ফেসবুক আইডির নাম পরিবর্তন : বর্তমান ডিজিটাল যুগে অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন। অনেকেই ফেসবুক আইডির নাম পরিবর্তন করার চেষ্টা করেন। কিন্তু সঠিকভাবে না জানার কারণে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারতেছে না।
আমরা সবাই ফেসবুকের একটি প্রোফাইল নাম দিয়ে থাকে আর এই প্রোফাইলের নামের মাধ্যমে আমরা ফেসবুক এ একে অপরের সাথে পরিচিত হয়ে থাকি ।
অনেক সময় বিভিন্ন কারণেএই ফেসবুক আইডি নাম পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে। যখন আমরা ফেসবুক আইডি পরিবর্তন করার চেষ্টা করে থাকে।
আমি আপনাদেরকে কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয় তা শিখিয়ে দেবো।
আপনি খেয়াল করে দেখবেন যে ছাড়ানোর দোয়া ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ফেসবুক আইডি প্রোফাইল নাম বদলানোর অভ্যাসটা অনেক বেশি।
তারা অনেক সময় তাদের প্রোফাইল নামের আগে পরে cute, sweet বা angel ইত্যাদি শব্দগুলি ব্যবহার করতে অনেক ভালোবাসে।
যাইহোক ছেলে বা মেয়ে সেটা বড় কথা নয় ফেসবুক প্রোফাইল আইডি নাম পরিবর্তন করতে পারাটাই সবচেয়ে বড় কথা। আজকে আর্টিকেল এর মূল বিষয় হলো কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যায়।
আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয় শিখিয়ে দিব।
আর আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে চাইলে অবশ্যই এই আর্টিকেলটি করার পর আপনি নিজে আপনার নিজের ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন।
তবে আপনি অবশ্যই মনে রাখবেন, ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম আছে। তবে, ভয় পাবার কিছু নেই এমন জটিল কঠিন কোনো ধরাবাধা নিয়ম ফেসবুক আইডি পরিবর্তনের ক্ষেত্রে নেই।
শুধু এটা মনে রাখবেন আপনি একবার ফেসবুক আইডির নাম পরিবর্তন করলে আবার দ্বিতীয়বার কমপক্ষে 60 দিনের মধ্যে পরিবর্তন করতে পারবেন না।
আর আপনি চাইলে 60 দিন পর পুনরায় আবার অন্য একটি ফেসবুক আইডির নাম পরিবর্তন করে দিতে পারবেন।
তাই আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তনের ক্ষেত্রে খুব ভেবে চিন্তে নামটি ক্রিয়েট করবেন।
তো বন্ধুরা, চলুন- আর সময় নষ্ট না করে ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করতে হয় জেনে নেই।
টাকা দিয়ে টাকা ইনকাম করার 6 টি উপায়
ওয়ান প্লাস 10 প্রো মোবাইল প্রাইস বাংলাদেশ
ফেসবুকে নাম পরিবর্তন হচ্ছে না ?
আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন হচ্ছেনা? আপনি আপনার ফেসবুক আইডি নাম পরিবর্তন করতে চান কিন্তু পরিবর্তন হচ্ছে না।
আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন না হওয়ার কারণ হয়তো আপনি সঠিকভাবে বা সঠিক নিয়মে আপনার ফেসবুকে নাম পরিবর্তন করতে পারতেছেন না।
তাই আপনার জন্যে আজকের এই আর্টিকেলটি লেখ। আজকের পর আর আপনার ফেসবুকে নাম পরিবর্তন হচ্ছে না কথাটি 2য় বার বলতে হবে না। ফেসবুকে নাম পরিবর্তন হচ্ছে না কথাটির সমাধান আজ এখানেই পাবেন।
ফেসবুকে নাম পরিবর্তন হচ্ছে না ? জেনে নিন:
অনেকেই বলেন যে, ফেসবুকে নাম পরিবর্তন হচ্ছে না বন্ধুরা আমি আজকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করে দেখিয়ে দিব একবারে চিত্রসহকারে।
আমি আজ আপনাদেরকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়মম step by step আলোচনা করব।
আমি আপনাদেরকে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন তার নিয়ম দেখিয়ে। দেব।
এটা দেখার পর আপনি চাইলে step by step পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার ফেসবুক আইডির নাম আপ নি নিজেই পরিবর্তন করতে পারবেন।
ফেসবুক নাম পরিবর্তন পদ্ধতি :
স্টেপ ১.
প্রথমে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে ফেসবুক একাউন্টে লগইন করুন। আপনার একাউন্টে লগইন করার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইলটির home page দেখতে পাবেন
স্টেপ ২.
এখন আপনাকে আপনার হোমপেইজ থেকে “Settings” অপশন এ যেতে হবে। সেটিংস অপশনে দেওয়ার জন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে একবারে উপরে “home” অপশন এর পরে একেবারে শেষে “Icon” টি ক্লিক করতে হবে। শেষের আইকন ক্লিক করার ফলে আপনি আপনার প্রোফাইলের সকল “options” দেখতে পাবেন।
যেমনটি ওপরে ছবিটিতে দেখতেছেন, “options” আইকন ক্লিক করার পরে একেবারে শেষে আপনি “Settings” লিংক টি দেখতে পাবেন। এখন আপনি “Settings” লিংক ক্লিক করুন।
স্টেপ ৩.
“Settings” ক্লিক করার পর আপনি “Genaral settings page” দেখবেন। এই “Genaral settings page” প্রথমেই আপনার নাম দেখতে পাবেন। আর, নিজের নামের সোজা “Edit” অপসন আছে।
এখন আপনি “EDIT” অপসন ক্লিক করতে হবে।
স্টেপ ৪.
“EDIT” অপশন ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি নিজের নতুন ফেসবুক আইডির নাম দেয়ার জায়গা দেখতে পাবেন। অর্থ াৎ আপনি ৩ টি বাক্স দেখবেন যেখানে “First name”, “Middle name” এবং “Surename” লেখার অপশন রয়েছে।
এখন আপনি, আপনার ফেসবুক আইডির নতুন যে নামটি দিতে চান তা বাক্সতে লিখূন। আর নিচে “Review change” অপশনটিতে ক্লিক করুন।
স্টেপ ৫.
অতপরঃ আপনি “Review your new name” পেজটিতে নিজের নতুন নাম দেখবেন যা কিছুক্ষণ আগে আপনি দিলেন। এরপর আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড টি password বক্সে লিখুন। তারপর “Save Changes” অপশনটি ক্লিক করুন।
এখানেই আপনার কাজ শেষ, অর্থাৎ আপনার ফেসবুক আইডির প্রোফাইল এর নাম পরিবর্তন হয়ে গেল। মানে আপনি আপনার ফেসবুক আইডির নাম কি সঠিক ভাবে পরিবর্তন করে নিয়েছেন।
এরপর থেকে যারা আপনার ফেসবুক আইডিটি দেখবে তারাই প্রোফাইলে আপনার নতুন নামটি দেখতে পাবে। এভাবেই আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল নাম কারো সহযোগিতা
ছাড়াই নিজেই পরিবর্তন করে নিতে পারবেন তবে শর্ত হলো একবার পরিবর্তন করলে পরবর্তীতে দিন পর আবার অর্জন করতে হয় 60 দিনের আগে কোন অবস্থাতেই ফেসবুক আইডির নাম, পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে না
আজকের শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আজ আমরা জানলাম কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয়। আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। এয়ারটেল এর মাধ্যমে আপনি নিজেই নিজের ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পেরেছেন।
আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চেষ্টা করার পরও দেখেন ফেসবুক আইডি পরিবর্তন হচ্ছে না তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ