুঝতাম। স্তন ক্যন্সার এর কথা শূনলেই আগে নারীদের চেহারা ভেসে উঠত। আর আমরা সবাই মনে করি যে এই স্তন ক্যান্সার রোগটা শুধূ মাত্র নারীদেরই হয়ে থাকে।

 

 

 

তবে এই ধারনাটি একেবারে সম্পূর্ণ ভুল। এই স্তন ক্যান্সার রোগটি নারীদের মতো পুরুষদেরও হতে পারে ।

এই রোগটি নারীদের মতো পুরুষেরও হতে পারে । আরেকটি ভয়ের বিষয় হলো স্তন ক্যান্সার এ মানুষ দিন দিন বেশি আক্রান্ত হচ্ছে।

2015 সালে যুক্তরাষ্ট্রের ক্যান্সার সোসাইটি হিসাব অনুযায়ী স্তন ক্যান্সার রোগে আক্রান্ত নারীর সংখ্যা ছিল আনুমানিক 2 লক্ষ 31 হাজার 840 জন । এরমধ্যে 2350 জন পুরুষ রয়েছেন । এখানে নারীদের তুলনায় পুরুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। তবে নারীদের তুলনায় পুরুষদের স্তন ক্যান্সার রোগটি খুবই বিপদজনক ।

 

লুইভিলের নরটন ক্যানসার ইনস্টিটিউটের ‘অনকোলজিস্ট’ জ্যানেল সেগ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ‘ইউএসএ টুডে’ তে জানান, পুরুষদের স্তন কোষের সংখ্যা কম থাকা আশীর্বাদের সাথে অভিশাপও বটে। পুরুষের স্তনের মধ্যে কোষের ঘন্ত কম হওয়ার জন্য পুরুষের স্তন থেকে ক্যান্সার হওয়ার আশংকা অনেক  বেশি। পুরুষের স্তন ক্যান্সার ধরা পরার পর অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে, রোগটি স্তনের বাইরেও দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে ।  

পরিসংখ্যান মতে, গত 25 বছরে পুরুষদের স্তন ক্যান্সার আক্রান্তের হার 26 শতাংশ বেড়েছে । পুরুষদের স্তন ক্যানসা হলে চিকিৎসার অবহেলার জন্য হতে পারে জীবনের জন্য ঝুঁকি। পুরুষের স্তনে কোষ নারীদের তুলনায় কম থাকার কারণে, সহজেই স্তনে কোন টিউমার হলে তা খুব দ্রুত পাঁজরের পেশি ও চামড়াতে ছড়িতে পড়তে পারে । চিকিৎসকেরা মনে কনে, স্তন ক্যান্সার শনাক্ত করার জন্য নারীদের নিয়মিত ম্যামোগ্রাফি করার পদ্ধতি থাকলেও পুরুষদের জন্য সেটা সম্ভব নয় । কেননা পুরুষদের স্তনকোষ নারীদের মতো সুসংগঠিত নয়। এরপরও 35 বছরের উপরে পুরুষদের 6 মাস পর পর পরীক্ষা করার পরামশ্য দিয়েছেন চিকিৎসকরা ।

 

ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি

 

ব্রেস্টে যে কোন ধরনের চাকা মানেই তা ব্রেস্ট ক্যান্সার নয়। তাই চিকিৎসা শুরু করার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে  ।  ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে তার চিকিৎসা পদ্ধতি নিম্নরূপ:

  • লাম্পেক্টমি (lumpectomy): টিউমার ও তার আশেপাশের কিছু টিস্যু কেটে এই অপারেশন করা  হয়ে থাকে ।  টিউমার ছোট হলে সাধারণত এই অপারেশন করা হয়।
  • মাস্টেক্টমি (mastectomy): এই অপারেশন-এর মাধ্যমে সম্পূর্ণ স্তন কেটে ফেলা হয়ে থাকে অথবা স্তন এবং এর নিচের মাংসপেশি ইত্যাদি আক্রান্ত টিস্যু কেটে ফেলা হয়ে থাকে । বর্তমানে এরকমটা করা হয় না। এক্ষেত্রে রোগীর স্তনের চামড়া সংরক্ষণ করার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে স্তন  পূণর্গঠন করা হয়ে থাকে।
  • রেডিও থেরাপি: এই পদ্ধতিতে একটি বড় মেশিন-এর মাধ্যমে স্তনের দিকে লক্ষ্য করে তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করে ক্যান্সারের কোষ নির্মূল করা হয়ে থাকে ।
  • কেমোথেরাপি: টিউমার বড় হলে সেক্ষেত্রে সার্জারির আগে কেমোথেরাপি প্রয়োগ করে টিউমারেএর গঠন ছোট করার হয় । কেমোথেরাপি স্তন ক্যান্সার কোষকে নির্মুল করণে কাজ করে। আর ক্যান্সার পুনরায় শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা থাকে তাহলে চিকিৎসক কেমোথেরাপি-এর পরামর্শ দিয়ে থাকেন । যা ক্যান্সার পুনরায় হওয়ার ভয় দূর করে থাকে ।

ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা খরচ

 

স্তন ক্যান্সারের সরকারিভাবে রোগীর পরিস্থিতি অনুযায়ী 50 হাজার টাকা থেকে 1 লাখ 50 হাজার টাকার মধ্যে খরচ হতে পারে । আর বেসরকারি ভাবে এর খরচ আরও বেশি লাগতে পারে । অধিকাংশ সময় রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে চিকিৎসার ব্যায় । তাই প্রাথমিক চিকিৎসায় রোগ শনাক্ত হওয়ার পর এর খরচ সঠিক ভাবে বলা যায় । তাই আপনাকে আগে রোগীর অবস্থা সম্পর্কে জানতে হবে ।

 

আমাদের শেষ কথ:

 

তো বন্ধুরা আজ এই আর্টিকেলটিরে মাধ্যমে আমরা স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার লক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি জানলাম। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধূদেরকে শেয়ার করতে ভুলবেন না।

আপনাদের কোন মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন । সকলেই ভালো থাকবেন, সচেতন থাকবেন । ধন্যবাদ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *